-
হ্যা বন্ধু আপনি একদম ই ঠিক বলেছেন যে, হারানো ক্যাপিটাল বা একাউন্টের বড় ধারনের লস হয়ে গেলে তা পুরন করা বেশ কঠিন একটা কাজ বিশেষ করে ইনস্টাফরেক্স ব্রোকারে আপনি যদি ক্যাপিটাল হারান তবে আপনি সেই হারানো ক্যাপিটাল বা লস পুরন করার পরেই কেবল প্রফিট তুলতে পারবেন সুতরাং এরকম ১০০ ডলারের একাউন্টে যদি ৫০ ডলার লস হয়ে যায় তখন লস পুরন করতেই জীবন শেষ লাভ তুলবো কবে? ধন্যবাদ।
-
ফরেক্স এ হারানো ক্যাপিটাল উদ্ধার করাও কঠিন। যদি কোন কারনে একবার লস হয়ে যায় তাহলে সেই লস কভার করতে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। একাউন্ট এর ৫০% লস হলে ১০০% প্রফিট না করলে লস কভার হয়না।আমার মনে হয় আমার কিছূ ভুল সিদ্ধান্তের কারনে আমি লস করছি এখন আমার প্রয়োজন একটু ধৌর্য যার ফলে আমি আমার ব্যলেন্স পুসরূদ্ধার করতে পারি। এটা আসলে সত্য যে যদি আপনি আপনার টাকা লস করে তা পুনরূদ্ধার করতে আপনা অনেক বেগ পেতে হতে পারে।
-
হ্যা ফোরামের বোনাস দিয়ে অ্যাকাউন্ট করে যদি লসের সম্মুখীন হন এবং মোট ব্যালেন্সের ৫০% লস করে থাকেন তা হলে আপনাকে ঐ ৫০% লসকে আগে রিকভার করতে হবে তার পর আপনি যে প্রফিট করবেন সেটি আপনি আপনার অ্যাকাউন্ট থেকে উঠাতে পারবেন আর আমার কাছে মনে হয় এটি অত্যান্ত কষ্ট সাধ্য একটি বিষয়।
-
হারান কাপিটাল উদ্দার করা আসলে খুভ কঠিন কারন একবার কোন কাপিটাল হারায় গেলে তা উদ্দার করতে গেলে খুভ কঠিন হয়ে জায় কারন যে হারিয়ে জায় সে জিনিষ পাওয়া জায় কিন্তু অনেক কঠিন হয়র জায়।
-
এতি একটি অনাইল মার্কেট ত্য এখানে একবার লস করলে ওই লস ফিরে পেতে অনেক সময় লেগে যাবে। হারান ডেপসিত ফিএ পেতে আমাদের সব সময় মার্কেট এ থাকার প্রজন নেয় কিন্তুয় আমরা যদি থিক মত সময়ে ট্রেড করতে পারি আমরা নিসসিত টাকা আয় করতে পারব।
-
আসলে একথাটা একটু হলেও ঠিক কারণ ফরেক্স মার্কেটে কেউ যদি ভুল ট্রেড করে তাহলে তার ক্যাপিটাল লস হবেই আর এই ক্যাপিটাল পুনরায় আবার ফিরে পাওয়া খুবই কষ্ট সাধ্য ব্যপার বলে মনে করি যদিও ফেরত পাওয়া যায় তার জনু আপনাকে খুব ফরেক্স মার্কেটে খাটতে হবে তাই সাধারনয় না জেনে বুঝ্র ফরেক্স মার্কেটে ট্রেড না করাই ভালো
-
ফরেক্স এ টাকা কামানো সহজ।কিন্ত হারানো মূলধন ফিরে পাওয়া কঠিন । হারানো মূলধন ফিরে পেতে হলে আপনকে অনেক চেষ্টা করতে হবে। আপনাকে আবার সব কিছু নতুন ভাবে শুরু করতে হবে।
-
আপনি যদি আপনার অ্যাকাউন্টের ৫০হারান, তাহলে আপনাকে লস রিকভার করতে আপনার নতুন ব্যালেন্সের ১০০লাভ করতে হবে।
-
আপনি যদি প্রথমবার আপনার অ্যাকাউন্ট এর ২০ % হারান তবে আপনার লস রিকভার করার জন্য ২য় বার আপনাকে ৪০% লাভ করতে হবে। আর যদি ৮০% হারান তবে আপনাকে প্রফিত করতে হবে ৩২০ ।
তাই আপনি যদি প্রথম লস করেন তবে লস কাতান অনেক কষ্টের কাজ।
-
আমি দেখিনী যে সে ফরেক্স মার্কেট থেকে তার হারানো ক্যাপিট্যাল ফেরত নিতে পারছে। ফরেক্স মার্কেট থেকে হারানো ক্যাপিট্যাল ফেরত পাওয়া আমার মতে খুব কঠিন। এর জন্য ট্রেড করার আগে বুজে শুনে ট্রেড করা উচিত। আবেগ দিয়ে ট্রেড করা উচিত না । এখানে সবাই লস এর একটা রেসু দিছে এটাই সত্য কিন্তু তা পূরণ করা খুব কঠিন। যারা ক্যাপিট্যাল হারিয়েছেন তারা বলতে পারবে এটা কত সহজ না কঠিন।