শুধু ফরেক্স কেন , যে কোন ব্যবসায় লাভ ক্ষতি হবার সম্ভাবনা থাকে। ফরেক্সেও লাভ ক্ষতি হবার সম্ভাবনা আছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে লাভের চেয়ে যেন লস বেশি না হয় ।
Printable View
শুধু ফরেক্স কেন , যে কোন ব্যবসায় লাভ ক্ষতি হবার সম্ভাবনা থাকে। ফরেক্সেও লাভ ক্ষতি হবার সম্ভাবনা আছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে লাভের চেয়ে যেন লস বেশি না হয় ।
ফরেক্স মারকেট লাভ এবং লস মিলিয়ে ফরেক্স ট্রেড করতে হয় ফরেক্স ট্রেড করলে ফরেক্স ট্রেডে অবশ্যি লস হতে পারে তাই ফরেক্স মারকেটে ট্রেড করেদজি লস হয় তাহলে গেংগে পরলে চলবে না কারন লস ফরেক্স মারকেটের একটি অংশ।
শুধু ফরেক্স কেন , যে কোন ব্যবসায় লাভ ক্ষতি হবার সম্ভাবনা থাকে।আপনি একটি ব্যবসা থেকে কখোনই শুধু লাভ করতে পারবেন না। তবে আপনি যদি ফরেক্স সম্পর্কে ১০০% জ্ঞান অর্জন করতে সমর্থ হন তাহলে আপনি প্রচুর লাভ কতে পারবেন। ফরেক্সে ট্রেডিং করতে হলে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারণা নিতে হবে।তবে পরষাপ্ত জ্ঞান থাকলে অনেক সময় কম লস হয়। এই ফরেক্স ট্রেডিং এ ভাল জানা থাকলে লস এর তুলনায় লাভ টা করা সহজ ।
যেকোনো ব্যবসায় লাভলস থাকে লাভলস নিয়ে ব্যবসা ফরেক্স মার্কেট ও লাভলস দুটোই আছে।যারা ফরেক্স মার্কেট অবিজ্ঞ তারা ফরেক্স মার্কেট লস অনেক কম করে।আমি মনে করি আপনে যদি ফরেক্স মার্কেট ভালভাবে শিখে ট্রেড করেন তাহলে আপনে ও লস অনেক কম করবেন আর লসের চেয়ে লাভটাই বেশি হবে।
ফরেক্স বিজনেস অন্য যে কোন বিজনেস এর মত নয় । অন্য বিজনেস এ লস হবার সম্ভাবনা থাকলেও ১০০% থাকেনা । কিন্তু এখানে একটা ট্রেড ওপেন করার পর লাভ হবার যতটুকু সম্ভাবনা থাকে লস হবার ও ঠিক ততটুকুই সম্ভাবনা থাকে । তাই বুঝে শুনে দেখে ভাল ভাবে এনালাইসিস করে তারপরেই ট্রেড ওপেন করতে হয় । না হলে একাউন্ট টিকিয়ে রাখা কষ্ট হয়ে যায় ।
হ্যা ভাই আপনারা যা বলেছেন ফরেক্স ব্যবসাতে লাভ লস হওয়ার সম্বাবনা থাকে।তবে একজন দক্ক ট্রেডার কখন্ ও লস করবে না।যদি নিউ ট্রেডার হয় সেক্ষেত্রে লস করার সম্বাবনা থাকে।তবে অন্য ব্যবসায় যেরকম লস হতে পারে কিন্তু ফরেক্স এ এই রকম লস হওয়ার সম্বাবনা থাকেনা।এটিত লস টেকানোর খমতা থাকে।
ফরেক্স মারক্লেটে ট্রেড করলে দুটি হয়ার সম্ভবনা থাকে কারন ফরেক্স মার্কেট লাভ লস মিলিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় সুধু লাভ হলে সেই মার্কেট কোন ব্যবসা হয় না কারন ব্যবসায় লাভ লস মিয়ে ব্যবসা করতে হয় তাই ফরেক্স ব্যবসা একি রকম ব্যবসা ।
ফরেক্স ব্যবসাতে লাভ এবং লস দুটই হয়ার সম্ভবনা থাকে কারন ফরেক্স মার্কেট ব্যবসা আর জেকন ব্যবসায় লাভ লস থাকবে আর ফরেক্স মারকেট হোল লাভ এবং লচ মিলিয়ে ফরেক্স ট্রেড করতে ফরেক্স মার্কেটে জেকন সময় লাভ লস হতে পারে ।
ফরেক্স বিজনেস করি কিবা যারা ফরেক্স মার্কেটের সাথে যুক্ত তারা সবাই কিন্তু এই বিষয়ে অভগত যে, আমদের লাভের পাশাপাশি এই মার্কেটে লস হওয়ার সম্ভাবনা ও খুব বেশি। এখানে যে আমরা সব সময় টানা লাভ করে যাব সেটা কিন্তু নয় । আর নিজের মেধা দ্বারা ফরেক্স মার্কেটিং এর সঠিক এনালাইসিস না বুঝলে আমাদের লস ও মানতে হবে সেটা ও স্বাভাবিক । তবে আমি মনে করি লস করে শেখে নেয়া যায় কিভাবে লাভটা বের করতে হয়। তাই লাভ লসের এই মার্কেটে নিজেকে শুদ লাভের জন্য গড়ে তুলতে হলে আমাদের একটু ফরেক্স নিয়ে চিন্তা করতে হবে।
ফরেক্স ট্রেডিং এ লাভের চেয়ে লসের পরিমানই বেশি । কিন্তু এর মধ্য থেকেই আপনাকে আপনার লাভ বের করে নিতে হবে । যারা প্রফেশনাল ট্রেডার তারা তাদের ঝুকি যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসে । আর এভাবেই তারা বেশিরভাগ ক্ষেত্রেই প্রফিট করে ।