কেননা।যেকেউ এটাকে ফুল্টাইম কিংবা পার্ট টাইম হিসাবে নিতে পারেন।যাদের হাতে বেশি সময় নেই,তারা প্রথমে পার্ট টাইম হিসাবে নিয়ে পরবর্তিতে ফুলটাইম হিসাবে নিতে পারে।এই সকল অনন্য বৈশিষ্ট্যর জন্য ফরেক্স অন্য সব ব্যাবসা থেকে আলাদা এবং এত জনপ্রিয়।
Printable View
কেননা।যেকেউ এটাকে ফুল্টাইম কিংবা পার্ট টাইম হিসাবে নিতে পারেন।যাদের হাতে বেশি সময় নেই,তারা প্রথমে পার্ট টাইম হিসাবে নিয়ে পরবর্তিতে ফুলটাইম হিসাবে নিতে পারে।এই সকল অনন্য বৈশিষ্ট্যর জন্য ফরেক্স অন্য সব ব্যাবসা থেকে আলাদা এবং এত জনপ্রিয়।
কণ পেশাকে কেউ পার্ট টাইম হিসেবে নেবে না ফুল টাইম হিসেবে নেবে সেটা নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তিগত মানসিকতার উপর। যে যেই পেশাতে বেশি ভালো করবে সেটাকে ফুল টাইম হিসেবে নেবে। আবার যদি কেউ চাকুরি জীবি হয় এবং পাশাপাশি ফরেক্সে দক্ষ হয় তবে সে ফরেক্স কে পার্ট টাইম হিসেবে নিতে পারে।
শনিবার আর রবিবার ছাড়া আপনি ফরেক্স এ যেকোনো টাইমে ট্রেড করতে পারেন।
সবাই কে ধন্যবাদ গুরুত্ত পূর্ণ পোস্টিং করার জন্য।
ফরেক্সের বহুবিধ সুবিধার মধ্যে একটি হলো ফরেক্সকে পার্ট টাইম এবং অল টাইম যেকোনো জব হিসেবে নেওয়া যায়। যারা স্বল্প মূলধন,শ্রম, সময় বিনিয়োগ করে স্বল্প লাভের আশা করে তারা মূলত ফরেক্সকে পার্ট টাইম হিসেবে মনে করে।মূলত এটি নির্ভর করে ব্যক্তির মন মানসিকতার ওপর।তবে ফরেক্সকে পার্ট টাইম বিজনেস হিসবে ট্রডিং করলেও কেউ কোনো সমস্যায় পড়বে না।
ফরেক্স ব্যবসা হল জনপ্রিয় ব্যবসা ফরেক্স কে অনেকে পাট টাইম ব্যবসা হিসাবে নিয়েছে ।এটা মুলত ট্রেডারের উপর নির্ভর করে যে ফরেক্সে কে সে কিভাবে গ্রহন করবে ।ফরেক্সে অল্প সময়ে অধিক টাকা উপার্জন করা যায় ।তাই আমার মতে ফরেক্সে পেশা হিসাবে গ্রহন করা উচিত ।
আমরা এ বিষয়ে ভাল এ অভগত যে আমরা যে ভাবে চাই সেভাবে ই কিন্তু ফরেক্স বিজনেস কে গ্রহন করতে পারি। সত্যি এটা ফরেক্স বিজনেস এর অনেক বড় একটা গুন। যারা ফরেক্স ট্রেড করেন তারা মুলত যে কোন এক ভাবেই ফরেক্স বিজনেস কে নিজের সাথে মিলিয়ে নিয়েছেন। এখানে ট্রেডার যদি মনে করেন উনি ফরেক্স এর জন্য ফিট এবং তা দিয়ে তিনি চলতে সফল তবে তিনি তা ফুল টাইম হিসেবেই নেন। না হয় পার্ট টাইম। এটা একেক জনের জন্য একেক রকম।
যদিও ফরেক্স ট্রেডিং অনেক লাভ করার মত একটা ব্যবসা তার পরেও এখানে কতটা সময় দিতে হবে বা কত সময় মার্কেটে থাকতে হবে এর কোন বাধ্য বাধকতা না থাকায় অনেকে ফরেক্সে পার্ট টাইম জব হিসাবে গ্রহন করে, এবং আমিও মনে করচ্ছি আমার লেখাপড়া শেষে আমার চাকুরীর পাশাপাশি পার্ট টাইম জব হিসাবে ফরেক্স ট্রেড করবো। ধন্যবাদ।
এটি ব্যক্তির উপর নির্ভর করে । সে ফরেক্স কে কিভাবে নিবে সেটা তার ইচ্ছা । তবে আমি মনে করি যে ফরেক্স কে পার্ট হিসাবে নিলে ভাল হয় । কারন এই ব্যবসার পাশাপাশি যদি আপনি অন্ন কাজ করেন তাহলে আপনার আয় আর বাড়বে । তাছাড়া ফরেক্স যে আপনাকে সব সময় লাভ দিবে তা কিন্ত নয় । যখন লস হবে তখন অত আপনাকে চলতে হবে । তাই ফরেক্সের পাশাপাশি অন্য জব করলে ভাল হয় ।
ফরেক্স এমন একটা বিজনেস যা ট্রেড এর দিক দিয়ে আমরা আমাদের মত করে সাজিয়ে নিতে পারি। ফরেক্স বিজনেস আমরা দুই ভাবে এ করতে পারি। এটা একেক জনের কাছে একেক রকম। মুলত যে বড় ভাইরা আছেন যারা চাকরিজীবী উনারা তা হয়ত পার্ট টাইম হিসেবে নিচ্চেন। আমি ফরেক্স কে আমার জন্য ফুল টাইম হিসেবে বেছে নিয়েছি। এবং তা দ্বারা আমি আরও এগিয়ে যেতে চাই।