-
ফরেক্স কোন খেলা নয়, ফরেক্স একটা বড় ব্যবসা, আমার জানা মতে ফরেক্স সারা দুনিয়ার সব থেকে বড় মুদ্রা ব্যবসা, তবে ব্যবসা তো মানুষের পেশা হতেই পারে, যে মানুষ যে কাজ করে সেই মানুষের সেই কাজিই তো তার পেশা, তাই ফরেক্স ব্যবসা পেশা বিসাবে ভালো ব্যবসা, ভালো মুনাফা করার জন্য ফরেক্স ব্যবসা এক মাত্র ব্যবসা।
-
এটা আসলে এক এক জন এক এক ভাবে দেখে , কেউ ফরেক্সকে খেলা হিসাবে নেয় আবার কেউ পেশা হিসাবে নেয় সব কিছু নিরভর করে নিজের উপর । আমি ফরেক্সকে পেশা হিসাবে বেছে নিছি , এর মাধ্যমে আমি আমাকে উন্নতি করতে চাই ।
-
ফরেক্স ব্যবসা অবশ্যই খেলা হতে পারেনা এটা প্রফেশনাল ব্যবসা কিন্তু দুঃখের বিষয় অনেকে এই ব্যবসাকে জুয়া ব্যবসা মনে করে অধিক ট্রেড দিয়ে অল্প সময়ে অনেক টাকা আয় করতে চায়, কিন্তু সেটা আদো সম্ভব নয়। ফরেক্স একটি পেশা যেটা বিচার বিশ্লেষণ করে তবেই ট্রেড করতে হয়। তখনিই অধিক টাকা আয় হবে। তাই ফরেক্স খেলা হতে পারে না।
-
বর্তমানে বিশ্বে সব থেকে আধুনিক পেশা আমরা ফরেক্স ট্রেডার হিসাবে নিজেদের কে গর্বিত মনে করি । ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা বিশ্বের সকল দেশের অর্থনৈতিক অবস্থান সম্পর্কে জানতে পারি বুঝতে পারি এতে করে আমাদের সাধারন জ্ঞানের পরিধিও বৃদ্ধি পায় ।।
-
ফরেক্স কে মোটেও খেলা হিসেবে নেয়ার কোনো কারন নেই। এটাকে খেলা হিসেবে যদি কেউ নেই তার দ্বারা এখানে ভালো করা মোটেও সম্ভব না। ফরেক্স একটি পেশা, এটাকে পেশা হিসেবেই সবসময় দেখতে হবে। পেশাদারী মনোভাব নিয়ে ফরেক্স ট্রেডিং করতে হবে তাহলে সফল হওয়া সম্ভব। যে যত পেশাদারী মনোভাব দেখাতে পারবে সে তত সফল হবতে পারবে।
-
ফরেক্স কে খেলা মনে করার কোন যুক্তি আমি দেখি না । আমরা ফরেক্স এ টাকা ইনভেস্ট করি ব্যাবসা করার জন্য খেলা করার জন্য । আর যারআ ফরেক্স কে খেলা মনে করবেন তারা ভুল করবেন । ফরেক্স একটি বড় ধরনের ব্যাবসা । এখানে টিকে থাকতে হলে আপনাকে অনেক শ্রম সময় দিয়ে এনালাইসিস করতে হবে ।
-
কোন পেশা আমার মতে কখনও খেলায় পরিনত হতে পারে না। তাই আমি করি যারা এই ফরেক্স টাকে খেলা হিসাবে দেখছেন তারা বুধ হয় ভুল করছেন। কেননা এই ফরেক্স আজ দিতে পারছে অগনিত মানুশের চাহিদা , দিতে পারছে জীবিকা। যেকোনো বয়সের মানুষ আজ তা থেকে আয় করে নিজেদের জীবন চালাতে সফল হচ্ছে। তাই আমি মনে করি তা পেশা হিসেবে ভাল দেখায়।
-
ফরেক কোন খেলা নয়। এটা একটি ব্যবসা। এটা কোন ছোটখাটো ব্যবসাও নয়। ফেরেক্স ট্রেডিং বিশ্বের সর্ববৃহৎ ব্যবসা। যে ব্যবসা যোগদান করে আমি নিজেকে গর্ববোধ করি। কারণ এ ব্যবসা থেকে এদিকে যেমন বিশ্বের অর্থনীতি সম্পর্কে ধারণা লাভ করা পাশাপাশি আমি নিজেও স্বাবলম্বী হতে পারছি। তাই বলছি ব্যবসাকে যারা খেলা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন।
-
ফরেক্স অত্যান্ত লাভজনক একটি ব্যাবসা । ফরেক্স থেকে আমরা দৈনিক বা মাসিক পর্*যাপ্ত পরিমাএ আয় করতে পারি । বর্তমানে অনেকেই ফরেক্স কে পেশা হিসেবে গ্রহন করেছে । সেটা যদি খেলা হত তাহলে কেউ সেটাকে পেশা হিসেবে গ্রহন করত না । তবে এটা সত্য ফরেক্স করতে হলে অনেক এনালাইসিস করেই ট্রেড ওপেন করা উচিৎ । ফরেক্স কে খেলা বলা চলে না কারন খেলা হলে এত শ্রম দিয়ে এনালাইসিস করতে হত না । শুধু উপভোগ করতে হত।
-
ফরেক্স অবশ্যই একটি পেশা।মানুষ এখানে ইনভেস্ট করে আয়ের আশায়।যেখানে মানুষের আয়ের আশা থাকে সেটা কখনো খেলা হতে পারে না।এখানে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ও দক্ষতা থাকা চাই।ফরেক্স মার্কেটে কাজ করলে অনেক দেশের অর্থনীতি সমন্ধে জানা যায়।বর্তমান বিশ্বে ফরেক্স একটি অন্যতম পেশা।