-
ফরেক্স ট্রেডিং এ মুভিং এভারেজ অত্যন্ত উপকারী একটি বিষয় ।মুভিং এভারেজের মাধম্যে মার্কেট এর বিভিন্ন মুভমেন্ট সম্পর্কে জানা যায়মুভিং এভারেজ মার্কেট স্ট্রাটিজির সব বিষয়ে থাকা প্রয়োজন বলে আমি মনে করি। এইটা সম্পর্কে আমার ধারনা কম আপনি একটু বুঝিয়ে বরতে তাহলে আমরা বুঝতে পারতাম। অামি মনে করি ফোরাম ফরেক্স মার্কেটের জ্ঞানের ভান্ডার। অনেক অজানা জিনিষ আমরা ফোরাম থেকে জানতে পারি।
-
এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজে এটাও অন্যান্য ইন্ডিকেটরের মত আরেকটি ইন্ডিকেটর। তবে এখানে আমাদের শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে কাজ করা যাবে না, কারন এখানে যতগুলো ইন্ডিকেটর রয়েছে,আপনি একটু বুঝিয়ে বরতে তাহলে আমরা বুঝতে পারতাম। অামি মনে করি ফোরাম ফরেক্স মার্কেটের জ্ঞানের ভান্ডার। অনেক অজানা জিনিষ আমরা ফোরাম থেকে জানতে পারি।
-
আমি ফরেক্স এর সাথে অনেক দিন আছি প্রত্যেক দিনই মনে হয় কিছু না কিছু শিখছি এই আমাদের বাংলা ফোরামের এর সাহায্যে আজকে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ সম্পর্কে আমার তেমন কিছু জানা ছিলনা আজকে বিষয় টা অনেক সহজ হয়ে গেল ।
-
আমি ফরেক্স এর সাথে অনেক দিন আছি প্রত্যেক দিনই মনে হয় কিছু না কিছু শিখছি এই আমাদের বাংলা ফোরামের এর সাহায্যে আজকে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ সম্পর্কে আমার তেমন কিছু জানা ছিলনা আজকে বিষয় টা অনেক সহজ হয়ে গেল ।
-
ফরেক্স ট্রেডিং এ মুভিং এভারেজ অত্যন্ত উপকারী একটি বিষয় ।মুভিং এভারেজের মাধম্যে মার্কেট এর বিভিন্ন মুভমেন্ট সম্পর্কে জানা যায় । মুভিং এভারেজ মার্কেট স্ট্রাটিজির সব বিষয়ে থাকা প্রয়োজন বলে আমি মনে করি ।আমার জানা মতে মার্কেট এ সব থেকে বেশি কাজ করে ২০ ইএম এ । এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ সম্পর্কে আমার তেমন কিছু জানা ছিলনা আজকে বিষয় টা অনেক সহজ হয়ে গেল ।
-
ফরেক্সে অনেক ধরনের ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ইন্ডিকেটর গুলোর কাজ একেক রকম। প্রতিটা ইন্ডিকেটরেরই বিশেষত্ব আছে।। ইন্ডিকেটর মূলত মার্কেট প্রাইস নির্দেশ করে। এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ খুবই কার্যকরী মুভিং এভারেজ ইন্ডিকেটর। আপনি এই ইন্ডিকেটর সম্পর্কে বেশ ভালো বর্ননা দিয়েছেন।
-
ফরেক্স থেকে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে, ফোরাম ও ফরেক্স কর্তৃপক্ষ,প্রতিটা ট্রেডার এর জন্যই বিভিন্ন ইন্ডিকেটরের ব্যবস্থা করেছে।আপনি আপনার পছন্দ ও সুবিধা মত যে কোন ইন্ডিকেটর ব্যবহার করেই ট্রেডিং করতে পারেন। তেমনি এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ ও একটি দরকারি ইন্ডিকেটর।তবে সত্যিই ভাইয়া আপনার উপস্থাপন অনেক সুন্দর ও তথ্যবহুল ছিল।এর দ্বারা আমার মত অনেকেই বেশ উপকৃত হবে।
-
ইন্ডিকেটর গুলোর কাজ একেক রকম। প্রতিটা ইন্ডিকেটরেরই বিশেষত্ব আছে।। ইন্ডিকেটর মূলত মার্কেট প্রাইস নির্দেশ করে। এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ খুবই কার্যকরী মুভিং এভারেজ ইন্ডিকেটর। খুবই গুরুত্বপুর্ণ একটা তথ্য আপনি শেয়ার করলেন আর এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।তবে এর উপরে আপনি আরও একটু বিস্তারিত জানান ।
-
এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ সম্পর্কে একটা ধারণা নেই কারণ আমি এই এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ কখন ব্যবহার করিনি। তবে আমি কিছুটা জানতে পেরেছি অন্যান্য মুভিং এভারেজের চেয়ে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ একটু ভাল। যা বেশির ভাগ অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারগণ ব্যবহার করে থাকে।
-
এখানে আমাদের শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে কাজ করা যাবে না, কারন এখানে যতগুলো ইন্ডিকেটর রয়েছে এগুলো মনে করেন যে আপনাকে ২০ থেকে ৩০% টেডিং এ নিশ্চয়তা প্রদান করবে, কাজেই আপনি এখানে যেই ইন্ডিকেটরেই ব্যবহার করেন না কেন এগুলোর মধ্য থেকে সবকিছু নিয়ে আপনি আপনার একটা সিস্টেম বানিয়ে নিয়ে ট্রেড করবেন। ইন্ডিকেটর গুলোর কাজ একেক রকম। প্রতিটা ইন্ডিকেটরেরই বিশেষত্ব আছে।। ইন্ডিকেটর মূলত মার্কেট প্রাইস নির্দেশ করে। এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ খুবই কার্যকরী মুভিং এভারেজ ইন্ডিকেটর।