আমি মনে করি যে ফরেক্স অ্যাকাউন্টে ডিপোর্জিট করার জন্য স্ক্রিল বা মানিবুকার্স হল সবচেয়ে সহজ এবং ঝামেলামুক্ত প্রেমেন্ট মের্থড যার মাধ্যমে খুব সহজে যে কেউ ফরেক্স অ্যাকাউন্টে ট্রেড করার জন্য ডলার ডিপোর্জিট করতে পারে।
Printable View
আমি মনে করি যে ফরেক্স অ্যাকাউন্টে ডিপোর্জিট করার জন্য স্ক্রিল বা মানিবুকার্স হল সবচেয়ে সহজ এবং ঝামেলামুক্ত প্রেমেন্ট মের্থড যার মাধ্যমে খুব সহজে যে কেউ ফরেক্স অ্যাকাউন্টে ট্রেড করার জন্য ডলার ডিপোর্জিট করতে পারে।
আমরা খুব ভালো করে জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে ফরেক্স মার্কেটে আপনার একাউন্টে টাকা বা ডলার ডিপোজিট করতে হয় আর এই ডিপোজিট করতে হয় বিভিন্ন ফরেক্স ব্রোকার হাউজের মাধ্যমে আসলে একেক ট্রেদারের কাছে একেক ব্রোকার হাউজ ভালো লাগে তবে মাম্র মতে ইনেস্তা ফরেক্স ব্রোকার সব থেকে ভালো কারোন এতে টাকা মার জাওয়ার ভয় থাকে না
ডিপোজিট করার অনেক রকমের মাধ্যম আছে তবে এর মধ্যে সব থেকে সব থেকে ভাল মাধ্যম হল মানিবুকার বা স্ক্রিল। আরও অনেক মাধ্যম আছে যেমন নেটটেলার, ওয়েব মানি, পেইজা, পেপাল ইত্যাদি তবে স্ত্রিল এর ডলার পাওয়া যায় বেশ ভাল ভাবে এবং সহজে পাওয়া যায়। তাই সবার জন্য আমার সাজেশান হল মানিবুকারস এ লেনদেন করুন , ডলার বিক্রি করাও যেমন সহজ তেমনি সহজে কিনতেও পারবেন।
বিভিন্ন ভাবে ফরেক্স এ ডিপোজিট করা যায় । অনলাইন ব্যা;ক এর মাদ্দমে । মানি ব্রুকার এর মাদ্দমে । নেটেলার এর মাদ্দমে এছাড়া আপনি অন্য ভাবে ও টাকা ডিপোজিট করতে পারেন । তবে আমি মনে করি এর মধ্যে মানি বুকার অনেক সুবিধা দিয়ে থাকে। কারন মানি বুকার এর সাহায্যে সরাসরি ব্যা;কে উইথদ্র করা যায় ।
ডেপজিট ছাড়া এই মার্কেট থেকে টাকা আয় ক্রয়া সম্ভব না। আমাদের সমঅয় বুঝে ডেপজিত করতে হবে তাহলে আমাদের লাভ হবে। আমাদের ডেপজিত জত বর হবে লাভের পরিমান তত বেসি হবে এবং রিস্ক তত কম হবে। আমি মনে করি ইন্সটা ফরেক্স ব্রোকার দেপসিত করার জন্য খুব ভাল এক্তি ব্রোকার।
জায়।ফরেক্স মার্কেটে ট্র্বেদ করতে গেলে প্রথমে আমাদের দরকার হয় একটি রিয়াল একাউন্ট করতে হয় তারপর সেই একাউন্ট ভেরিফাই করতে হবে তারপর সেই একাউন্টে টাকা ধুকাতে হবে তবে এই ধুকান মাধ্যমটা ভাল হওয়া উচিৎ কারন টাকা উঠানর ক্ষেত্রে সেইতা ব্যবহার করা লাগে তাই নেটেলার ভাল হবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ডিপজিট করতে হয় আর এই করার জন্য ডলার দরকার হয় তবে এই ডলার নেয়ার কিছু মাধ্যম আছে সেই মাধ্যমে ডলার ডিপজিট করতে হয় তাই নেলেটার দিয়ে ডিপজিট করলে ভাল হয় ।
ফরেক্সে ডিপোজিট এবং উইথড্র করার জন্য নেটেলারই সবচাইতে পারফেক্ট মনে হয়।কারন নেটেলারের সার্ভিস অনেক ভালো তাছাড়া নেটেলার মাস্টার কার্ড প্রদান করে থাকে।যেটার মাধ্যমে আপনি কোন ঝামেলা ছাড়াই মাস্টার কার্ড সাপোর্টেড যে কোন বুথ থেকে টাকা তুলতে পারবেন।আর এই কার্ডের কোন মাসিক চার্জ নেই।শুধুমাত্র আপনি যখন টাকা তুলবেন তখনই ৬ ডলার চার্জ কাটবে।
ডেপজিট করার জন্য আমি মনে করি ইন্সতা ফরেক্স ব্রকার অনেক ভাল। আমি যদি ঠিক মত ইন্সতা ফরেক্স ব্রকার এ ট্রেড করতে পারি তাহলে আমরা অনেক টাকা আয় করতে পারবো। আমি সব অস্ময় ইন্সতা ফরেক্স ব্রকার এ ইনভেস্ত করি কারন এতি একটি খুব ভাল ব্রকার।
আমরা খুব ভালো করে জানি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমদের ডিপোজিট করতে হয় আর এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আমি কন্তের মাধ্যমে ফরেক্স মার্কেট আপনার টাকা ডিপোজিট করবেন আমার মতে ডিপোজিট করার জন্য নেটেলার সব থেকে ভালো এতে টাকা মার যাওয়ার কোন ভয় থাকে না