আসলে ডেমো আর রিয়েল ট্রেডিং এর মধ্যে অনেক
বেশি ফারাক আছে বলে আমার মনে হয়। কেননা
দুইটা নিয়ে প্যাশন আছে আলাদা রকমের।
তাই
Printable View
আসলে ডেমো আর রিয়েল ট্রেডিং এর মধ্যে অনেক
বেশি ফারাক আছে বলে আমার মনে হয়। কেননা
দুইটা নিয়ে প্যাশন আছে আলাদা রকমের।
তাই
ফরেক্সে ডেমোতে লাভ হওয়ায় কারণ হচ্ছে এখানে লস হউয়ার ভয় থাকেনা। কারণ সবই হচ্ছে ফলস ট্রেডিং। তাই ইচ্ছা মত কেনা বেচা করা যায়। আর যখন রিয়াল বা লাইভ একাউন্টে ট্রেডিং করা হয় তখন মনের ভিতরে এমনিতেই ভয় কাজ করে। আর এজন্যই ট্রেডিং করতে কিছু সিদ্ধান্ত হীনতায় না বুঝে বেশীরভাগই লস হয়।
ফরেক্সে ডেমোতে লাভ হওয়ায় কারণ হচ্ছে এখানে লস হউয়ার ভয় থাকেনা। কারণ সবই হচ্ছে ফলস ট্রেডিং। তাই ইচ্ছা মত কেনা বেচা করা যায়। আর যখন রিয়াল বা লাইভ একাউন্টে ট্রেডিং করা হয় তখন মনের ভিতরে এমনিতেই ভয় কাজ করে। আর এজন্যই ট্রেডিং করতে কিছু সিদ্ধান্ত হীনতায় না বুঝে বেশীরভাগই লস হয়।
ফরেক্সে রিয়াল ট্রেডিং এবং ডেমো ট্রেডিংয়ের মধ্যে বৈশিষ্টগত কোন পার্থক্য না থাকলেও প্রধান একটি পার্থক্য অবশ্যই রয়েছে আর তা হল ডেমো ট্রেডিংয়ে আপনাকে কোন ডিপোজিট করতে হবে না কারন ব্রোকার হাউজ আপনাকে ভাচ্যুয়াল ডলার দিবে যা দিয়ে আপনি কেবল ট্রেডই করতে পারবেন কিন্তু যত প্রফিটই করুন না কেন তা কখনই উত্তোলন করতে পারবেন না পাশাপাশি রিয়াল ট্রেডিংয়ে আপনাকে ডলার ডিপোজিট করতে হবে এবং যা পফিট করবেন তার পুরোটাই চাইলে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে উত্তোলন করতে পারবেন।
আমরা ডেমো ট্রেড করি কেয়ারলেস হয়ে, লাভ হলে হক, ক্ষতি হলে হুক কোন প্রব্লেম নেই কিন্ত যখন রেয়াল ট্রেড করি তখন অতি আবেগি হয়ে জাই জার ফলাফল লস। আরেক্তা প্রবলেম হল আমরা রেয়াক ট্রেডে অতিরিক্ত এনালাইসিস করে ফেলি যার প্রভাব পড়ে ট্রেডিং অ্যাকাউন্ট।
ডেমো একাউন্ট কে ভালভাবে ব্যবহার করি না। সব রকমের কৌশল আপনাকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার প্র্যাকটিস পুরোপুরি হবে। আবার আর একটি কৌশল হলো ১ বছর ডেমো ট্রেড করে যদি আপনি ভাল মনে করেন তাহলে আপনি সাথে একটি রিয়েল ট্রেড করা শুরু করবেন এবং আপনার শেখা কৌশল গুলো আপনি রিয়েল এ প্রয়োগ করবেন তাতে কেমন ফলাফল আসে সেটা দেখতে পারেন।
