আমার জানা মতে কাজ করার মধ্যে ভাল হল
১। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
২। টেকনিক্যাল অ্যানালাইসিস
৩। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস
Printable View
আমার জানা মতে কাজ করার মধ্যে ভাল হল
১। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
২। টেকনিক্যাল অ্যানালাইসিস
৩। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস
অ্যানালাইসিসে ট্রেডাররা প্রাইসের মুভমেন্টের ওপর ভিত্তি করে ট্রেড করে। মুল বিষয় হল একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, এই অ্যানালাইসিস গুলোর মধ্যে কিছু ইম্পরট্যান্ট অ্যানালাইসিস হল , ফান্ডামেন্টাল অ্যানালাইসিস , টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস । ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এই দুইটা এনালাইসিস ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই সহায়ক এনালাইসিস।
অ্যানালাইসিস ছাড়া আপনি ভাল ট্রেড করতে পারবেন না।কোন ধরনের অ্যানালাইসিস ভাল তা বলা মুশকিল কারন টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডাররা প্রাইসের পূর্বের মুভমেন্ট দেখে ও বর্তমানের প্রাইস মুভমেন্ট এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করে ট্রেড করে ।অন্যদিকে ফ্যান্ডামেন্টাল এনালাইসিসের ট্রেডাররা কোন একটি দেশের পূর্বের,বর্তমান ও ভবিষ্যত অর্থনৈতিক অবস্থা নিয়ে অ্যানালাইসিস করে। আমরা জানি, যে দেশের অর্থনৈতিক অবস্থা ভাল সে দেশের মুদ্রা শক্তিশালী ঐ দিক থেকে ফ্যান্ডামেন্টাল এনালাইসিস অনেক জরুরি ।তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে থাকতে হলে টেকনিক্যাল অ্যানালাইসিস ও ফ্যান্ডামেন্টাল এনালাইসিস দুটোই ভালভাবে করতে হবে
ফরেক্স মার্কেটে তিন ধরনের অ্যানালাইসিস রয়েছে। যেমন ১.ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ২.টেকিনিকাল অ্যানালাইসিস ৩.সেন্টিমেন্টাল অ্যানালাইসিস - এসব অ্যানালাইসিস গুলোর মধ্যে সবচে বেশি গুরুত্ব হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তবে অনেকেই আবার টেকিনিকাল অ্যানালাইসিস কে বেশ গুরুত্বপূর্ণ মনে করে থাকে।
ফরেক্স ট্রেডিং করে অর্থ উপার্জন বা লাভ অর্জন করতে হলে আপনাকে অবশ্যই এনালাইসিস সম্পর্কে ভাল দক্ষতা থাকতে হবে। ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এই দুইটা এনালাইসিস ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই সহায়ক এনালাইসিস।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমরা বাই বা সেল করার পুর্বে যে এনালাইসিস করে ট্রেড করা হয়,সেই এনালাইসিস তিন ভাগে ভাগ করা হয়, তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেডিং করে ভাল ভাবে প্রফিট করা যাবে,তাই টেক প্রফিট ব্যাবহার করা।
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় ।
জি আমি তো ফুন্দামেন্তাল এনালাইসিস করি, কারণ ইটা মুটামুটি সহজ বলা যায়, বিভিন্ন ইনডিকেটর এর সহায়তায় এবং একটু টাইম দিলেই আপনি চার্ট এর মুভমেন্ট এবং সেই অনুজাই মার্কেট এর মুভমেন্ট বুঝে যেতে পারবেন, ইটা তেমন কঠিন কিছু না, অনেকে আবার আজ কাল নিউস এনালাইসিস ও করে থাকেন, সেটাও ট্রেডিং এর জন্য বেশ ভালো ফল নিয়ে আনে.
ফরেক্সে ট্রেড করতে হলে আমি মনে করি নিজে যদি কোন এনালাইসিস বের করা যায় তবে সেটাই মনে হয় অনেক ভাল হবে। কারন একেক জন ফরেক্স মার্কেটকে একেক ভাবে চিন্তা করে থাকে। আমি ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিসকে ভাল একটি পদ্ধতি মনে মনে করে ফরেক্স ট্রেড করে থাকি।
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে বা ফরেক্স মার্কেটে নিয়মিত লাভ করতে হলে আপনাকে আবশ্যই এনালাইিস করে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস,টেকনিক্যাল অ্যানালাইসিস ও সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।ট্রেড করার ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও টেকনিক্যাল অ্যানালাইসিস অত্যান্ত জরুলি।আমি ট্রেড করার সময় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করে থাকি।