-
ফরেক্স মার্কেট এমনি একটি জায়গা যেখানে কখন কি ঘটবে তা আগে থেকে জানা যায় না ধারনা করা যায় , আর বিভিন্ন ইন্ডেকেটর আমাদের মার্কেট সম্পর্কে কিছু ধারনা দিতে পারে কিন্তু একেবারে 100% সটিক তথ্য দিতে পারেনা , এজন্য ফরেক্স সম্পর্কে নিজেকে বাল করে শিখতে হবে ।ইন্ডেকেটর এর উপর নিরর্ভরশীল হওয়া ভাল না ।
-
ফরেক্স মার্কেট যেহেতু কিছু নিয়মকানুন মেনে চলে তো এখানে অবশ্য আমদের ইন্ডিকেটর এবং এনালাসিস এর উপর নির্ভর করতে হবে কিন্তু এটা সত্যি যে একেবাবে ইন্ডিকেটরের উপর পুরোপুরি নির্ভর হলে আপনি আপনার অর্থ এখানে হারাতে পারেন। তো আমার এটাই সাজেসন যে সব সময় ইন্ডিকেটরএর উপর নির্ভর করা যাবে না।
-
ট্রেড করার জন্য ইন্ডিকেটর গুরুত্বপূর্ণ। তাই বলে ট্রেড করার পুরোপুরি ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হাওয়া ঠিক নয়। নিজে এনালাইসিস করে ট্রেড করতে হবে। ওভার শিওর হাওয়ার জন্য ইন্ডিকেটর ব্যাবহার করত হবে।
-
ইন্ডিকেটরকে পুর্ব থেকে যেসব নির্দেশনা দেয়া হয় সেটি সেভাবেই কাজ করতে থাকে । ইন্ডিকেটর অনেক সময়ই ভুল ডিসিশন নিতে পারে । তাই কখনই সম্পুর্ন ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিৎ নয় । ইন্ডিকেটর ব্যাবহার করতে হবে না এমনটি কিন্তু নয় । আপনি ইন্ডিকেটর ব্যাবহার করবেন তবে তা আপনার সাহায্যকারী হিসেবে । আপনার এনালাইসিস এর সাথে ইন্ডিকেটর এর নির্দেশনা যদি মিলে যায় তাহলে আপনি ট্রেড ওপেন করতে পারেন ।
-
ফরেক্স মার্কেট এ অনেক ইন্ডিকেটর দেখা যাই । এই ইন্ডিকেটরের কাজ যদি ভালো ভাবে বুঝতে পারেন তাহলে আপনার আনালাইসিস করাতে অনেক সুবিধা হবে । ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর অনেক সুবিধা দেই । আমি মুভিং আভারেজ এবং বলেঙ্গার ব্যান্ড ইন্ডিকেটর দেখে ট্রেড করে অনেক সুবিধা পাই । পুরোপুরি ইন্ডিকেটর উপর ঝুকে ট্রেড করা ঠিক নই । আপনাকে ফরেক্স এ খুব ভালো আনালাইসিস করাতে জানতে হবে ।
-
ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তবে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি।আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে। যাতে করে কম লসস হই।আর সব সমই মার্কেট এর উপর লক্ষ রাক্তে হবে।
-
হ্যাঁ, ইনডিকেটর আমাদের অনেক কিছুরই নির্দেশ প্রদান করে থাকে। ফরেক্স মার্কেট এর এনালাইসিস ভাল হওয়ার জন্য ইনডিকেটর এর বিকল্প নেই। ফরেক্স ট্রেডের জন্য যে ইনডিকেটর ব্যবহার করা হয় তা একজন ট্রেডার দের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে শুধু তাই নয়, ইনডিকেটর একদম সঠিক তালিকা প্রদর্শিত করে থাকে। তাই আমাদের ইনডিকেটর এর উপর নির্ভরশীল হউয়া উচিৎ।
-
ফরেক্স ট্রেডিংয়ে অনেক ভালো ভালো কিছু নামে অনেক রকমের ইন্ডিকেটর পাওয়া যায়।এসব ইন্ডিকেটর নির্দেশক হিসেবে আমরা ট্রেডিং কাজে ব্যবহার করি।অনেক সময় ভালো ফলাফল মিলতে পারে।তবে তার মানে এই নয় আমরা ইন্ডিকেটর নির্ভর হয়ে যাবো।সবসময় ইন্ডিকেটর ভালোভাবে নির্দেশনা নাও দিতে পারে।তাই আমার মনে হয় ইন্ডিকেটর নির্ভর হওয়া ভালো কিছু নয়।
-
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স টেকনিক্যাল এনালাইসিস এর একটা পার্ট আর ইন্ডিকেটর মানে হচ্ছে ফরেক্স এর সাহায্যকারি । তো আপনি ফরেক্স যেহেতু এমটি ৪ এ করেন তো এখানে আপনি অনেক ইন্ডিকেটর দেখতে পাবন এবং আপনি চাইলে যে কোন ইন্ডিকেটর নিয়ে কাজ করতে পারেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সকল ইন্ডিকেটরই ট্রেন্ড মেনে চলে
-
মইনুদ্দিন আহ্মেদ
ফরেক্স তেরেদ এ ইনডিকেটর গরুতপুরন ঠিক তবে সব সম্য না। মারকেতের গতিবিধি জানার জন্ন এটার দরকার। তবে অনন্যাও জিনিস গুলোকেও গুরত্ত দিতে হবে। ইনডিকেটর ছাড়া ও এনালাইসিস এর উপর ও অনেক নজর দিতে হবে। তা না হলে শুধু ইনডিকেটর উপর নিরভর করে তেরেদ করলে লয হওয়ার সম্ভাবনা থাকে।