ফরেক্স অনেক বড় একটি ব্যাবসা প্রতিষ্ঠান, যা পৃথীবির সকল মার্কেট হতেই বহগুনে বড় । মজার বিষয় হলো আপনি এখান হতে প্রচুর ইনকাম করে নিতে পারবেন যার কোন লিমিটেশন নেই । আর তা যে কেউ-ই করতে পারে।
Printable View
ফরেক্স অনেক বড় একটি ব্যাবসা প্রতিষ্ঠান, যা পৃথীবির সকল মার্কেট হতেই বহগুনে বড় । মজার বিষয় হলো আপনি এখান হতে প্রচুর ইনকাম করে নিতে পারবেন যার কোন লিমিটেশন নেই । আর তা যে কেউ-ই করতে পারে।
এটি একটি স্বাধীন, উন্মুক্ত এবং স্মার্ বিজনেস। বৈদেশিক বাজারে মুদ্রা কেনা বেচার বিজনেস। এখানে যেমন লাভ করা বেশ সহজ তেমন লস হবার সম্ভাবনাও থাকে।তবে হ্য আনেকে মনে করে যে ফরেক্স একটা জুয়ার আশর। এখানে একরাতেই আপনি আনেক বড় লোক হয়ে জাবেন। আসলে এমন তা যারা মনে করে তারা হল আমার মনে হয় সব নতুন লোক তারা কিছু না যেনে না বুঝতেই রাতে ঘুমায় আর সপ্ন দেখে যে তারা আনেক বড় লোক হয়ে গেছে। তবে ফরেক্সে মার্কেট থেকে গেইন করতে হলে ট্রেড সম্পর্কে আপনার ভাল জ্ঞান থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে।
ফরেক্স হল বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের আন্তর্জাতিক বাজার যেখানে বিশ্বের বিভিন্ন ট্রেডার ঐ সকল মুদ্রা বা কারেন্সি নিয়ে ট্রেড করে মুনফা বা প্রফিট অর্জন করে থাকে। আর ফরেক্সকে সেই কারনে অবশ্যই ব্যবসা হিসাবে অখ্যায়িত করা হয় সুতরাং আমি মনে করি ফরেক্স মার্কেটকে ব্যবসায় হিসাবেই মনে করা উচিত।
ফরেক্স একটি বাবাসা এবং এখানে লাভ লস সব এ আছে । অন্যদিকে আমরা ফরেক্স থেকে টাকা ইন কাম করতেও পারি যদি এটি আমরা ভাল ভাবে শিখতে পারি । এজন্য আমাদের উচিত এই বিজনেস তিকে ভালভাবে সেখা উচিত এবং ইন কাম করা উছিত
এতি একটি সাধিন বাবসা এবং এই বাবসা থেকে ইচ্ছা করলেয় অনেক টাকা আয় করা যায়। ফরেক্স বাবসা থেকে অনেক টাকা আয় ক্রয়া যায় তবে তার জন্নও আমাদের অনেক ধরে অপেক্ষা করতে হবে। এত ইয়াক্তি লাভ জনক বাবসা এবং আমরা অনেক কস্ত করলে এই বাবসা থেকে লাভ করতে পারব।
অবশ্যই ফোরেক্স একটি অত্যান্ত লাভজনক ব্যবসা। আমি এটিকে ফ্রিল্যান্সিং এর পর্যয়ে নিয়ে যেতে চাই না। কারন ফোরেক্স কখনোই ফ্রিল্যান্সিং হতে পারে না। এখানে ব্যাবসার প্রতিটি গুনাগুন বিদ্যমান। যেমন প্রাথমিক প্লানিং, ব্যাবসার জন্য নিির্দষ্ট স্ট্রাটেজি, মানসিক দক্ষতা, এবং মুলধন এর সবগুলোই ফোরেক্স মার্কেটে অথ্যান্ত প্রয়োজন।
ফরেক্স এমন একটা ব্যবসা যা পৃথিবীর সব থেকে বড় ব্যবসা বলে আমি মনে করি এটা একটা আন্তর্জাতিক মানের ব্যবসা যেখানে বিভিন্ন দেশের মুদ্রা বেচা কেনা করা হয় এখানে ব্যাবসার প্রতিটি গুনাগুন বিদ্যমান আমি মনে করি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে যে সভ প্ল্যান প্রোগ্রাম করা লাগে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলেও একই কাজ করতে হয় তাই এটা আমার চোখে একটা ব্যবসা ছাড়া আর কিছু না
ফরেক্স বিজনেস এক দরনের অনলাইন বিজনেস। এটি একটি স্বাধীন, উন্মুক্ত বিজনেস। বৈদেশিক বাজারে মুদ্রা কেনা বেচার বিজনেস ।
ফপরেক্স মার্কেট একটি ব্যবসা এই ব্যবসা করে মানুস অনেক টাকা আয় করছে বিশের সকল দেশে এই ব্যবসা করছে ফরেক্স ব্যবসা করে সকলে মজা পায় তাই ফরেক্স ব্যবসা করা জেতে পারে ফরেক্স ব্যবসা কারন এই ব্যবসা করতে গেলে অবশ্যই ইনভেস্ট করতে হবে অন্য যেকোনো ব্যবসার মতো।
ফরেক্স ও ব্যাবসা এটি অনলাইন ব্যাবস্যা এর মাধ্যমে আপনি ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন আবার লসের অ সীকার হবেন যা যে কোন ব্যাবসার ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু ফরেক্স হল বিশ্যব্যাপী একটি বিজনেস যা আপনি দক্ষতার মাধ্যমে করলে ও বেশি ডিপোজিট দিয়ে করলে অনেক লাভবান হতে পারবেন। তাই আমাদের ফরেক্স সম্পকে বেশি বেশি জ্ঞান অরজন করতে হবে সুক্ষ মেধার পরিচয় দিতে হবে তাহলে আমারা এই ব্যাবসাই সফল হতে পারবো।