-
ব্যবসায় ক্ষেত্রে কোন আবেগ চলে না তেমনি ফরেক্স-এ আবেগের স্থান দেযা উচিত নয় । আবেগ নিয়ে ট্রেড করে আপনি হয়ত লাভের মুখ দেখতে পারেন তবে সেটা রাখতে পারবেন না। এজন্য ফরেক্স ভালভাবে জেনে বুজে ট্রেড করুন।সত্যি কথা বলতে আমি যখন ভাল করে ফরেক্স শিকেছিলাম না তখন আবেগেই হুট-হাট ট্রেড দিয়ে বসতাম । পরে বুঝতে পারলাম ফরেক্স করতে হলে আগে কাজ শিখতে হবে আবেগ দিয়ে নয় ।
-
ফরেক্স থেকে ভুল করে টাকা আয় করা সম্ভব কিন্থু সহজে আয় করা অনেক কঠিন।আপনি যদি ফরেক্স থেকে আয় করতে চান তাহলে আপনাকে ফরেক্স সম্মন্ধে অনেক পড়তে হবে তা না হলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন নাহ।তাই আগে টাকা আয় করার চিন্তা না করে ফরেক্স কি এটা শিখার চিন্তা করেন ,ভালো কিছু করতে পারবেন।
-
আবেগ ব্যবসার ক্ষেত্রে কখনোই সুফল বয়ে আনে না, ফরেক্সে আবেগী হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মার্কেটকে ভালভাবে যাচাই করে এবং আবেগ পরিত্যাগ করে ফরেক্স করাটা উত্তম বলে আমি মনে করি।
-
ফরেক্স করতে হলে যেটা ধরকার সেটা হলো আপনাকে আবেগ ত্যাগ করতে হবে। কারন আবগে দিয়ে পেট চলেনা।আর আমার মনে হয় ফরেক্স এ আবেগের কোন মূল্য নাই।আর ফরেক্স হলো সহজ ব্যবসা যারা ব্যবসা বুঝে তাদের জন্য যারা বুঝেনা তাদের জন্য একটুু ঝুকির সত্যি কথা বলতে কি আমি যখন ভালোকরে ফরেক্স শিখেছিলাম না তখন হুট হাট করে ট্র্রেড দিয়ে বসতাম আবেগে পরে বুঝতাম কাজ না বুঝে শুধু আবেগ দিয়ে হয়না।
-
আবেগ ফরেক্স ব্যবসায়ের ক্ষতির কারন হতে পারে। অনেক সময় কোন ট্রেডে লস করলে আরেকটা নতুন ট্রেড কোন রকম প্রস্তুতি ছাড়াই ওপেন করে ফেলি। এবং বেশির ভাগ সময়ই এই ট্রেডে ও লস খাই। এর প্রধান কারন হল আবেগের উপর নিয়ন্ত্রণ না থাকা। আমাদের উচিত এই সময়ে মাথা ঠান্ডা রেখে ভুল কোথায় ছিল তা খুজে বের করে পরবর্তী পদক্ষেপ নেয়া।
-
ব্যবসার ক্ষেত্রে আবেগের স্থান না দেয়াই উচিত। আবেগের ফলে না বুঝে আন্দাজে ট্রেডিং ধরা হয়ে যায়। ফলে লস হওয়ার সম্ভবনা বেড়ে যায়।এজন্য ফরেক্স মার্কেটে আবেগ ত্যাগ করে আগে মার্কেট সম্পর্কে ভালো ধারনা নিয়ে তারপর ট্রেডিং করলে ভালো ফল পাওয়া যেতে পারে।তাই ফরেক্স মার্কেটের সকল ট্রেডারের উচিত আবেগ ত্যাগ করে সঠিক নিয়মে ট্রেড করে লাভ বাড়ানোর চেষ্টা করা।
-
আমি আপনাদের সাথে একমত যে আবেগ ব্যবসার ক্ষেত্রে চলে না কিন্তু তারপরও কেন যেন আবেগ নিয়ন্তন করতে পারিনা আমি অনেক লস করেছি আবেগর কারণে, আমর কি উচিত ফরেক্স ছেড়ে দেওয়া আপনার কি বলে আসা করি আমি আমার প্রশ্নে উত্তর পাবো. আর নতুন ট্রেডারদের বলবো টেড করার পূর্বে নিজের আবেগ ছেড়ে আসুন না হলে ভাল কিছু করতে পারকেব না.
-
ব্যবসায় ক্ষেত্রে কোন আবেগ চলে না।আবেগ দিয়ে কোন ব্যাবসা হয় না, আর ফরেক্স তো নয়ই।ভয় ছাড়াই এবং কোন ঝুঁকি ছাড়াই আপনার লাভের পূর্ণবিস্তার যে জানতে চান. অবশ্যই ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ সম্ভাবনা সবসময়।
-
ফরেক্স এ লাভ করতে হলে আবেগ কমাতে হবে তানা হলে কোন ভাবেই লাভ করা সম্ভব না। কারন অনেকে বেশী লাভের আশায় বেশী করে ইনভেস্ট করে। এতে করে মার্কেট হঠাৎ নিচে নেমে আসলে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভবনা থাকে। তাছাড়া নতুনরা না জেনে ইনভেস্ট করে এর ফলে লস হতে পারে
-
আমার মতে আবেগ ছাড়া আপনার লাভ
বাড়ান? আমি কিভাবে ভয় ছাড়াই
এবং কোন ঝুঁকি ছাড়াই আপনার লাভের
পূর্ণবিস্তার যে জানতে চান. অবশ্যই
ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ সম্ভাবনা সবসময়
আছে ।
অনেক বুজে শুনে কাজ করতে হবে