-
ফরেক্সে ট্রেড করার সময় সব সময় ইমোশনালকে কন্ট্রোল করতে হবে। একবার লস হলে আবেগ তারিত হয়ে সেই লস উঠানোর জন্য বেশি বেশি ট্রেড করতে যাওয়া মানে বোকামি আমি মনে করি। তাই আবেগ দবারা কখনোও তারিত হওয়া যাবে না। ভূল হলে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিজে আগাতে হবে হতাশ হলে চলবে না আর ট্রেড করার সময় এনালাইসিস কিরে ট্রেড করতে হবে।
-
ইমোশন হলো খুব খারাপ এবং গুরুত্বপূর্ন একটা ব্যাপার । বেশিরভাগ নতুন ট্রেডাররা তাদের অর্থ লস করে ইমোশন এর জন্য । নতুন ট্রেডাররা তাদের ইমোশন Control করতে ব্যার্থ হয় । আর এটার জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে ,,,
-
ইমোশনাল ট্রেডার কখনোই সফল হতে পারেনা ফরেক্স এ । ইমোশন Control করতে হলে আপনাকে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে, কয়েকটি ধাপ আছে ,,,
-
আপনার knowledge, skills, learn, education ও ভাল এ্যানালাইসিস করতে হবে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এ্যানালাইসিস সঠিকভাবে তৈরী করতে হবে, strong confidence, অনেকদিন ট্রেড করতে হবে, ডেমো একাউন্ট practice করতে হবে সর্বনিম্ন 8 মাস, আপনাকে একজন ফুলটাইম ,,
-
প্রফেশনাল ট্রেডার তৈরী করতে হবে , আপনি যত বেশি আপনার ট্রেড ও Experience বাড়াবেন তত বেশি ইমোশন Control করতে সক্ষম হবেন । ইমোশন হলো খুব বড় pain and great enemy for traders. তাই আপনি যদি ভালো ও একজন সফল ট্রেডার হতে চান সর্ব প্রথম আপনাকে ইমোশন Control করতে হবে । ইমোশন Control খুব challenging একটা ব্যাপার ,,,,,,,
-
কিছু ট্রেডার রা তাদের ইমোশনের কারনে নানা রকম হতাশাই ভোগে আমাদের এই কথা মনে রাখার দরফকার যে প্রায় ৯৫% ট্রেডার রাই লস করে তাই বলে কি আমি ভেঙে পড়বো? আমাদের উচিত এই ইমোশন কে কন্টল করে সামনের দিকে এগিয়ে যাওয়া।পিছনে কি ভূল করেছি তা না দেখে আমরা সামনে নিজকে ভাল করে কিভাবে ট্রেড করতে পারবো ঐ দিকে লক্ষ্য রেখে ট্রেড করা উচিত।
-
ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা যেখানে ইমোশনাল হলে আয় করা যাবেনা । কোন কাজে যদি ভেঙে পড়ে বা ইমোশনাল হয়ে পরে তাহলে কোন কাজ করা সম্ভব হবে না । ইমোশনাল খুবই একটা খারাপ জিনিস ফরেক্স হল বুদ্ধির একটা ব্যবসা এখানে কোন ইমোশনাল চলবে না । মন কে সর্বদা কঠিন ও শক্ত রাখতে হবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ।
-
ইমোশনাল ট্রেড খুবই খারাপ একটি বিষয়।ফরেক্স মাকেটে বড় ধরনের লসের একমাএ কারন হল ইমোশনাল ট্রেড।অনেক ট্রেডার আছে যারা লস হলে সেই লস উঠানোর জন্য একসাথে অনেক গুলো ট্রেড অপেন করে ফলে লসের পরিমান আরও বেড়ে যায়।যেসব ট্রেডারা ট্রেড করার সময় বেশী ইমোসনাল হয়ে যায় তারা ফরেক্স মাকেটে কখনও সফলতা অজন করতে পারে না।তাই ফরেক্স মাকেটে সফলতার সাথে টিকে থাকতে হলে ইমোশনালকে বজন করতে হবে।
-
ইমসন কি?? ইমসন হোল কেউ বিজনেস এ লস করলে তার মন ভেঙ্গে যায় তখন যে ইমসনাল হয়ে পরে তখন আর ও লস হয় কিন্তু ফরেক্স এ ইমসনার হলে বিজনেস করা যায় না ।ফরেক্স এ ইমসন আর লোভ এই ২ তা করতে কখন ও বিজনেস এ ভাল করতে পারবেন না
-
আসলে এই সব অন লাইন মার্কেটে সব সময় রিক্স থাকে। আর আমরা কখনও চাই না আমাদের আয় করা টাকা ক্ষতি হক। এ জন্য আমাদের সব সময় নিজেদের ইমোশন কে কন্ট্রোল করতে হবে। তবেই আমরা এখানে থেকে সফল হয়ে যেতে পারব বলে আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে।