-
ফরেক্স মার্কেট করতে হলে একজন ট্রেডারকে আগে মার্কেটের সম্পর্কে টুকিটাকি অনেক কিছুই জানতে হয়।কিন্তু আসলে ফরেক্স মার্কেটে আমি একেবারেই একজন নতুন সদস্য। তাই আমি জানি টেকনিক্যালি এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস কি তবে আমি সব কিছুই শেখার ছেস্টা ছালিয়ে যাচ্ছি।
-
ফান্ডামেন্টাল এ আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে।আর টেকনিক্যাল এ ট্রেডাররা প্রাইস এর ওপর ভিত্তি করে ট্রেড করে।আর টেকনিক্যাল বিষয়টা নির্ভর করে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন।ইকোনমিকাল ডাটার উপর ভিত্তি করে আর টেকনিকেল এনালাইসিস করা হয় কারেন্সি চার্ট পেটার্ন এবং কেন্ডেল স্টিক এর এনালাইসিস এর মাধ্যমে ট্রেদাদের ফান্ডামেন্টাল এবং টেকনিকেল এনালাইসিস অনেক বেশি জনপ্রিয় ট্রেড এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে ।
-
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য সব ধরনের এনালাইসিস সশিখে রাখতে হবে কারন কোন এনালাইসিস কখন কাজ করে বলা যায়না তাই আমাদের ফরেক্স মার্কেটের ভাল করে টেকনিকাল এনালাইসিস আর ফান্ডামেন্টাল এনালাইসিস যে যত ভাল করতে পারে ফরেক্স মার্কেট হতে সেই ট্রেডার ভাল প্রফিট করতে পারে।
-
ফরেক্স এ টিকে তাহ্কতে হলে এনালাইসিস এর গুরুত্ব অনেক.এই এনালাইসিস এর মধ্যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল প্রধান দুটি এনালাইসিস.ফান্ডামেন্টাল এনালাইসিস প্রাইস ভ্যালু নির্দেশ করে যার মাধ্যমে আপনি মার্কেট ট্রেড ক্রয়-বিক্রয় এর ক্ষেত্রে সুবুধা হয়.টেকনিকাল এনালাইসিস কারেন্সী নিউস এর উপর দেপেন্দ করে পরিকল্পনা করা হয়.
-
ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল আর টেকনিকাল এনালাইসিস এর কোন বিকল্প নায়।। একটা আরেকটার উপর নির্ভর করে অনেক অংশে।। আমরা যদি এই ২ টা এনালাইসিস কে এক সাথে করে ট্রেড করি তাহলে ট্রেড টা লাভে আসবেই।।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত।ফরেক্সের মত একটা জটিলমার্কেটে নিয়মিত প্রফিট করার জন্য বিভিন্ন স্ট্রাটেজি এবং অ্যানালাইসিস করার প্রয়োজন।বিশেষ করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকিনিকাল অ্যানালাইসিস অনেব জরুরি। অনেকেই মনে করে কোন একটা অ্যানালাইসিস করবো।কিন্তু আমি মনে করি শুধু একটা অ্যানালাইসিস না করে বরং সব ধরনের অ্যানালাইসিস করে ট্রেড করা ভালো।
-
এনালাইসিস
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে তিন প্রকার এর এনালাইসিস করতে হবে।সব গুলো এনালাইসিস ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য দরকার হয়।তবে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য টেকনিক্যাল এনালাইসিস কে বেসি প্রাধান্য দিয়ে থাকি।এই এনালাইসিস এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এর যেকোনো সময় ট্রেড করতে পারি।যখন ফরেক্স মার্কেট সম্পর্কে কোন নিউজ থাকে না তখন আমি এই এনালাইসিস এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।তবে ভালো ট্রেড করার জন্য সব গুলো এনালাইসিস করা লাগবে।
-
অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্তাদির ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।
ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।আর টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডাররা প্রাইসের মুভমেন্টের ওপর ভিত্তি করে ট্রেড করে।
মুল বিষয় হল একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারে এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারে।
-
ফান্ডামেন্টাল এবং টেকনিকাল এনালাইসিস এই দুইধরণের এনালাইসিস ট্রেডিং এ অনেক প্রয়োজনীয়.আইটির মাধ্যমে ত্রাদের রা ফরেক্স এ টিকে থাকতে পারে.দান্দামেন্তাল ট্রেড হচ্ছে ট্রেড ভ্যালু,ট্রেড অ্যাকশন,নিউস ট্রেড ইত্যাদি এর উপর ভিত্তি করে তৈরী করা হয়.আর টেকনিকাল হলো বিগত কিছু সময়ের মার্কেট পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরী করা হয়.