-
অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ে নিজস্ব টার্গেট প্লান খুবই জরুরী।কেননা আমরা যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল অনুযায়ী টার্গেট প্লান করতে পারি, তাহলে আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট উপার্জনের জন্য, ধৈর্য সহকারে কাজ করতে পারব। সেই সাথে নিয়মিত মার্কেট এনালাইসিস করে এবং সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে, আমরা লোভ উপেক্ষা করেই, প্রফিট উপার্জন করতে পারবো।এবং মানসিকভাবে আরো বেশি উদ্যম পাব,ফরেক্স এ কাজ করার জন্য।তাই আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী, সেইসাথে ক্যাপিটাল এর দিকে খেয়াল রেখে নিজস্ব টার্গেট প্লান অনুযায়ী কাজ করা উচিৎ।
-
সঠিক টার্গেট বজায় রেখে ট্রেড করতে পারলে ভাল ফল পাওয়া যায় ফরেক্সে। কারণ অনেক সময় টার্গেট নিয়ে অর্জিত হওয়ার পরে বেশী লোভ করতে গিয়ে ব্যালেন্স জিরো হয়। এজন্য প্রয়োজন সঠিক টার্গেট নিয়ে তা বাস্তবায়ন হলেই ট্রেড ঐদিনের মত ক্লোজ করা নচেত আবার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। সেটা ছোট টার্গেট হোক আর বড় টার্গেট হোক না কেন সব সময় সঠিক টার্গেট নিয়ে এ্যান্ট্রি দিয়ে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করলে ভাল ফলাফল আসতে পারে।
-
আমাদের কোন কিছু অর্জন করতে হলে অবশ্যই সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকা উচিৎ, একটা কর্ম পরিকল্পনা থাকা উচিৎ। আমি যদি একটা লক্ষ্য নির্ধারন করে নিই তাহলে আমার সকল এফোর্ট সেই লক্ষ্কেয কেন্দ্র করেই হবে। অগোছালো কোন কিছুর ফল কখনোই ভালো হয় না। আপনি যদি টার্গেট করেন মাসে অন্তত ৩০০ ডলার আর্ন করবেন, তাহলে আপনি সেটাকে কেন্দ্র করেই দৈনিক কর্ম পরিকল্পনা সাজাবেন। শুধু ফরেক্স নয় জীবনের প্রত্যেক ক্ষেত্রেই এমনটা হওয়া উচিৎ বলে আমি মনে করি।
-
ফরেক্সে আপনাকে আগে টার্গেট নিতে হবে এবং টার্গেট বজায় রেখে আপনাকে সফল অর্জন করতে হবে কারণ আপনার এস করতে হলে একটি নির্দিষ্ট টার্গেটে কাজ করতে হবে এবং আপনার টার্গেট যখন পূরণ হয়ে যাবে এখন আপনি সফল হবেন তাহলে আপনি তখন একজন ভালো দক্ষতা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন এবং তাহলে আপনি নিজেই সাফল্য অর্জন করতে পারবেন কারণ আপনার দক্ষতা আছে আপনি সবকিছু বুঝে কাজ করতে পারতেছেন তাই তাই আগে আপনাকে দক্ষতা অর্জন করে সাফল্য হতে হবে তারপর নিজেকে তৈরি করতে হবে।
-
সফলতা আসুক বা লোকসান,,দুটোই ফেস করার মতো মানুষিকতা থাকতে হবে। যদিও বাজার কখনো এক থাকে না,উঠা নামা করে। টার্গেট করে সেটাকে পূরণ করতে পারাই তো আসল সফলতা। যত সময়ে আপনার টার্গেট পূরণ হবে না আপনি লেগে থাকুন ধৈর্য্য ধরে,, সফলতা আসবেই। সুতরাং আমাদের সব সময় পজিশনের জন্য অপেক্ষা করতে হবে। সব চেয়ে বড় ব্যপার হচ্ছে ধৈর্য্য ধারন করার মত যোগ্যতা থাকতে হবে।
-
সবসময় যে আপনার টার্গেট পূরণ হবে তার কোন গ্যারান্টি নেই। কারণ এই বাজার সবসময় একইভাবে চলাচল করে না। তাই মাঝে মাঝে টার্গেটের আগেই বাজার থেকে বের হওয়া ভাল। আমি অনেকবার লস করেছি শুধুমাত্র আমার টার্গেটের জন্য। তাই আমি বলতে চাই ট্রেড অপেন করার পর মাঝে মাঝে বাজার দেখা উচিত। আপনি যদি এই মার্কেট এ সঠিক ভাবে ঠিকে থাকতে চান তবে আপনাকে একই সাথে টার্গেট এর পাশাপাশি সব সময় প্রফিটেবল থাকতেই হবে। কারণ এখানে একবার লেগ বিহাইন্ড হলে কভারআপ করা আসলেই অসম্ভব।
-
ফরেক্স মার্কেট থেকে লাভ বের করে আনতে চান তাহলে আপনাকে রিস্ক রেওয়াড মেনে ট্রেড করতে হবে মনে করেন আপনার স্টপ লস যদি ১ ডলার হয় তাহলে আপনার টিপি হবে মিনিমাম ৩ ডলার এর বেশি হলে ভাল হয় তাহলে আপনি যদি ১০ টা ট্রেড এর মধ্য যদি ৪ টা ট্রেড এও যদি লাভ করতে পারেন তাহলে আপনি লাভ এ থাকবেন ফরেক্স মার্কেট এ
-
আমরা সাধারনত যে ট্রেডগুলো করে থাকি এর মধ্যে থেকে কিছু ট্রেড এ লাভ ও লস হয় । আমরা যদি ট্রেড করে টার্মিনালের সামনে বসে থাকি তাহলে আমরা অধৈর্য হয়ে পড়ব । তাই মাকের্ট এ্র্যানালাইসিস করে টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করে টার্গেট বজায় রেখে ট্রেড করতে পারবো।
-
প্রথমেই আপনার সুচিন্তিত পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। এক্ষেত্রে নতুন হিসেবে আপনাদের পরামর্শ কী তা জানালে কৃতার্থ থাকতাম। বিশেষত কখন কোন কারেন্সিতে বিনিয়োগ করলে সফল হওয়া যাবে এবং কোন কোন ইন্ডিকেটরের দিকে লক্ষ্য রেখে বিনিয়োগ করা উচিত সে বিষয়ে গুরুত্ববহ পরামর্শ দিবেন এবং আমাদের মতো অনুজদের সহযোগিতা করবেন। ধন্যবাদ।
-
ফরেক্স বিজনেস শুরু করার পূর্বেই ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা নিয়ে ট্রেড করা শুরু করতে হবে । ট্রেড করার পূর্বেই ফরেক্স থেকে কিভাবে সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করা যেতে পারে সেই বিষয়ে পরিকল্পনা করে ট্রেড করা উচিত । তারপর টার্গেট করে ট্রেড করলে মনে হয় তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব ।