-
কথায় আছে প্রেকটিস মেইক এ ম্যান পারফেক্ট। কথাটি চিরন্তন সত্য। ফরেক্সের ক্ষেত্রেও তাই। আপনি যতই ফরেক্সে প্রেকটিস করবেন ততই আপনি ফরেক্সে দক্ষ হয়ে উঠবেন। মনে রাখবেন জ্ঞান অর্জনের জন্য প্রেকটিস এর কোন বিকল্প নেই। ফরেক্সে প্রেকটিস করার জন্য আপনি ডেমো ট্রেড করতে পারেন। ডেমো ট্রেডে যেহেতু আপনার আর্থিক ক্ষতি হওয়ার কোন সুযোগ নেই সেহেতু এখানে আপনি নির্বিঘ্নে প্রেকটিস করতে পারবেন।
-
শুধু বেশী প্রাকটিস করলেই ভাল ট্রেডার হওয়া য়ায না এজন্য ভাল ভাবে ফরেক্স মার্কেট বিশ্লেষণ করতে হবে ।ফরেক্স ট্রেড একটা অনলাইন ব্যাবসা যাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার ক্রয় এবং বিক্রয় হয় ।আমার মতে ডেমো ট্রেড বেশি বেশি করা উচিৎ ফরেক্স ট্রেডিং সম্পকে জানতে।ফরেক্স পেশা হিসেবে নিলে অবস্যই ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিত ।
-
যেকোনো জিনিসই অনুশীলনের মাধ্যমে আয়ত্ব করতে হয়।ফরেক্স ট্রেডিংও এর বিপরীত নয়।বরং ফরেক্স ট্রেডিং প্রাকটিসের ওপর নির্ভর করে।অনেক বেশি প্রাকটিসের কল্যানে অনেক দক্ষ হওয়া যায়।ফরেক্স নিয়ে যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি জানতে পারবেন।কেননা ফরেক্সে অনেক খুটিনাটি বিষয় জানতে হয়।এবং নিজস্ব ট্রেডিং স্ট্রেটেজি তৈরি করতে হয়।
-
বেশি প্রাকটিস করলে ভাল ট্রেডার হওয়া যায়। কিন্তু তার জন্য আপনার অনেক বেশি বেশি প্রাকটিস করতে হবে এবং এই প্রাকটিসকে যথাযথ এস্থানে কাজে লাগাতে হবে। আর শুধু প্রাকটিস করলেই হবেনা আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতেও হবে। আর সব কিছু যদি আপনি ভাল ভাবে শিখে যান তাহলে আমার মনে হয় আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন।
-
ফরেক্স মার্কেট একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে আপনাকে আগে অনেক বেশি পড়াশুনা করতে হবে।ডেমোতে অনেক বেশি প্রাকটিস করতে হবে।ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে হবে।লোভ থেকে বিরত থাকতে থাকতে হবে।ধৈর্য সহকারে ট্রেড করতে হবে।
-
উক্ত কথার সাথে আমি একমত। কারন, প্র্যাকটিসই আপনাকে সফলতা বয়ে আনতে সহায়তা করতে পারে। আপনি প্রথমে ডেমোতে আপনার নিজের মত ট্রেড করে মার্কেট খুব ভাল এনালাইসিস করতে পারবেন। আপনি যদি ডেমোতে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি অনেক ভাল কিছু করতে পারবেন। ধন্যবাদ
-
হ্যা অবশ্যই বেশি প্রকটিস করলে ভালো ট্রেডার হওয়া যায় কারন বেশি প্রকটিস করলে আপনি বেশি জ্ঞান অর্জণ করতে পারবেন আর আপনার বেশি জ্ঞান থাকলে আপনি জয়ি হতে পারবেন বলে আমি মনে করি তাই আমি বলবো যে ফরেক্স এ বেশী প্রাকটিস করলে অবশ্যই ভালো ট্রেডার হওয়া যায়।
-
অবশ্যই বেশীপ্রাকটিস করলে ভাল ট্রেডার হওয়া সম্ভব। কারন ফরেক্স ট্রেডিং খুব রিস্কের। বিধায় অনেক বেশী প্রাকটিস না করলে ভাল ট্রেডার হওয়া সম্ভব না।
-
জতবেশি মার্কেট বঝার ছেস্তা করবেন তত ভাল ট্রেড ার হবেন , ার মার্কেট কে বুঝতে হলে আপনাকে অনেক বেশি প্রাচতিচে করতে হবে । আপনি প্রাচতিচে করার জনা ডেমো টে প্রাচতিচে করুন ভুল গুল কুজে বার করুন এবং অভিজ্ঞ কার কাচ থেকে বঝার ছেস্তা করুন আশা করি আপনি পারবেন । মনে রাখবেন আপনি যত প্রাচতিচে করবেন তত ভুল বেরিয়া আশবে , ার ভুল বের করার জনা আপনাকে অনেক বেশি পরাশুনা করতে ত হবেই ।
-
প্রাকটিস ছাড়া কোন কাজে ভালো কিছু আশা করা যায় না । যারা আজ পূথিবীতে চিরস্মরণীয় হয়ে আছে তাদের সাফল্যের পিছনে রয়েছে প্রচুর প্রাকটিস বা অনুশীলন । তাই আমি বলবো ফরেক্সেকে নিয়ে যারা প্রচুর প্রাকটিস বা অনুশীলন করবো তারা অনেক কিছু শিখতে পারবে । বেশী প্রাকটিস মাধ্যমে ভালো ট্রেডার হওয়া সম্বভ । তাছাড়া হওয়া সম্বভ নয়। তাই চেষ্টা চালিয়ে যাবো তাহলে সাফল্যের লক্ষ্যে পৌছাঁতে পারবো ।