-
ফরেক্স মার্কেটে ট্রেড তো সারাবছরই করা যায়। সারাবছরই মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হয়। তবে ট্রেডিং এর সুবিধার্থে সারা বছরকে তিনটি সিজনে ভাগ করা যেতে পারে। ১। অক্টোবর -জানুয়ারি। ২। ফেব্রুয়ারি-মে। ৩। জুন - সেপ্টেম্বর। তবে একজন ট্রেডার অন্যভাবেও ভাগ করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যপার।
-
ট্রেড করাটাই হচ্ছে মূল কথা। এখানে সময় ভাগাভাগি করে লাভ নেই। ট্রেড করলেই আমাদের প্রফিট হবে। আর ফরেক্স মারকেট অবস্থা বুঝে আমাদের ট্রেড নিতে হবে। সময় সুযোগ বুঝে আমাদের ট্রেড নিতে হবে। ট্রেড করলে আমাদের লাভ বা লস একটা হবে।
-
এই ধরনের তিনভাবে ভাগ করাটা আমি কারো কাছে পূর্বে দেখিনি । কেননা ফরেক্সে ট্রেড করতে হলে আমাদের ফরেক্স এর খুটিনাটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে । যে যত ভালো ট্রেডিং করতে সে তত বেশি পরিমাণে ফরেক্সে ভারো করতে পার । যে সময়টাতে আপনার ট্রেডিং সিস্টেমের সাথে মিলে যায় সেই সময়টাকে বাছাই করতে পারেন ট্রেডিং করার জণ্য। ফরেক্সে ট্রেড করার জণ্য এটাই উত্তম উপায় ।
-
ফরেক্স এ সারা বচ্ছরই ট্রেড করা যায়। তবে কিছু বিশ্ব হলিডে আছে। যেটা সব দেশে পালন করা হয় । যেমন খ্রিস্টান দের বড় দিন। তারপর আর ও কিছু ছুটি আছে। মার্কেট এ সাধারনত ডিসেম্বর মাস এ কিছু ছুটি পাওয়া যায়। এ সকল ছুটিতে ট্রেডারগন ফ্রি থাকেন।
-
ট্রেড করার জন্য অবশ্যই মার্কেট এ্যানালাইসিস করা দরকার।বছরের তিনের দুই ভাগ সময় অবশ্যই আমরা মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই সফলকাম হতে পারব জানার জন্যই ফোরামের সব লেখাগুলো মনোযোগ দিয়ে পড়া উচিৎ৷ফরেক্স মার্কেটে বছরকে সাধারণতো তিন ভাগে ভাগ করা হয়ছে ।যেমন,অক্টোবর থেক জানুয়ারি,ফেব্রুয়ারি থেকে মে এবং জুন থেকে মার্চ সেপ্টেম্বর।
-
ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন লক্ষ করি । যেমন ফেব্রুয়ারি টু মে, জুন টু সেপ্টেম্বার এবং অক্টোবর টু জানুয়ারি। এই সময়ে আমরা ভিন্ন ভিন্ন রকমের মুভমেন্ট দেথতে পায় । অথাৎ মার্কেট এক এক সময় এক এক রকমের আচরণ করে । বিস্তারিত জানতে গুগলে সার্চ করতে পারেন
-
ট্রেড তো সারাবছরই করা যায়। সারাবছরই মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হয়। তবে ট্রেডিং এর সুবিধার্থে সারা বছরকে তিনটি সিজনে ভাগ করা যেতে পারে। ১। অক্টোবর -জানুয়ারি। ২। ফেব্রুয়ারি-মে। ৩। জুন - সেপ্টেম্বর। তবে একজন ট্রেডার অন্যভাবেও ভাগ করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যপার।
-
অক্টোবর-জানুয়ারি,ফেব্রুয ারি-মে ,এবং জুন-সেপ্টেম্বার , এই তিন সিজন এই হতে পারে ট্রেড করার সময় । বলা যায় ট্রেড করা যায় সারা বছর কিন্তু ট্রেডের সুবিধার্থে একে তিন সিজন এ ভাগ করা হয়।
-
আপনারা সবাই বলছেন সারা বছর ট্রেড করতে তিন ভাগে ভাগ করতে হয়| কিন্তু কি ভাবে তিন ভাগে ভাগ করে ট্রেড করব কেউ কিন্তু বেননি , অনুগ্রহ করে কেউ যদি বিস্তারিত ভাবে বলতেন তাহলে আমার জন্য ভালো হত |
-
ট্রেড করতে সারা বছরকে তিনটা ভাগে ভাগ করা যায় ।অক্টোবর-জানুয়ারি,ফেব্রুয ারি-মে ,এবং জুন-সেপ্টেম্বর।