-
আমি জানি স্টপ লস হল এমন একটা টুলস যা কোন প্রাইসে সেট করলে মার্কেট কোন কারনে হঠাৎ দিক পরিবর্তন করলেও আপনার একাউন্টটা বড় রকম ক্ষতি হতে বেচে যাবে আবাার একই ভাবে টেক প্রফিট কোন প্রইসে সেট করলে মার্কেট সেই প্রইসে গেলেই প্রফিট নিয়ে আপনার লেনদেনটি বন্ধ হয়ে যাবে।
-
ফরেক্স এ ট্রেড করার ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরত্ব পূর্ন। স্টপ লস হচ্ছে আপনি এর চেয়ে বশী পরিমান লস নিতে আগ্রহী নন আর টেক প্রফিট হচ্ছে আপনা এই পরিমানের চেয়ে আর বেশী পরিমান
প্রফিট করার আশাবাদী নন। তাই আপনার এই পরিমান টার্গেট পরি পুর্ন হলে ট্রেড আপ া আপনি ক্লোজ হয়ে যাবে
-
ফরেক্স করার ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট হচ্ছে ট্রেডের একটা বড় অংশ যা ট্রেড করার সময় খুব দরকার হয়। স্টপ লস এবং টেক প্রফিট হলো ট্রেড করবেন কতটুকু কতটুকু নামলে আপনার ট্রেডটা ক্লোস হবে এই সব আর এটা খুবই জরুরি যা ছাড়া আপনার ট্রেডে লস করাতে পারেন। তাই সবার উচিত এই স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে ভাল ভাবে যানা এবং এসব এর ব্যাবহার শিখা।
-
কেউ যদি একটু বেশী ঝুঁকি নিয়ে ফরেক্স করতে চায় তাদের জন্য স্টপ লস ব্যাবহার করা জরুরী। কারণ দাম উঠা নামা করার কারণে আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে। আর যদি কম ঝুঁকি নিয়ে করে থাকেন তাহলে এইসব ব্যাবহার না করলেও চলে। আমি সবসময় এই নিয়মটা অনুসরণ করি।
-
ফরেক্স মার্কেটএ স্টপ লস এমন একটি কৌশল যার দ্বারা আমরা ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারি এবং আমদের লসের পরিমানকে কমাতে পারি।টেক প্রফিট হল এমন একটি কৌশল যার মাধ্যমে আমরা ট্রেড হতে কতটুকু লাভ করব তার পরিমান নিদিষ্ট করে দেয়।
-
ফরেক্স মার্কেটের অন্যতম গুরুত্বপূর্ণ দুইটি বিষয় হচ্ছে স্টপ লস ও টেক প্রফিট। স্টপ লস ও টেক প্রফিত ছাড়া কখনই ট্রেডিং করা উচিত নয়। কারন এই বিষয়গুলো না মেনে ট্রেডিং করলে একাউন্টের ক্ষতি হয়। এতে ডিপোজিট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এগুলো মেনে ট্রেডিং করলে একাউন্ট সুরক্ষিত থাকে।
-
ফরেক্স মার্কেটে লস ঠেকানোর মুল টুলস হল স্টপ লস আর টেক প্রফিট।
স্টপ লসঃআপনি যদি কোন ট্রেড ওপেন করেন আর ট্রেড যদি বিপরিতে যাই তাহলে আপনি স্টপ লস সিলেক্ট করে দিলে মার্কেট ঐ জায়গাই থেকে ক্লজ হয়ে যাবে।
টেক প্রফিটঃআপনি যদি কোন ট্রেড ওপেন করেন আর ট্রেড যদি পক্ষে যাই তাহলে আপনি টেক প্রফিট সিলেক্ট করে দিলে মার্কেট ঐ জায়গাই থেকে ক্লজ হয়ে যাবে।
স্টপ লস আর টেক প্রফিট এর অনুপাত সিলেক্ট করতে হবে ১ঃ২।
-
ফরেক্স ব্যবসা করার ক্ষেত্রে আমরা স্টপ লস ও টেইক প্রফিট দিয়ে দেব । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা স্টপ লস দিয়ে তারপর ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আমরা পরিশ্রম করার মন মানসিকতা নিব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
স্টোপ লস হল ওপেনকৃত ট্রেডটি নিদিষ্ট পরিমান লস হওয়ার পর অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এমন পদ্ধতিকে স্টপ লস পদ্ধতি বলে।
টেক প্রফিট হল ওপেনকৃত ট্রেডটি নিদিষ্ট পরিমান লাভ হওয়ার পর অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এমন পদ্ধতিকে টেক প্রফিট পদ্ধতি বলে।
ধরুন, আপনি 1.3562 তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন 4০ পিপস লাভ করবেন এবং 4০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি 4০ পিপস স্টপ লস এবং 4০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
ফরেক্স এ সবার স্টপ লস ব্যবহার করা উচিত। আর সেই সাথে টেক প্রফিট ও আপনার ব্যবহার করতে হবে। আপনি নির্দিষট প্রাইচ এ গেলে যাতে আপনার ট্রেডটি ক্লোজ হয়ে যায় তার জন্য স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে থাকি। এটা সব সময় ব্যবহার করা একাউন্ট এর জন্য নিরাপদ।