ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে ভুঝতে হবে যে পজিশনিং ট্রেড কি তাই আপনাকে এই সব বিশয়ে জানতে হলে ফরেক্স মার্কেটে আপনাকে ভাল করে ট্রেড করতে হবে না হলে আপনি লস করবেন আর পজিশনিং ট্রেড সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পারবেন না।
Printable View
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে ভুঝতে হবে যে পজিশনিং ট্রেড কি তাই আপনাকে এই সব বিশয়ে জানতে হলে ফরেক্স মার্কেটে আপনাকে ভাল করে ট্রেড করতে হবে না হলে আপনি লস করবেন আর পজিশনিং ট্রেড সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পারবেন না।
ফরেক্স মার্কেট এ শেখার কত কি যে আছে তা বলে শেষ করা যাবে না । প্রতিনিয়তই নতুন নতুন বিষয় শিখতেছি । পজিশনিং ট্রেড সম্পর্কে আমার ধারনা ছিল না । আমি চেষ্টা করব এ বিষয়ে আরও বেশি জানার মাধম্যে নিজের জ্ঞান ভান্ডারকে আরও বেশি সমৃদ্ধ করতে । আপনাকে অনেক শুভকামনা রইল বিষয়টি জানানোর জন্য ।
ফরেক্স মার্কেটে যারা পজিশন ট্রেডিং করে তারা মুলত লং ট্রেডিং করে থাকে এতে লস বা লভ যে কোন একটি হতে পারে এই ট্রেড ক্লোজ হতে এক সপ্তাহ বা তার বেশি লাগতে পারে,তাই আমাদের যদি কোন ফরেক্স ট্রেডার পজিশন ট্রেডিং করতে চায় তাহলে তাদের স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করা,এতে অনেক ধৈর্যবান হতে হবে অনেক বেশি ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে।
ফরেক্স মার্কেটে আপনি যদি পজিশন ট্রেড করতে পারেন তবে আপনাকে ভাল করে ট্রেড করার আহে ভাল করে ফরেক্স মার্কেট সম্পর্কে পড়াশনা করতে হবে কেননা ফরেক্স আর্কেটে যারা পড়াশুনা করে ট্রেড করেছে তারাইবফরেক্স মার্কেটে লাভ করতে পেরেছে আর যারা তা করে নাই তারা লস করেছে।
ফরেক্স এ পজিশন ট্রেডিং বলতে মার্কেট এনালাইসিসের পর একতা নির্দিষ্ট পজিশন থেকে ট্রেড নেয়াই বুঝি। আসলে মার্কেটে সবসময়ই মুভমেন্ট থাকে কিন্তু সবসময় ট্রেড নেয়া বোকামি ।যেমন ইন্সটাফরেক্স প্রতি বছর তাদের সাথে ব্যবসা করে এরকম ট্রেডার যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন এইভাবে দশ জনের নাম প্রকাশ করে থাকেন এবং তাদেরকে বাড়তি পুরষ্কার দিয়ে থাকেন।
আমি ফরেক্সের এই সব খুটি-নাটি প্রশ্ন নিয়ে কখন ভাবিনি । তাই এই সব প্রশ্নের উত্তর আমি ভাল জানি না । ফরেক্সে আমি সব সময় কাজ করি নাতো তাই এই সব জানতে পারিনা । ফরেক্সের ফোরামে কাজ করতে পেরে আমার খুব ভালোই লাগছে কারন আমি ফরেক্সের অনেক অজানা প্রশ্ন আমি এই ফরেক্সের ফোরাম থেকে জানতে পারছি । ফরেক্স সম্পর্কে জানার কোন শেষ নেই । যত জানি তত বেশি আরো জানতে ইচ্ছা করে ।
আমি ফরেক্স র্মাকেটে নতুন তাই প্রতিযোগিতা সর্ম্পকে আমার বেশি কিছু জানানাই । তবে পজিশন ট্রেডিং বলতে মার্কেট এনালাইসিসের পর একতা নির্দিষ্ট পজিশন থেকে ট্রেড নেয়াই বুঝি। অনেক ভেবে চিন্তা করে যখন মনের মত একটি ট্রেড পাই তখন একটি ট্রেড ওপেন করে এই ট্রেড টাকে একটি পজিশন ট্রেড বলে।
সত্যি বলতে আমি ফরেক্স মার্কেটে প্রায় ৮ মাস যাবত কাজ করছি কিন্তু পজিশন ট্রেড সম্পর্কে এর আগে কখনো সুনিনি। তাই আমার এখন অনেক আগ্রহ জেগেছে এটার সম্পর্কে জানার যদি কেও সঠিক ধারনা দিতেন তাহলে অনেক উপক্রিত হতাম। আমিও চেস্তা করবো যেখান থেকে পারি এটা সম্পর্কে জানতে। জানতে পারলে অবশ্যই আমি সবাইকে জানাবো।
ফরেক্স মার্কেটে আমরা আসলে জারা লস করি তারা লস করার অনেক কারন আছে কারন লস হয় ফরেক্স ট্রেড সম্পর্কে যে নিওম কানন আছে সেগুল আমরা করি না তাই ফরেক্স মার্কেটে পজিশন কিছু ট্রেড আছে পজিশন ট্রেড হল যখন কোন এন্ট্রি নিতে হবে তখন দেখতে হবে ট্রেড সঠিক পজিশন আছে কিনা।
ভাই আমি ও ফরেক্স মার্কেটে আপনার মত নতুন তাই পজিশন ট্রেড সম্পরকে কোন ধারনা নাই আশা করি বড় ভাইরা আমাদেরকে এ ব্যাপারে হেল্প করতে পারবে আর আমার মনে হয় না পজিশন ট্রেড মানে প্রতিযোগিতা