কম আর বেশি ডিপোজিট যাই বলেন না কেন লস নিরবর করে আপনার উপর। বেশি ডিপোজিট করলে যে লস কম হবে এটা বুল ধারণা। আপনি যদি সঠিক মানি্ম্যানেজমেন্ট করতে না পারেন আনর তো লস হবেই
Printable View
কম আর বেশি ডিপোজিট যাই বলেন না কেন লস নিরবর করে আপনার উপর। বেশি ডিপোজিট করলে যে লস কম হবে এটা বুল ধারণা। আপনি যদি সঠিক মানি্ম্যানেজমেন্ট করতে না পারেন আনর তো লস হবেই
বেশি ডিপোজিট করলে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। ঠিক লসের সম্ভাবনা কম থাকেনা, তবে বেশি ডিপোজিট করলে আপনি বেশি লটের ট্রেড ওপেন করতে পারবেন, আপনার একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনি বেশি মার্জিন পাবেন। আবার আপনি অনেক লস করলেও বেশি ডিপোজিটের কারনে মার্কেট জিরো না হয়ে আপনার পক্ষে মার্কেট যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি রিকভার করতে পারবেন।
ফরেক্স মাকের্টে লাভ লস দুইটিই থাকে। ফরেক্স মাকের্টে বেশি ডিপজিট করিলে লস হয় একথা সত্য নহে। ব্যবসা মানেই লাভ লস। সুতরাং ফরেক্সের ব্যবসায়ে বেশি ডিপোজিট করিলে লসের তুলনায় লাভটাই বেশি হয়। কারণ ফরেক্সের ব্যবায়ে কখনোই কেহ লস খায় না। এটি একটি ব্যবসায়ীক ভিত্তি।
ফরেক্স মার্কেট এ সফল হাওয়ার ক্ষেত্রে ডিপোজিট অনেক ভালো ভুমি রাখে। মনেকরেন আপনার কাছে ফরেক্স মার্কেট এ ৫০০০ হাজার ডলার আছে তাহলে আপনি দৈনিক কমচেকম ৪০-৫০টা ট্রেড কোরতে পারেন এবং আপনার প্রতিটী ট্রেড এ সফল হতে পারবেন। কারন আপনার কাছে মূলধন হারানোর কোন চিন্তা থাকবেনা। আপনি আপনার মতকরে ট্রেড কোরতে পারবেন। তাই বেসি ডিপোজিট করলে আমরা বেসি আয় কোরতে পারবো।
ফরেক্স মার্কেট এ বেসি ডিপোজিট বা কম ডিপোজিট দিয়ে ট্রেড করবেন তা আপনার উপর নির্ভর করবে। আমি মনে করি ফরেক্স মার্কেট এ বেসি ডিপোজিট তেমন একটা কাজে দেই না। কারন ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মেধা দিয়ে ট্রেড করি। আমরা যদি আমদের মেধা দিয়ে ভালো ট্রেড কোরতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে ভালো আয় কোরতে পারবেন। আর যদি ভালোভাবে ট্রেড কোরতে না পাড়েণ তাহলে আপনি তেমন আয় কোরতে পারবেন্না।
ফরেক্স মার্কেটে বেশি ডিপোজিট নিয়ে ট্রেড করলেই যে আপনি লাভবান হবেন তা কিন্তু না।কারন ফরেক্স এমন একটি বিজনেস এখানে শিক্ষা ছারা আয় করা সহজ ব্যাপার না। আমার দারনা মতে আমরা যদি কাজ না শিখে ফরেক্স শুরু করি তাহলে আমাদের লস হবেই । কিন্তু আমরা যদি কাজ শিখে ফরেক্স শুরু করি তাহলে কম ডিপজিটও আমরা লাভ করতে পারব ।
বেশি ডিপোজিট করলে ফরেক্স মার্কেটে লসের সম্ভাবনা কম এটা ঠিক নয় আপনি যাই ডিপোজিট করেননা কেনো এতে লাভ লসের সম্ভাবনা কমেনা। আপনাকে লসের সম্ভাবনা কমাতে হলে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞ্যতা অর্জন করতে হবে ডেমো ট্রেডিং করে পাকা হতে হবে তাহলে আপনি সফল হবেন।
কেবল বেশি ডলার ডিপোজিট করলেই যে ফরেক্সে আপনার ঝুকি বা রিস্ক কুমে যাবে তা কোন দক্ষ ট্রেডারই বলবে না কারন কেবল বেশি ডলার ডিপোজিট করলেই হবে না ঝুকি কুমাতে দরকার হবে দক্ষ ট্রেডারের যার মানিম্যানেজমেন্টে রয়েছে প্রচুর পরিমান ধারনা ও জ্ঞান যে জ্ঞানের বলে সে ঐ ডিপোজিট ডলারে মাধ্যমে করা ট্রেড সমূহকে অনেক বেশি ঝুকি মুক্ত করতে পারবে বলে আমি মনে করি।
আমি মনে করি বেশি ডিপোজিট আর কম ডিপোজিটের সাথে কোনো সম্পর্ক নেই লাভ লসের সম্পর্ক আপনার নিজের সাথে আপনি কতটুকু ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্যন করতে পেরেছন সেটা তখনই টের পাবেন যখন আমপনি মার্কেটে কোনো এন্ট্রি নিবেন যেমন আপনি ৫ টা অর্ডারে এন্ট্রি নিলেন ৫টাতেই লস তাহলে আপনি বুযতে পারবেন যে আপনি ফরেক্স এর ' ফ' টাও শিখতে পারেননি আবার যখন ৫টা এন্ট্রি নিলেন তারমধ্যে দুইটা লসে ক্লোজ হল আর বাকি তিনটিেত প্রফিট আসল তখন বুযতে পারবেন যে আপনি ফরেক্স শিখেছেন।
আসলে বেপার তা হছে আমরা সাধারণত স্টপ লস বেবহার করে থাকি, এখন আপনি যদি স্ত[প লস বেবফার করে থাকেন তাহলে আপনার ব্যালান্স যতই হোক না কেন আপনার লস সেই নির্দিষ্ট পরিমানেই হবে. তবে আমাদের মাঝে অনেকেই আবার স্টপ লস বেবহার করে থাকেন না, তারা মার্কেট এ ঘুরার সুযোগ দেন, সেক্ষেত্রে ইন্ভেস্ত্মেত বেশি থাকলে একাউন্ট ০ হবার সম্ভাবনা কম থাকে.