আমি মনে করি লসতো হবে কারন এটি একটি ব্যাবসা , তবে ব্যাপক হারে লস হয়েগেলে তার কিছু কারন রয়েছে , যেমন মার্টকেট এর অবস্থা না বুঝে ট্রেড করা , আর অনেক বেমী লচ এ ট্রেড করা ও আর একটি মূল কারন হল বেশী লোভ করা ।
Printable View
আমি মনে করি লসতো হবে কারন এটি একটি ব্যাবসা , তবে ব্যাপক হারে লস হয়েগেলে তার কিছু কারন রয়েছে , যেমন মার্টকেট এর অবস্থা না বুঝে ট্রেড করা , আর অনেক বেমী লচ এ ট্রেড করা ও আর একটি মূল কারন হল বেশী লোভ করা ।
ফরেক্স মার্কেট এক বিশাল মহাসমুদ্রের ন্যায়। এর সম্পর্কে জানার কোনো শেষ নেই। ফরেক্সেলস করার অনেক কারন থাকতে পারে, কমবেশি সবাই লস করতে পারে। এই মহাসমুদ্র সম্পর্কে জানার স্বল্পতার কারনে সঠিক জায়গা থেকে ট্রেড নেয়া হয়ে ওঠে না অনেক সময়। একারনেই একজন ট্রেডার লস খেতে পারেন।
প্রতিটা ব্যবসাতেই লাভ লস থাকবেই। লস ব্যবসার মৌলিক অংশ। তেমনি ফরেক্সেও লাভ লস আছে। ফরেক্স মার্কেট সবসময় উঠানামা করে। তাই ট্রেড নিতে হলে সঠিক পজিশন থেকে নিতে হয়। ফরেক্সে লস করার কারন মার্কেটের গতিবিধির অনিশ্চয়তা। মার্কেট এনালাইসিস করে ট্রেড নিলে লস অনেকাংশেই এড়িয়ে যাওয়া যায়।
আমার মতে ফরেক্স মার্কেটে লস করার কারণ মার্কেট সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। সকল ট্রেডাররা প্রথমে ঠিকই লাভ করে কিন্তু পরবর্তিতে লোভের কারণে বেশীর ভাগ ট্রেডাররা লসের সম্মুখিন হয়।
লস করার কিছু সাধারন কারন হলো :
* সঠিক সময় ট্রেড না করা
* অতিরিক্ত ট্রেড করা
* ওবার ভলিউম
* মানিম্যানেজমেন্ট না মানা
* ইমোশনালি দুর্বল
* অতিরিক্ত এনালাইসিস
ফরেক্স অনেক লাভজনক একটা বিজনেস। ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান আর অভিজ্ঞতা থাকলে আমরা ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করতে পারি। কিন্তুু ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে আমরা ফরেক্স মার্কেটে লাভ করতে পারবো না। আমি মনে করি ফরেক্স মার্কেটে লস করার প্রধান কারন ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান না থাকা। তাই ফরেক্স মার্কেটে লস করতে না চাইলে অবশ্যই ভালভাবে জেনে ট্রেড করা উচিৎ।
ফরেক্স মার্কেটে অনেকই লস করে থাকেন। এটি কোন অস্বাভাবিক বিষয় না। কারণ, ফরেক্সে লস ছাড়া কেউ ভাল ট্রেডার হতে পারেন না। লস করার কিছু কারণ অবশ্যই রয়েছে, এগুলো হল, ওভার ট্রেডিং, মানি ম্যানেজমেন্ট না করা, মার্কেট এনালাইসিস না করে উল্টা পাল্টা ট্রেড করা, বেশি লোভ করা ইত্যাদি। ধন্যবাদ
লস হবার অন্যতম একটি কারন হচ্ছে মার্কেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা। বেশি মুনাফার লোভ করা। এক সাথে একাধিক ভলিয়মে ট্রেড করা।
সব ধরনের ব্যবসায় লাভ লস থাকে কিন্তু আপনি যদি ভাল বাবে মার্কেট সম্পর্কে জেনে শুনে ভাল করে এনালাইস করতে পারেন এবং ওই অনুপাতে কাজ করতে পারেন তবে লস হবার আশঙ্কা কম থাকবে।
ফরেক্স ট্রেডিংয়ে লস করার জন্য একজন ট্রেডারের বিভিন্ন কারন থাকতে পারে প্রতমত যদি সে ফরেক্সে রিয়েল ট্রেড করার জন্য ডেমো ট্রেড থেকে পর্ষাপ্ত জ্হান এবং ট্রেডিং দক্ষতা অর্জন না করে আবার সিস্টেমেটিক পদ্ধতির পরিবর্তে নিজের খেয়ালখুশি মত ট্রেড পরিচালনা করে বা ট্রেড করার জন্য নিজের আবিগ এবং লোভকে নিয়ন্তন না করতে পারে ইত্যাদি কারনে সাধারনত লস হয়। ধন্যবাদ।