-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে এ সম্পর্কে খুব আভ্ল করে জ্ঞান অর্জন করতে হবে আর মাথায় রাখতে হবে যেহেতু এটা একটা ব্যবসা সেহেতু এখানে লাভ লস হতে পারে আর তেরদ করতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ হলে লসের কোন সম্ভাব থাকে না এ থেকে সফলতা পেতে গেলে অনেক লেগে থাক্কতে হয়
-
হ্যাঁ ফরেক্স বেশ ঝুকি পুর্ন একটি ব্যাবস্যা । এখান থেকে যেমন আয় করা যায় তেমনি এর ঝুকির সম্ভাবনাও কিন্তু কম নয় । আমাদেরকে সব দিক মাথায় রেখে ট্রেড করতে হবে । আম্মাদেরকে ঝুকি নিয়ন্ত্রন করেই ট্রেড করতে হবে । আমরা যদি ফরেক্স এর ঝুকি নিয়ন্ত্রন করতে না পারি তাহলে দেখা যাবে যে লাভ এর চেয়ে বেশি লসই হচ্ছে । আমরা অনেক সময় বেশি রিস্ক নিয়ে বেশি লটে ট্রেড করি আমদেরকে এই কুঅভ্যাসটি চেঞ্জ করতে হবে । আশা করি আমরা এই ঝুকি নিয়ন্ত্রন করে একসময় ফরেক্সের সফল ট্রেডার হব ইনশাআল্লাহ ।
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার এই মুদ্রা বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করা হয় তবে ফরেক্স মার্কেট দেখা জায় যে একটি ঝুকি পুরন ব্যবসা এই ব্যবসা করতে হলে কখন ভাল করে না জেনে এই ঝুকি পূর্ণ ব্যবসা করা জায় না তাই ফরেক্স মার্কেট একটি লাভ জনক ব্যবসা হলেও এখানে যে ঝুকি আছে সেঠা মাথায় রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ।
-
হ্যাঁ ফ্রেক্স খুবই ঝুকিপুর্ন একটি ব্যাবসা ফরেক্স থেকে আইয় করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্সে দক্ষ হতে হবে ও ফরেক্স বেশি বেশি করে এনালাইসিস করতে হবে । আপনি যত বেশি এনালাইসিস করবেন আপনি তত বেশি মার্কেট এর মুভমেন্ট বুঝতে সক্ষম হবেন । তাই আপনি যদি ফরেক্স এর ঝুকি এড়িয়ে ফরেক্স থেকে আয় করতে চান তাহলে আগে আপনাকে ফরেক্স এর বিষয়ে যথাযথভাবে দক্ষতা অর্জন করতে হবে তারপর আপনাকে ফরেক্সে ট্রেড করতে হবে।
-
ফরেক্সে প্রচুর ঝুকি বিদ্যমান তা সত্বেও যদি ট্রেডিং সংক্রান্ত পর্ষাপ্ত জ্ঞান অর্জন করা যা্য় তাহলে সফল হওয়া আসম্ভব নয়।যে কেউ চাইলে পৃথিবীর যে কোন দেশ থেকে অন্য কোন দেশের মূদ্রার কেনা বেচায় অংশ গ্রহন করতে পারে। বৈদেশিক মুদ্রার মার্কেটে দ্রুত আয় করতে হলে আমি মনে করি অনেক কৌশলী ট্রেডার হতে হবে।কারন অভিজ্ঞ না হলে আপনি বুযতে পারবেন না দৈনন্দিন মার্কেট কি হচ্ছে।
-
অনেক দিন ধরে ট্রেডিং এ আছি এখনও কিছুই শিখতে পারিনি । চেষ্টা করে যাচ্ছি শেখার জন্য । যতই শিখি মনে হয় ততই বাকি আছে । ফরেক্স আসলে একটি সাগরের মত । এর শুরু আছে শেষ নেই । তবে যত শিখবেন ততই লাভবান হবেন ।
-
আমরা ফরেক্স এ ট্রেডিং এর মাধ্যমে টাকা আয় করে থাকি। এই ট্রেডিং এ লাভ ও লস দুটোই হতে পারে তাই লস এড়াতে বেশী বেশী ডেমোতে ট্রেড করতে হবে। মার্কেটের ওঠানামা সম্পর্কে সঠিক ধারনা পাওয়া যাবে।
-
ফরেক্স মার্কেট যেখানে প্রতিদিন বিশ্বের সবচেয়ে বেশি পরিমান বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় হয়ে থাকে বৈদেশিক মুদ্রার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের মুল্যবান ধাতব পদার্থ ক্রয়-বিক্রয় হয়ে থাকে। আর এই মার্কেটে ট্রেডারা বিভিন্ন কারেন্সি নিয়ে ট্রেড করে প্রফিট লাভ করে থাকে এখানে ট্রেড করে প্রফিট লাভ করতে হলে অবশ্যই আগে ভাল করে এই মার্কেট সম্পর্কে ধারনা এবং অভিজ্ঞতা সন্চয় করাটা আবশ্যক।
-
ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসায় এবং এখানে কেউ একদিনে সফল কিংবা অভিজ্ঞ হতে পারেনা কারণ সফলতা একটা বিরামহীন প্রক্রিয়া ফরেক্সে অবশ্যই অন্য যে কোন ব্যবসার চেয়ে বেশি ঝুঁকি রয়েছে , কিন্ত আমরা জানি যে যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভের পরিমাণও তত বেশি তবে এখানে ট্রেড করার অগে সবার এটা নিশ্চিত করতে হবে যে তারা ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত অন্যথায় নিজেকে নিজে দোষ দিবে
-
ফরেক্স ট্রেডিং একটি অনলাইন আয়ের সোর্স.এবং এশিয়া এর বৃহত্তম অনলাইন ট্রেডিং মার্কেট....তাই এইখনে অনেক অভিজ্ঞ ত্রাদের থাকে.যেইখানে নিজেকে সফল ভাবে তুলে ধরা অনেক সোজা নয়.এইক্ষেত্রে আপনি অনেক ভাবে ট্রেডিং এ অভিজ্ঞ হতে পারেন...যেমন ডেমো ট্রেডিং করে,বোনাস ট্রেডিং এর ডলার দিয়ে,আবার এনালাইসিস করে এইভাবে সফলতা অর্জন করা যেতে পারে