Originally Posted by
expkhaled
আসলে ফরেক্স মার্কেট এ সকাল আর বিকাল নাই যেকোন সময় ট্রেড করা যায়। তবে কিছু কিছু সময় মার্কেট এর ভোলাটিলিটি বেশী থাকে তখন অনেকেই স্ক্যালপিং করেন তাদের জন্য সুবিধা। প্রাথমিক অবস্থায় স্ক্যালপিং থেকে দুরে থাকতে হবে। কারণ স্ক্যালপিং করা অত্যান্ত রিস্কি। লং টাইম ফ্রেমে ট্রেড করতে হবে যদি ফরেক্স মার্কেটে লাভবান হতে চান। অনেক সময় নিয়ে ট্রেড করতে হবে অন্তত এইচ৪ এবং ডে১ এর টাইমফ্রেমে ট্রেড করতে হবে। ট্র্রেড করতে হবে সিগ্ন্যাল দেখে। নিজের সিস্টেম এর সিগ্ন্যাল দেখে ট্রেড এ এন্ট্রি নিতে হবে।