আমি মার্কেটের অবস্থা দেখে খারাপ সেসময় আমি মার্কেটে ট্রেড করে না যখন দেখি আমি নিউজ চলছে তখন আমি ট্রেড করে না আমি অফপিক আওয়ারে ট্রেড করি কারণ আমি বেশীরভাগ সময়ে স্কাল্পিং ট্রেড করে থাকি started আমি তৎক্ষণাৎ বন্ধ করে দিতে পারি তাই আমার ভেতরে কোন টেনশন থাকে না। কারণ প্রতিদিন ট্রেড থেকে আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন যা আপনাকে ভবিষ্যতে অনেক কাজে দিবে। আমি বর্তমানে প্রতিদিন বাজারে থাকি আর সবসময় বাজার বিশ্লেষণ করার চেষ্টা করি, এর ফলে বাজার সম্পর্কে আমার একটা ভাল ধারণা তৈরি হয়েছে।