ডেমো ট্রেড কত দিন করা উচিত এই নিয়ে বিভিন্ন ফোরাম ফরেক্স বন্ধুরা বিভিন্ন সময় উল্লেখ করে থাকেন কিন্তু এই বিষয়ে আমি যা বলবো সেটা হল যতক্ষন আপনার ট্রেডিং ধারনা পুরাপুরি পরিস্কার না হয় আপনি ততদিন ডেমো প্রাকটিস করবেন। ধন্যবাদ।
Printable View
ডেমো ট্রেড কত দিন করা উচিত এই নিয়ে বিভিন্ন ফোরাম ফরেক্স বন্ধুরা বিভিন্ন সময় উল্লেখ করে থাকেন কিন্তু এই বিষয়ে আমি যা বলবো সেটা হল যতক্ষন আপনার ট্রেডিং ধারনা পুরাপুরি পরিস্কার না হয় আপনি ততদিন ডেমো প্রাকটিস করবেন। ধন্যবাদ।
আমি মনে করি ৩-৪মাস ডেমো ট্রেড করা উচিত
একজন ভাল ফরেক্স ট্রেডার কে সম সময় ডেমো ট্রেড অনুশিলন করা উচিত। তা হলে সে আরো ভাল ট্রেডার হতে পারবে। এটা ঠিক গানের সারগাম অনুিশীলন করার মত যে শিল্পী প্রতিদিন সকালে গানের সারগাম অনুশীলন করে সে অনেক ভাল গান করতে পারে। ঠিক তেমন ভাবে একজন ফরেক্স ট্রেডারকে সব সময় ডেমো ট্রেড অনুশীলন করে যেতে হয়। তা হলে রিয়েল ট্রেড সে ভাল করবে।
আমার মতে মিনিমাম ৩ মাস ডেমো ট্রেড করে তারপর রিয়েল ট্রেডে আসা উচিত।কারন ফরেক্স মার্কেটে অনেক কিছু শিখার আছে এবং অনেক কিছু জানার আছে।এগুলা না শিখতে পারলে কখনই ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয়।টাই আমার মতে কমপক্ষে তিন মাস বা তার বেশী সময় ডেমো করা উচিত।
রিয়েল ট্রেডের পাশাপাশি ও ডেমো ট্রেড করা যেতে পারে। শুধুমাত্র ২ মাস বা নির্দিষ্ট সময় ডেমো ট্রেড করেই রিয়েল ট্রেড এ নামতে হবে বিষয় তা এরকম্ভাবে না নেওয়াই ভাল, কারন ডেমো ট্রেড থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন লাভ লস ছাড়াই, কিন্তু সবসময় যদি রিয়েল ট্রেড থেকে শিখতে চান তবে আপনার মূলধন হারানোর ভয় থাকতে পারে । তবে সেক্ষেত্রে অবশ্যই ডেমো ট্রেড রিয়েল ট্রেড মনে করেই করতে হবে না হলে কোন সুফল পাওয়া যাবেনা ।
ফরেক্স এ নতুন ট্রেডারদের জন্য ডেমো ট্রেড এর বিকল্প নাই। ডেমো ট্রেড করে মার্কেট সম্পর্কে ধারনা পাওয়া যায়। ডেমো ট্রেড এ সফল হবার পর লাইভ ট্রেড শুরু করা ভাল। ডেমো ট্রেড এ সফল না হয়ে লাইভ ট্রেড করা রিস্ক। আমার মতে কমপক্ষে ২ থেকে ৩ মাস ডেমো ট্রেড করা ভাল।
ফরেক্স শেখার প্রথম ধাপ হচ্ছে ডেমো ট্রেডিং। ডেমো ট্রেডিং এর মাধ্যমে রিয়েল একাউন্ট এ ট্রেডিং এর নিয়ম জানা যায় কারন ডেমো একাঊন্ট রিয়েল একাঊন্টের মতই। ডেমো একাঊন্টে অন্তত ৩ মাস ট্রেড করা উচিত।
ফরেক্স নিয়ে আপনার অভিজ্ঞতা না আসা পর্যন্ত ডেমো ট্রেড করা উচিত। অন্তত ৬ মাস ডেমো ট্রেড করা উচিত। যত বেশি ডেমো করবেন তত ফরেক্স সম্পরকে ধারনা বাড়বে। লাভ ও লস নিয়ে ধারনা বাড়াতে পারবেন ডেমো করলে।
ডেমো ট্রেড করা উচিত ৫-৬ মাস ।
ডেমো ট্রেড করা শিখা হলে আসল ট্রেড করা যায় তখন
আর লস হবার সম্ভবানা থাকে না । বলে আমি মনে করি
ডেমো ট্রেডিং মানে ভার্সুয়াল টাকা দিয়ে ট্রেড করা। ট্রেডারদের সুবিধার্থে অর্থাৎ ট্রেডিং সম্বন্ধে ট্রেডারদের দক্ষ করে তোলার নিমিত্তেই এই ডেমো ট্রেডিং সিস্টেম চালু হয়েছে। এখানে আপনি কত দিন ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার অর্জনের উপর। যতদিন একজন ট্রেডার ডেমো একাউন্টে সফল হবে না কিংবা নিজের ট্রেডিং এর উপর আশ্বাস আসবেনা ততদিন ডেমো ট্রেড করা উচিত।