ফরেক্সে ডেমোতে লাভ হওয়ায় কারণ হচ্ছে এখানে লস হউয়ার ভয় থাকেনা। কারণ সবই হচ্ছে ফলস ট্রেডিং। তাই ইচ্ছা মত কেনা বেচা করা যায়। আর যখন রিয়াল বা লাইভ একাউন্টে ট্রেডিং করা হয় তখন মনের ভিতরে এমনিতেই ভয় কাজ করে। আর এজন্যই ট্রেডিং করতে কিছু সিদ্ধান্ত হীনতায় না বুঝে বেশীরভাগই লস হয়।
ডেমো একাউন্ট কে ভালভাবে ব্যবহার করি না। সব রকমের কৌশল আপনাকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার প্র্যাকটিস পুরোপুরি হবে। আবার আর একটি কৌশল হলো ১ বছর ডেমো ট্রেড করে যদি আপনি ভাল মনে করেন তাহলে আপনি সাথে একটি রিয়েল ট্রেড করা শুরু করবেন এবং আপনার শেখা কৌশল গুলো আপনি রিয়েল এ প্রয়োগ করবেন তাতে কেমন ফলাফল আসে সেটা দেখতে পারেন। আর একটা কথা প্রাথমিক ভাবে ডেমো ট্রেডকে অবশ্যই রিয়েল ট্রেড এর মত গুরুত্ব দিয়ে করতে হবে।
ট্রেডিংয়ে বেশিরভাগ ট্রেডাররাই লাভ করে থাকে কিন্তু রিয়াল ট্রেডের ক্ষেত্রে তা হয় না।কারন ডেমোতে আমদের ব্যালেন্স অনেক বেশি থাকে যে কারনে বেশি লটে ট্রেড করে বেশি লাভ করা যায়।আর এখান থেকেই অনেকের মনে লোভ জাগে এবং তারা রিয়াল ট্রেডে কম ব্যালেন্স নিয়ে যখন ট্রেড করে তখন তারা তাদের একাউন্ট হারিয়ে ফেলে।
আমরা যখন ডেমো ট্রেড তখন দেখা যায় অনেক প্রফিট করতে পারি বাট যখন রিয়েল ট্রেডিং করি তখন লাভ করতে পারি না। এর মূল কারণ হলো ডেমো ট্রেডিং এর সময় অনেকটা চাপ মুক্ত হয়ে ট্রেডিং করি কিন্তু যখন রিয়েল ট্রেডিং করি তখন অনেক চাপের মধ্যে থেকে ট্রেডিং করি। আমাদের সবার উদ্দেশ্যে একটাই, রিয়েল ট্রেডিং করা এবং প্রফিট করা। রিয়েল ট্রেড আর ডেমো ট্রেডিং এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য এই যা ডেমোতে প্রফিট করলে উত্তোলন করা যায় না বাট রিয়েলে প্রফিট করলে সেটা উত্তোলন করা যায়। রিয়েল ট্রেড করার আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আমি মনে করি একজন ট্রেডারকে রিয়েল ট্রেডে যাওয়ার পূর্বে ডেমো ট্রেডিং এ তার দক্ষতা বাড়িয়ে নেওয়া উচিত। কমপক্ষে 6 মাস ডেমো প্রাকটিস করা উচিত। যথা সম্ভব কম ব্যালেন্স নেই ডেমো প্র্যাকটিস করুন। সে ক্ষেত্রে 100 ডলার হওয়াই ভালো।ডেমো একাউন্ট কে আপনার রিয়েল অ্যাকাউন্ট মনে করে ট্রেডিং করুন। তাতে করে আপনার ট্রেডিং করার সিরিয়াসনেস বৃদ্ধি পাবে। এভাবে করে যখন আপনার মূলধন দুইগুণ বা তিনগুণ বানাতে পারবেন তখন রিয়েল ট্রেড শুরু করতে পারেন। এবং রিয়েল ট্রেড এ যাওয়ার পরেও ডেমো প্রাকটিস কন্টিনিউ করে যাওয়া উচিত। তাতে করে সফলতার সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।