-
প্রতিটি কাজে যেমন চ্যালেঞ্জথাকে, ঠিক তেমনই প্রতিটি ট্রেডেও আপনি ঠিক সেই একই রকম অনুভব করতে পারবেন। আপনি যদি চান তাহলে প্রতিদিন আপনার নির্দিষ্ট টার্গেট ফিলআপ করতে আপনাকে অনেক বেশি ট্রেড করতে হবে না। আপনি শুধুমাত্র অ্যানালাইসিস করে ট্রেড দিন নিজের সাথে চ্যানেঞ্জকরুন। আপনি অবশ্যই জিতবেন।
-
প্রতিটি ট্রেডই এক একটি চ্যালেঞ্জস্বরূপ। কারণ প্রতিটি ট্রেডই আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে। প্রতিটি ট্রেডই অনেক ভেবে চিন্তে মার্কেট এনালাইসিস করার পর দিতে হয়। যদি কোথাও মার্কেট এনালাইসিস করতে একটু ভুল হয়ে যায় তা হলে সেই ট্রেড থেকে ট্রেডার ঝুকিতে পারবে। এই জন্য ফরেক্স মার্কেটকে অনেক মেধার ব্যবসা বলা হয়ে থাকে।
-
হ্যাঁ অবশ্যই ফরেক্স এর প্রতিটি ট্রেড ই আমাদের কাছে চ্যালেঞ্জ স্বরূপ কারণ ট্রেডাররা যখন ফরেক্স মার্কেটে ত্রেড করে তখন তারা মাকেতের বিভিন্ন বিষয় এনালাইসিস করে নেয় কারণ এখানে কেউ যদি হেলাম করে তাহলে সে এখান থেকে লসের বোঝা ছাড়া আর কিছু নিতে পারে না আর যারা এটাকে চ্যালেঞ্জ মনে করে তারাই এখান থেকে মানে ফরেক্স মার্কেটে ভালো ফল পাবে
-
আমি ডেমোতে ট্রেড করি। আমার কাছে প্রতিটা ট্রেড চ্যালেঞ্জ মনে হয়। কেননা সিরিয়াসলি ভাবে ট্রড না করেন তাহলে লস হওয়ার সম্বাবনা বেশি থাকে। অতএব যেকোন ট্রেড কে সিরিয়াস মনে করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আপনি যে ট্রেড করবেন প্রতি ট্রেড জেন চ্যালেঞ্জ সরুপ হয় তাহলে প্রতি ট্রেড সফল হয়াসম্ভব আছে কারো চেলেজ থাকলে অনেক কিছু করা যায় তাই সব কাজেই চ্যালেঞ্জ থাকা ভাল চ্যালেঞ্জ না থাকলে কোন কিছু করা যায় ।
-
জন্ত।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে একটি চ্যালেঞ্জ নিয়ে কারন চ্যালেঞ্জ না থাকলে কোন কিছু করে সফলতা আশা করা যায় না তাই ফরেক্স করে সফল হতে গেলে ফরেক্স ট্রেড করতে হবে চ্যালেঞ্জ নিয়ে জেন প্রথেক ট্রেড লাভ গয় বা সফল হয়।
-
জেকন কাজ করতে গেলে দেখেছি যে চ্যালেঞ্জ ত্রহাক্লে সেই কাজ করতে উদ্দম বারে তাই তাই যেকোনো কাজের জন্য যেমন ফরেক্স ট্রেড করতে গেলে প্রত্যেক ট্রেরডের জন্য চ্যালেঞ্জ রাখতে হবে চ্যালেঞ্জ করতে হবে তাহলে ফরেক্স সফল হওয়া যাবে ।
-
অবশ্যই ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড চ্যালেঞ্জ এর মত কারণ এতে আমদের অনেক কিছু নির্ভর করে আর চেলেঞ্জ হিশাবে নিতে পারলে আমরা নিঃসন্দেহে এই ট্রেড এ অনেক কিছু সিখতে পারব তাই এটা আমদের কাছে মানে ফরেক্স ট্রেদার এর কাছে চ্যালেঞ্জ স্বরূপ
-
ফরেক্স বাজারে লসের সংখ্যা বা লসের প্রভাব বেশি হয়ে থাকে। তাই আপনাকে আপনার প্রতিটি ট্রেডকে অবশ্যই চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করতে হবে, যে আপনি আপনার প্রতিটি ট্রেড হতে যে করেই হোক মার্কেটকে হারিয়ে লাভ অর্জন করতে সক্ষম হবেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে একটি চ্যালেঞ্জ নিয়ে কারন চ্যালেঞ্জ না থাকলে কোন কিছু করে সফলতা আশা করা যায় না তাই ফরেক্স করে সফল হতে গেলে ফরেক্স ট্রেড করতে হবে চ্যালেঞ্জ নিয়ে জেন প্রথেক ট্রেড লাভ গয় বা সফল হয়।