স্প্রেড এর সহজ অর্থ হলো ব্রোকার হাউজের কমিশন। খেয়াল করে দেখবেন বিভিন্ন ব্রোকারে স্প্রেডের ধরন ভিন্ন ভিন্ন। যখন একটি নতুন ট্রেড ওপেন করবেন তখন কিছু লসে ট্রেড ওপেন হয়। ঐ লসটাই হলো স্প্রেড বা ব্রোকারের কমিশন।
Printable View
স্প্রেড এর সহজ অর্থ হলো ব্রোকার হাউজের কমিশন। খেয়াল করে দেখবেন বিভিন্ন ব্রোকারে স্প্রেডের ধরন ভিন্ন ভিন্ন। যখন একটি নতুন ট্রেড ওপেন করবেন তখন কিছু লসে ট্রেড ওপেন হয়। ঐ লসটাই হলো স্প্রেড বা ব্রোকারের কমিশন।
আসলে আমরা যখন ট্রেড ওপেন করি তখন দেখা যায় ট্রেড ওপেন করলেই ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
আমি যত টুকু জানি আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
ফরেক্স এ ট্রেড করার সাথে সাথে ট্রেডটা কিছুটা লসে অপেন হয়। এটা কেই ফরেক্স এর ভাষায় স্প্রেড বলা হয়। প্রতিটি ব্রোকার এ স্প্রেড নির্ধারন করা আছে। এবং সে অনুযায়ী ট্রেড ওপেন করলে ট্রেড লসে ওপেন হবে। ফরেক্স মার্কেট এ একেক ব্রোকারে একেক রকম স্প্রেড।
আপনি যখন কোন পেয়ারে এন্ট্রি নিয়ে থাকেন তখন দেখবেন যে আপনার ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়েছে। এই যে গ্যাপটা আপনাের চোখে পড়ে এটাকেই স্প্রেড বলে। কারেন্সি ভেদে একেক পেয়ারে একেক রকম স্প্রেড থাকে। এই স্প্রেডটাই মুলত ফরেক্স ব্রোকারের লাভ ধরা হয়। আপনি লাভ করলেন বা লস করলেন তাকে ব্রোকারের কিছুই আসে যায় না। ব্রোকার তার লাভ ঠিকই নিয়ে নিবে।
আমার ভাষায় বিড এবং আস্ক মূল্যের মধ্যে যে পার্থক্য থাকে তাকে স্প্রেড বলে. যে পরিমান পিপ পার্থক্য থাকে সেটাই স্প্রেড।
একটি ট্রেড ওপেন করলেই দেখা যায় যে ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই স্প্রেডটুকু কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
সহজ ভাবে বলতে গেলে, Bid Price ও Ask Price এর মধ্যে পার্থক্যই হচ্ছে স্প্রেড। যদি আপনি ১.৩৩৪৪৯ এ EURUSD পেয়ারে বাই ট্রেড করেন, তা কিন্তু ১.৩৩৪৫৭ এ ওপেন হবে অর্থাৎ ০.৮ পরিমাণ স্প্রেড কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়া হবে।
ফরেক্স ব্রোকার ওপেন করার সময় যে কমিশন বা চার্জ হিসেবে কাটে তাই হলো স্প্রেড বলে । ফরেক্স এ কাজ করে মজা পাওয়া যায়। তেমনি ভাবে স্প্রেড হলো ফরেক্স এর একটি অংশ । ট্রেড ওপেন করলে দেখতে পাবেন আপনি যেইখানে ওডারটা দিছিলেন তার থেকে নিচে বা উপরে আপনার ওডারটা নেওয়া হয়েছে ।
ফরেক্স মার্কেট এর চাট দেখলে বুঝতে পারবেন দুইটা দাম থাকে একটা চাট এ একটা দাম হল বিদ দাম আর একটা হল আস্ক দাম এই ২ দামের মধ্য যে পার্থক্য থাকে তাকে স্প্রেড বলে । আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চাইলে আপনাকে স্প্রেড কি তা জানতে হবে কারন আপনি যদি স্প্রেড না বুঝেন তা হলে আপনার লস হতে পারে কারন অনেক পেয়ার এ স্প্রেড বেশি থাকে আপনি স্পেদ তুলবেন না লাভ করবেন তাই আপনাকে ফরেক্স মার্কেট এ স্প্রেড ভাল বুঝতে হবে
আসলে আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
শধু ট্রেডাররা লাভ করলেই হবে না। ব্রোকার ও তো লাভ করতে হবে। কারন তা নাহলে আমরা কোথায় কিভাবে ট্রেড করতাম আর ইনভেস্ট করতাম। ট্রেড করার সাথে সাথে প্রত্যক ব্রোকার কম বা বেশি স্প্রেড কেটে রাখে। ব্রোকার এর ভাষায় এক কমিশন ও বলা হয়।