-
সবাই যদি ব্যবসা করে সফল হতে পারতো তাহলে সবাই এতদিন ধনী হয়ে যেতো। ঠিক তেমনি ফরেক্স ব্যবসার ক্ষেত্রেও কারণ এটি এমন একটি ব্যবসা এখান থেকে সফলতা অর্জন করতে চাইলে আপনাকে অবশ্যই আগে কঠোর পরিশ্রম এবং ধৈর্য্যসহকারে ট্রেডিং কৌশলগুলো পরিচালনা করতে হবে। কোনভাবেই লোভের ফাদে পা দেওয়া যাবে। এছাড়াও দীর্ঘদিন মানি ম্যনেজমেন্ট, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এর মত বিষয়গুলো নিয়ে কঠোর জ্ঞান অর্জন করতে হবে। এভাবে যদি দীর্ঘ কয়েক বৎসর ফরেক্স মার্কেটে লেগে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেট থেকে একদিন লাভবান হতে পারবেন।
-
আমার মনে হয় ফরেক্স থেকে সবাই লাভ করতে পারলে সবাই উইনার হয়ে যেতো। আর ফরেক্স এ যে কথাটি আমরা শুন্অতে পাই ৯৫% লুজার। তখন হতো ৯৫% উইনার ট্রেডার। আর সবাই ফরেক্স এ ডিপোজিট করে ট্রেড শুরু করতো। ফরেক্স কে সহজ ভাব্অলে হবে না। ফরেক্স ট্রেড গুরুত্ত ফিয়ে করতে হবে।
-
সবাই ব্যাবসা করে যেমন সফল হতে পারে না তেমনি ফরেক্স করেও অনেকেই সফল হতে পারে না। তবে আমাদের৷ চেষ্টা করতেই হবে কারন চেষ্টা ছারা উপায় নেই তবে যদি ভালো যোগ্যতা থাকে তবে এক না একদিন লস কমিয়ে সফল হবোই।
-
যদি ফরেক্স থেকে সবাই লাভ করতে পারবো তাহলে সবাই এই ব্যবসায় সফল হতো কিন্তু আমরা রিসার্চ করে দেখতে পাই শুধুমাত্র ৫%-১০% ট্রেডাররা এই ব্যবসায় সফলভাবে মুনাফা করতে পারে। কারণ এই ব্যবসা এতটা সহজ ব্যবসা নয় যে এখান হতে খুব সহজেই সবাই মুনাফা করতে পারবে। এখানে আসলে অনেক পরিশ্রম করতে হয় আর অনেক সময় ব্যয় করতে হয়। যারা সেটা করতে পারে শুধুমাত্র তারাই এই ব্যবসা হতে মুনাফা করতে পারে আর যারা করতে পারে না তারা বেশিদিন এই ব্যবসায় টিকে থাকতে পারে না।
-
সাধারণত নতুন ট্রেডারা ঝরে যায়। যে সকল ট্রেডার ঝরে যায় তারা আসে খেয়ালের বশে অন্যের প্ররোচনায়। নিজে ফরেক্সের যোগ্য কিনা কিংবা নিজেকে যোগ্য করে তুলা যাবে কিনা এটা কখনো ভেবে দেখে না। কাজেই তাদের মধ্যে একজন আদর্শ ট্রেডারের কোন গুণই খুঁজে পাবেন না। যারা ফরেক্স থেকে আয় করতে চায় এবং নিজেকে যোগ্য করে তুলতে চেষ্টা করে তারাই টিকে থাকে। এবং তারাই ফরেক্স মার্কেট থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারে।
-
ফরেক্সে সবাই লাভ করতে পারে না, কারন ফরেক্সে অনেক কিছু মেনে চলতে হয়। সবাই সেটা পারে না। তাই ফরেক্সে সবাই প্রফিট করতে পারে না। এখানে খুব গুরুত্বপুর্ন একটা ব্যাপার হচ্ছে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা। কিন্তু অনেকেই ট্রেড করে মানি ম্যানেজমেন্ট করা ছাড়া। তাই বেশির ভাগ ট্রেডারই ফরেক্স মার্কেটে থেকে সফলতা অর্জন করতে পারে না। মানি ম্যানেজমেন্ট ফরেক্স ট্রেডিং-এর প্রধান শর্ত। আগে মানি ম্যানেজমেন্টের প্রতি ভাল করে নজর রাখতে হবে। তাহলেই এখান থেকে সফল হওয়া যায।
-
আমি মনে করি যে, ফরেক্সে মার্কেট থেকে সবাই লাভ করতে পারে না । কারণ যারা দক্ষতা অর্জন করতে না পারে তারা কোনদিনও লাভ করতে পারে না । লাভ করতে হলে আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে । যে কাজ ঠিকমত করবে সেই লাভবান হতে পারবে । এজন্য আমরা বেশী করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব ।
-
ফরেক্স থেকে সবাই লাভ করতে পারে না কারণ এই ফরেক্স থেকে লাভ করতে হলে তাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে হবে ৷ ফরেক্স মার্কেটে এ এসে সহজেই লাভ করাটা সহজ সাধ্য নয়৷ ফরেক্সে বিভিন্ন এনালাইসিস এর মাধ্যমে অনেকটা জ্ঞান অর্জন করতে হয়, তবেই না ফরেক্স থেকে টাকা আর্ন করা সম্ভব৷ তবে সবচেয়ে যেটা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে টাকা ইনকামের পেছনে সেটা হচ্ছে ধর্য্য৷ ধর্য্য ছারা ফরেক্সে টিকে থাকা একদমই সম্ভব নয়৷
-
সবাই যদি সব কাজ করতে পারতো তাহলে সবাই সব কাজ করতো। তেমনি ফরেক্স থেকেও যদি সবাই লাভ কর*তে পারতো তাহলে ফরেক্সও সবাই করতো। ফরেক্স থেকে সবাই লাভ করতে পারে না। যদি সবাই লাভ করতে পারতো তাহলে ফরেক্সের মোট হিসাবে লাভের পরিমাণ এতো কম আসতো না। তবে ট্রেডিং সম্পর্কে তার কোন জ্ঞান বা ধারণা থাকে না এজন্য সে ট্রেডিং করলে ক্ষতি হতে পারে।তাই আমাদের প্রত্যেকেরই উচিত লাভ এবং লক্ষ কে কেন্দ্র করে নিজেকে পর্যাপ্ত পরিমাণে ও পরিপূর্ণভাবে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলা।
-
ফরেক্স থেকে কি সবাই লাভ করতে পারে
,,,,,,,,,,ফরেক্সে সবাই লাভ করতে পারে না এর প্রধান কারন হল ফরেক্স সম্পর্কে অজ্ঞানতা সে ফরেক্স সম্পর্কে ভাল জানে না বা ফরেক্স নিয়ে স্টাডি করে না যার কারনে তার দক্ষতা কম, এরকরম হলে তার লসের ঝুকি বেশি হয় এবং অসফল হয়। তাকে লাভ করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান আহরন করতে হবে হোমওয়ার্ক সঠিক ভাবে করতে হবে কন্টিনিউয়াস স্টাডি করতে হবে তবে আপনি নিশ্চিত সফল হবেন।।