ফরেক্স মার্কেট এবং শেয়ার মার্কেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ফরেক্স মার্কেটে আমরা মুদ্রা ক্রয় বিক্রয় করি আর শেয়ার মার্কেটে বিভিন্ন পন্যের সেয়ার ক্রয় বিক্রয় করে থাকি। শেয়ার মার্কেটে একদিকে লাভ করা যায়।ার ফরেক্স মার্কেটে দুই দিকে লাভ করা যায়।
Printable View
ফরেক্স মার্কেট এবং শেয়ার মার্কেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ফরেক্স মার্কেটে আমরা মুদ্রা ক্রয় বিক্রয় করি আর শেয়ার মার্কেটে বিভিন্ন পন্যের সেয়ার ক্রয় বিক্রয় করে থাকি। শেয়ার মার্কেটে একদিকে লাভ করা যায়।ার ফরেক্স মার্কেটে দুই দিকে লাভ করা যায়।
আমি যতটুকু জানি ফরেক্স ব্যবসায়ে বিভিন্ন দেশের মুদ্রার মানের উঠনামার উপর নির্ভর করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। আর স্টক মার্কেটে বিভিন্ন দেশের কোম্পানির শেয়ার, বন্ড ও ব্যবসায়িক লেনদেনের উপর নির্ভর করে পরিচালনা করা হয়ে থাকে।
ফরেক্স মার্কেট হল আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয় এর মার্কেট। স্টক মার্কেট হল দেশের বড় বড় বিভিন্ন কোম্পানির বন্ড ক্রয় বিক্রয় এর মার্কেট। ফরেক্স মার্কেটে ট্রেড কেনা বেচা দুয়ই করা যায় কিন্তু স্টক মার্কেটে শুধু বন্ড কেনা যায় বেচা যায় না। তবে এদুটির মধ্য মিল হলো দুটিতেই দামের উঠানামার ভিত্তিতে লাভ লস হয়।
ফরেক্স মার্কেট এ আপনি ট্রেড কিনতেও পারবেন আবার ট্রেড বেচতেও পারবেন কিন্তূ লোকাল স্টক মার্কেট এ আপনি শুধু ট্রেড কিনতেই পারবেন কিন্তূ বেচতে পারবেন না। । ফরেক্স মূলত হচ্ছে এক ধরনের বিজনেস যেখানে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে কাজ কর্ম করতে হয়। অপর দিকে স্টক মার্কেট এর বেলায় দেখা যায় তা সে রকম নয়। আবার নানান দিক থেকে দেখা যায় স্টক মার্কেটের চেয়ে ফরেক্স মার্কেট এ বেশি সুবিধা ।
ফরেক্স মূলত হচ্ছে এক ধরনের বিজনেস যেখানে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে কাজ কর্ম করতে হয়। অপর দিকে স্টক মার্কেট এর বেলায় দেখা যায় তা সে রকম নয়। আবার নানান দিক থেকে দেখা যায় স্টক মার্কেটের চেয়ে ফরেক্স মার্কেট এ বেশি সুবিধা । ট্রেড এর বেলায় ও ফরেক্স এ বেশি সুবিধা পাওয়া যায় যা স্টক ট্রেড এর বেলায় থাকে না।
ফরেক্স এ বাই করলেও লাভ সেল করলেও লাভ। কিন্তু স্টক মার্কেট এ দিক দিয়া আলাদা। ফরেক্স মার্কেট এ বেশি সুবিধা পাওয়া যায় স্টক মার্কেট থেকে। আমি স্টক মার্কেট এ কাজ করি নাই এতুকুই জানি আমি।
ফরেক্স আর স্টক মার্কেট এর মধ্যে আমরা কিছু পারথক্য দেখতে পাই। আবার অনেক দিক থেকে একই দিক ধারন করে। আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার পুরবে অন্য কোথাও হতে মুলধন সংগ্রহ করি না। বরং ফরেক্স থেকেই তা যোগার করতে পারি। কিন্তু স্টক মার্কেট এ আমরা তা করতে পারি না। নিজের পুজি দিয়ে শেয়ার ক্রয় করি আর তা দিয়ে স্টক মার্কেট এ বলি। কিন্তু ফরেক্স মার্কেট আর স্টক মার্কেট এ লস ও লাভের আশা করা যায়। এই দুই মার্কেট এই মিটার আপডাউন হই।
ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেটের তেমন কোনো সম্পর্ক নেই। তবে ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট দুইটি মার্কেটই ভিন্ন ভিন্ন স্বাধীন মার্কেট। ফরেক্স মার্কেটে যে কেউ স্বীয় ইচ্ছায় জয়েন করতে পারে আবার স্টক মার্কেটেও যে কেউ নিজ পুজি নিয়ে স্বীয় ইচ্ছায় জয়েন করতে পারে। আর এখানেই ফরেক্স এবং স্টক মার্কেটের মধ্যে সম্পর্ক।
ফরেক্স মার্কেট আর ষ্টক মার্কেট এর মধ্যে একটি মিল আছে,আমরা দেখি দুইটি ব্যাবসা তাই আমাদের উচিৎ ভালভাবে দেখলে দেখি যে ফরেক্স মার্কেট এ বাই বা সেল দুই দিকে ট্রেড করা যায়,কিন্তু ষ্টক মামার্কে এ একদিকে বাই করে তা ক্লোজ করতে হয়,ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খুলা থাকে৫ দিন।
ফরেক্স মার্কেট এবং শেয়ার মার্কেটে অনেক পার্থক্য রয়েছে। শেয়ার মার্কেট চলে কয়েক ঘন্টার জন্য আর ফরেক্স মার্কেটে চলে সপ্তাহে পাচ দিন ২৪ ঘন্টা। শেয়ার মার্কেটে ইচ্ছে করলে একজন ব্যক্তি যত খুশি ট্রেড করতে পারে। কারন একাহ্নে একাউন্ট জিরু হবে না। আর ফরেক্স মার্কেটে একাউন্ট জিরু হতে পারে।