-
এটা সম্পুর্ণ নির্ভর করে আপনার ট্রেডিং স্টাইল এর ওপর । আপনি যদি স্ক্যলপিং করেন তাহলে ছোট টাইম ফ্রেম নিয়ে কাজ করাই ভাল। যেমন m1, m5, m15 , m30 । আবার যদি আপনার লং ট্রেড করার ইচ্ছে থাকে তাহলে বড় টাইম ফ্রেম যেমন h1, h4 এমনকি d1 , w1 নিয়ে ও কাজ করা লাগতে পারে । তবে ভালভাবে এনালাইসিস এর জন্য সমস্ত টাইম ফ্রেম ই কাজে লাগে ।
-
এটি যার যার নিজের ট্রেডিং কেৌশলের উপর নির্ভর করে যে সে কতটুকু সময় ধরে বা কোন টাইম ফ্রেমে ট্রেড করবে।যদি কোন ট্রেডার শর্ট টাইম ফ্রেমকে বেছে নেয় অর্থাত অল্প সময় যাবত ট্রেড করে প্রফিট করতে চায় সেক্ষেত্রে m1,m5,m15 টাইমফ্রেমকে বেছে নিতে পারেন। অার যদি আরও একটু সময় নিয়ে প্রফিট করতে চান তাহলে তাহলে m30,h1,h4 ইত্যাদি টাইমফ্রেমে ট্রেড করা ভাল।
-
এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এবং আপনার ট্রেডিং দক্ষতার উপর আপনি যদি পেশাদার ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই সুইং বা পজিশন ট্রেড ট্রেড করা উচিত আর যদি সাধারন ট্রেড করতে চান তাহলে আপনাকে লং টার্ম ট্রেড করতে হবে
-
সর্বপ্রথম আপনাকে জানতে হবে টাইমফ্রেম কি এবং কেন করতে হয় ।আর আমি h3 দেখে ট্রেড করি কারন আমি ট্রেড কয়েক ঘন্টার বেশি চালু রাখি না তাই আমিh3 দেখে ট্রেড করি । একএক জন মানুষ এক এক টি দেখে ট্রেড করে তাই আমি বলবো যে যারা ট্রেড কয়েক ঘন্টা ধরে করে তাদের জন্য f3 টাই ভালো বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচেয়ে ভাল টাইম্ফ্রেম হল ১ ঘন্টা টাইম্ফ্রেম ভাল এই টাইম ফ্রেমে কাজ করে ভাল সফল হওয়া জায় তাই ফরেক্স মার্কেটে এই টাইম ফ্রেম ভাল টাইম ফ্রেম তাই আমি বলবো ১টা টাইম ফ্রেম কাজ করলে ভাল হয়।
-
সব সময় ট্রেড করা যায় তবে এটা আপনার সময় মত করবেন। আর নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বুঝবেন মার্কেট এর আচরণ । সঠিক সময় টা আপ্নিই বের করবেন। আর লং টাইম কাজ করার জন্য বা সর্ট টাইম করার জন্য এক এক পদ্ধতি অবলম্বন করতে হবে।
-
কোন টাইম ফ্রেমে ট্রেড করা উচিত এটা নির্ভর করে ট্রেডারের অভিজ্ঞতা আর দক্ষতার উপর । টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেড করা ভালো এতে করে ট্রেডে লস হওয়ার সম্ভাবনা কম থাকে । সাধারনত ৫মি.৩০মি. ও ৬০মি. এর টাইম ফ্রেম অনুযায়ী ট্রেড করা ভালো । কারন ফরেক্স মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে ভালো বলা যায় না যে কখন কোন দিকে মুভ করবে । তাই ট্রেড করার আগে যদি দীর্ঘ টাইম ফ্রেম ব্যবহার করে ব্যবসায়ে ট্রেড করা যায় তবে ব্যবসা ট্রেড করে লাভ করা যায় এবং লস ও কম হয় ।
-
কোান টাইমফ্রেমে ট্রেড করবেন আমি মনে করি তা নির্ভর সম্পর্ণ নিজের উপর।কারন আপনাকে জানতে হবে টাইমফ্রেম কি এবং কেন করতে হয়, নতুবা আপনি কখনও ভাল মানের ফরেক্স ট্রেডার হতে পারবেন না ।১৫মিনিটের টাইম ফ্রেম অথবা ৩০ মিনিটের টাইম ফ্রেম করা যাই । এই টাইম ফ্রেমে ট্রেড করলে আস্তে আস্তে আপনার ভুল গুলা কমতে থাকবে তখন আপনার ট্রেড গুলাও সঠিক হতে থাকবে ।
-
ফরেক্সে সঠিক টাইমফ্রেম বাচাই করে একটি সিস্টেম ফলো করা উচিৎ। আর তাই যদি আপনি স্কাল্পিং ট্রেড করতে চান তাহলে m1, m5 অথবা m15, m30 এ ট্রেড পরিচালনা করতে পারেন। আর যদি লংটাইম ট্রেড করতে চান তাহলে , h1 অথবা h4 ও d1 টাইমফ্রেম বাচাই করে ট্রেড পরিচালনা করা ভালো।
-
ফরেক্স মার্কেটে আমি এখনো নতুন ট্রেডার, তাই এখনো আমি স্ক্যাল্পিং ট্রেড করার চেষ্টা করি। আর স্ক্যাল্পিং ট্রেড সাধারণত M1, M5, M15 ও M30 টাইমফ্রেমে করি। তবে মার্কেটের সামনের মুভমেন্ট বুজতে বা সম্ববনাময় অবস্থান বুজার জন্য h1, h4 টাইমফ্রেম দেখি।