ফরেক্সে যারা নতুন তাদের জন্য টিপস, প্রথমে ডেমো ট্রেড শুরু করুন। যখন দেখবেন ট্রেডে অভিজ্ঞ হয়ে গেছেন তখন রিয়েল ট্রেড শুরু করুন। বেশি লোভ করবেন না। মানি ম্যানেজমেন্ট ঠিক করে ট্রেড করুন। লস মেনে নিয়ে পুনরায় ট্রেড করুন।
Printable View
ফরেক্সে যারা নতুন তাদের জন্য টিপস, প্রথমে ডেমো ট্রেড শুরু করুন। যখন দেখবেন ট্রেডে অভিজ্ঞ হয়ে গেছেন তখন রিয়েল ট্রেড শুরু করুন। বেশি লোভ করবেন না। মানি ম্যানেজমেন্ট ঠিক করে ট্রেড করুন। লস মেনে নিয়ে পুনরায় ট্রেড করুন।
ফরেক্সে নতুনরা অনেক বেশি ভূল করে, কারন এসময় তাদের ফরেক্স মার্কেট সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা থাকেনা, কোনো ট্রেডিং মোটিভেশন এবং ট্রেডিং স্ট্র্যাটেজি থাকেনা। মার্কেট এনালাইসিস না করেই ট্রেড নেয় ফলে লস খায়। আমি মনে করে নতুনদের উচিত আগে ফরেক্স শিখে নেয়া, শেখার মানসিকতা নিয়ে ট্রেড করা, ঝুকি কম নেয়া উচিত।
ফরেক্স বিষয়ে অভিজ্ঞ হতে হবে । ফরেক্স এ ট্রেডিং দক্ষতা থাকতে হবে । ফরেক্স এ ট্রেড করার আগে ডেমো ট্রেডিং করা শিখতে হবে । ডেমো তে বেশি বেশি ট্রেড প্র্যাকটিস করতে হবে ।আপনার একটু ভূল আপনার অনেক ক্ষতির কারন হতে পারে তাই সব সময় ভেবে ট্রেড করতে হবে।
যারা ফরেক্সে নতুন তাদের জন্য বলছি যে ফরেক্সে আসার আগে ডেমো ট্রেনিং করে আসবে ।কারন ডেমো তে ফরেক্সের ডিটেলস বুঝতে পারবেন ।আর ফরেক্কে ট্রেড করতে হলে প্রথমে কম টাকা ইনভেস্ট করে ট্রেড করবে আর যতটা পার সিনিয়ারদের কাছ থেকে সাহায্য নিবে ।কারন তারা অনেক সমস্যা ফেজ করেছে এবং সমাধান করেছে ।আমি এখনো আমার সিনিয়ারদের কাছে শিয়ার করি।
আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইকে এই রকম একটা মূল্যবান পোস্ট করার জন্য। আসলে আমি নিজেও ফরেক্স এ একেবেরে নতুন। ডেমো খেলেছি আর এই ফোরামের নিত্য নতুন পোস্টিং এর সহাওতায় নিজেকে ফরেক্স এ ভাল ভাবে গড়ে তুলার চেষ্টা করছি। হে ওটা ঠিক যে ,ডেমো না করে রিইয়েল ট্রেড করা সহজ না । এবং অনেক লস ও হতে পারে।
যারা নতুন তাদের ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে। প্রচুর সময় এবং শ্রম বিনিয়োগ করতে হবে। ডেমোতে ছয় মাস চর্চা করতে হবে এবং এক জন দক্ষ ট্রেডার-এর সাথে সব সময় পরামর্শ নিতে হবে ।
ফরেক্সে যারা নতুন তাদের জন্য কিছু করতে পারলে আমার কাছে আসলেই খুব ভাল লাগবে। আপনারা ফরেক্সে আসার জন্য প্রথমেই আন্তরিক অভিনন্দন। আপনারা ফরেক্সে লোভ করবেন না, কখনও ওভার ট্রেডিং করবেন না, কখনও নিজের ওপর থেকে আত্মবিশ্বাস হারাবেন না, মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করুন, মার্কেট এনালাইসিস করুন। ধন্যবাদ
নতুনদের একটা বিষয় জানা উচিত ফরেক্স মার্কেটে জয়েন করার আগে এটি দেখতে এবং শুনতে যা মনে হয় বাস্তবে নতুনদের জন্য তা কিন্তু নয়। এই বিজনেস খুবই রিস্কি এখানে আপনার লস করার সম্ভাবনা 99%. সুতারার জয়েন করার পূর্বমুহূর্তে ফরেক্স নিয়ে বেশি করে লেখাপরা করুন এবং ডেমোতে প্রাকটিস করুন
আমি ১ বছর ধরে ট্রেড করছি আমি নতুনদের যে টিপস্ দিতে চাই তা হলো :
+ ইমোশনকে কন্ট্রোল কর
+ স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার কর
+ কম ভলিউম ব্যবহার কর
+ বেশি ট্রেড না করা
+ ট্রেডের জন্য অপেক্ষা করা। ইত্যাদি
প্রিয়বন্ধু আমি প্রায় ১৫ মাস মত ফরেক্স ট্রেডিংয়ে আছি তাই বলা যায় ফরেক্স ট্রেডিংয়ে আমিও নতুন একজন ট্রেডার তার পরেও আমি আমার যতটুকু অভিজ্ঞতা তা নতুন টেডাদের সাথে শেয়ার করতে চায় আর সেটা হল কোন ভাবেই লোভের বশবর্তি হয়ে কোন নিদ্দিষ্ট পরিমান লাভের জন্য টেড করবেন না মার্কেটের সিস্টেম অনুযায়ী সিস্টেমেটিক ট্রেড করবেন আর নতুন টেকনিক গুলো ডেমোতে প্রয়োগ করে নিজের ট্রেডিং দক্ষতা বাড়াবেন। ধন্যবাদ্