-
আপনি ককন সেল অর্ডার দিবেন? যদি আপনি মনে করেন বেস কোরেন্সির তুলনায় কউটো কোরেন্সির দাম বাড়বে তকন আপনি সেল অর্ডার দিতে পারেন আবার যখন মার্কেট রেজিটা্ন্স লেভেলে থাকবে তখনআপনি সেল অর্ডার দিতে পারেন কারন মার্কেট রেজিটান্স ভাংতে না পারেলে আর উপরে উঠতে পারে না তখন আবার সাপোর্ট এর দিকে নেমে আসে । ধন্যবাদ।
-
মার্কেট একটা টেকনিক্যাল মেনে চলে। আর তা হল সাপোর্ট, রেসিস্তেন্স। মার্কেট একবার সাপোর্ট এ যায় আবার পরে রেসিস্টেন্স এ আসে। তাই রেসিস্টেন্স জোন থেকে সেল দিলে প্রফিট বেশি পাওয়া যায়। আবার ডাউন্ট্রেন্ড মার্কেট এ রিট্রাস কমপ্লিট হয়ে গেলেউ সেল দেয়া যেতে পারে। সেক্ষেত্রে ট্রেন্ডলাইন ভাল কাজ করে।
-
আমি বলব বর্তমান কারেনসি দাম কমলেয় সেল করা যায়।কারন সেল করার জন্য দাম কমায় হল উপজুক্ত সময়।
-
যখন কোন দেশের অর্থনীতি মন্দা অবস্থায় চলে আসে,তখন সে দেশের মুদ্রা সেল করা দেওয়া ভাল।এতে ঝুকিঁ কম থাকে।যেমন কিছু দিন আগে থেকে ইউরো ব্যাপক দরপতন ঘতে।ফলে যারা সেল করেছে,তারা অনেক ভাল লাভ করতে সক্ষম হয়েছে।
-
ফরেক্স মার্কেটে কোন অর্ডার করবো এটি বোঝার জন্য আমরা ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালইসিস সহ আরও বিভিন্ন রকম এনালাইসিস করে থাকি।যদি আমার এনালাইসিস বলে যে কুয়েতো কারেন্সির দাম বর্তমান প্রাইস থেকে আরও কমে যাবে,তাহলে তখন আমাদেরকে অবশ্যই সেল অর্ডার করতে হবে।
-
কারেন্সি পেয়ার এর দাম যখন কমতে পারে তখন আমাদের সেল দিতে হবে। মানে যখন দাম resistance point এ গিয়ে দাঁড়াবে তখন সেল দিতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে ভাল করে এনালাইসিস শিখতে হবে। এনালাইসিস করে যদি বোঝা যায় যে মার্কেট নিচের দিকে যাবে তখন সেল অর্ডার দিতে হবে।
-
সেল অর্ডার নেয়ার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নেয়া উচিত। ট্রেন্ড বুঝে সেল অর্ডার নেয়া উচিত। সাধারনত এনালাইসিস করে যখন বোঝা যাবে মার্কেট বর্তমান পজিশন থেকে বেশ খানিক নিচে নেমে যাবে তখনই সেল অর্ডার নেয়া উচিত। এর ফলে এক ট্রেডের সেল অর্ডার থেকেই অনেক বেশি প্রফিট করা সম্ভব।
-
আমি যদি মনে করি বেস কারেন্সির দাম আরও অনেক কমে যাবে তাহলে তখন আমাকে সেল অর্ডার করতে হবে।বেস কারেন্সির দাম বাড়বে না কমবে এটি বোঝার জন্য আমাকে ভালমত এনালাইসিস করতে হবে,আমার এনালাইসিস যদি বলে বেস কারেন্সির দাম আরও কমবে তহলে তখন আমাকে সেল অর্ডার করতে হবে।
-
যেকোনো ট্রেড নেয়ার আগেই মার্কেট ভালোভাবে এনালাইসিস করে নেয়া উচিত। সেটা বায় হোক কিংবা সেল হোক মার্কেট এনালাইসিসের ফলাফলের উপর ডিপেন্ড করে কখন ট্রেড নিবো। যদি বোঝা যায় মার্কেট বর্তমান পজিশন থেকে অনেক বেশি নিচে নামতে পারে তখন সেল নেয়া উচিত। তবে মার্কেটের উপর এটা সম্পুর্ন নির্ভরশীল