-
কপি করলে বোনাস যে পাবেনা তা ঠিক নয়। তবে বোনাসের পরিমাণ কমে যাবে পাশপাশি যখন তখন একাউন্ট এ সমস্যাও হতে পারে। কপি পেষ্ট করে সাময়িক সময়ের জন্য এখানে বোনাস পাবেন।কিন্তু পরবর্তীতে আপনারই ক্ষতি হবে। ফরেক্স করবেন নিজের যজ্ঞতায়।তা যদি হয় অন্যের কপি করা তবে ফরেক্সে কাজ করার দরকার কি।তাই কপি হতে সাবধান।
-
সময় চিন্তা করবেন কিভাবে ফরেক্স বাজার সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব। কারণ এই ফোরামে অনেক দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার আছে যারা প্রতিনিয়ত ফরেক্স বাজার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে যা একজন নতুন ট্রেডারের জন্য খুবই সফলদায়ক হতে পারে। এছাড়া এই ফোরামে কপি পেষ্ট করে বোনাস সংগ্রহ করতে চাইলে কর্তপক্ষ আপনার এ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে। আপনার কপি পেষ্ট করা পোষ্ট আজ না হলেও কাল সেটি ধরতে পারবে এবং আপনার একাউন্টটি ব্যান্ড করে দিবে তাই কেন কপি পেষ্ট করে বোনাস নিবেন। নিজের চেষ্টায় যা লিখবেন সেটাই কম কি। সৎ পথে থাকলে অনেক দূর আগানো যাই আর অসৎ পথে থাকলে বেশি দুর আগানো যাই না।
-
ফোরামে কপি পেষ্ট করে কোন লাভ নেই। কারন ফোরামের কিছু প্রোগ্রাম আপনার কপি পেষ্ট করা পোষ্ট আজ না হলেও কাল সেটি ধরতে পারবে এবং আপনার একাউন্টটি ব্যান্ড করে দিবে তাই কেন কপি পেষ্ট করে বোনাস নিবেন। নিজের চেষ্টায় যা লিখবেন সেটাই কম কি। সৎ পথে থাকলে অনেক দূর আগানো যাই আর অসৎ পথে থাকলে বেশি দুর আগানো যাই না। ফোরাম কর্তৃপক্ষ কঠোর ভাবে আমাদের সবাইকে নিষেধ করে দিয়েছেন যে আমরা যেন কখোনোও অন্যের লেখা কপি করে এখানে পেষ্ট না করি৷তাহলে বোনাস বাতিল সহ যে কোনো সময় আমাদের একাউন্টও ব্যান্ড হয়ে যেতে পারে ৷তাই নিয়ম মেনে কাজ করুন আর সবাই আমারা একসাথে থাকি৷কেউ এখানে কপি পেষ্ট করবেন না৷তাই নিজে যে টুকু যানেন সেটি পোষ্ট আকারে শেয়ার করুন আর কিছুই না জানলে জানার জন্য প্রশ্ন করুন তাহলে তো হয়ে যাই।
-
স্কুল কলেজ অফিস আদালত প্রতিষ্ঠান সবখানেই কপি পেস্টের কারবার। ফটোকপির মেশিনের আবিস্কারক কে এজন্য একবার থাংকু দিয়ে দিন। সহজ সরল সত্য কথা হলো- কপি পেস্ট আমাদের আচরনে, চালচলনে, পোষাকে আশাকে সবকিছুতে।
-
নিজের মেধাকে কাজে লাগিয়ে যত বোনাস পাওয়া যায় সেটা শুধু নিজের সাফল্য।এখানে নিজের তৃপ্তি রয়েছে।নিজের মেধার যথাযথ প্রয়োগ হয়েছে।আর অন্যের পোষ্ট কপি করলে নিজের মেধাকে ছোট করা হবে।।আর নিজের প্রতিভা কে লুকিয়ে রাখা হবে।নিজের সুপ্ত প্রতিভাকে কাজে লাগান।মেধাকে কাজনা লাগালে তা ভোতা দা মতো হবে।তা দিয়ে আর কোনকিছু কাটা যাবে না।তাই নিজেকে সজাগ করেন।আর নয় লুকিয়ে থাকা।যাই আর অসৎ পথে থাকলে বেশি দুর আগানো যাই না। তাই নিজে যে টুকু যানেন সেটি পোষ্ট আকারে শেয়ার করুন আর কিছুই না জানলে জানার জন্য প্রশ্ন করুন তাহলে তো হয়ে যাই। যখনই আপনি রুলস ব্রেক করবেন, তখনই আপনাকে বিপদে পড়তে হবে। আপনার একাউন্ট তো ব্যান্ড হবেন । সাথে হারাবেন এতো কষ্ট করে অর্জন করা বোনাস গুলোও। তাই কপি পেস্ট না করে নিজের মেধা খাটিয়ে ইউনিক কিছু পোস্ট করাই উচিত ।বোনাস পাওয়া যাই না,আপন যদি কপি পেষ্ট করেন তাহলে আপনার একাউন্ট তারা ব্লক করে দিবে,তাই কপি পেষ্ট না করে টাইপ করে লিখেন,এতে আপনি ভালো বোনাসও পাবেন এবং সাথে সাথে আপনার একাউন্ট টি ব্লক করা থেকে সেফ থাকবে,ভালো বোনাস পেতে হলে আপনাকে মান সন্মত পোস্ট দিতে হবে।
-
ফোরাম কর্তৃপক্ষ কঠোর ভাবে আমাদের সবাইকে নিষেধ করে দিয়েছেন যে আমরা যেন কখোনোও অন্যের লেখা কপি করে এখানে পেষ্ট না করি৷তাহলে বোনাস বাতিল সহ যে কোনো সময় আমাদের একাউন্টও ব্যান্ড হয়ে যেতে পারে ৷তাই নিয়ম মেনে কাজ করুন আর সবাই আমারা একসাথে থাকি৷কেউ এখানে কপি পেষ্ট করবেন না৷না ভাই এই ভুলটা কখনই করবেন না। এটা করলে বোনাস পাবেন না। কারন এখানে এই ধরনের কাজ যদি সবাই করত তাহলে আমরা এই ফোরাম থেকে কোনকিছু শিখতে কিংবা জানতে পারতাম না কখনই। আর এটা সাধারণত ফোরামের রুলসের বাইরে চলে যায়। সুতরাং আমাদের সকলের উচিত হবে ফোরামের সম্মানের জন্য এ ধরনের কাজ থেকে নিজে বিরত থাকব এবং অন্যকেও অবহিত করব এই ধরনের মনমানসিকতা থেকে বিরত থাকার জন্য।
-
ফোরাম কর্তৃপক্ষ কঠোর ভাবে আমাদের সবাইকে নিষেধ করে দিয়েছেন যে আমরা যেন কখোনোও অন্যের লেখা কপি করে এখানে পেষ্ট না করি৷তাহলে বোনাস বাতিল সহ যে কোনো সময় আমাদের একাউন্টও ব্যান্ড হয়ে যেতে পারে ৷তাই নিয়ম মেনে কাজ করুন আর সবাই আমারা একসাথে থাকি৷ সৎ পথে থাকলে অনেক দূর আগানো যাই আর অসৎ পথে থাকলে বেশি দুর আগানো যাই না। তাই নিজে যে টুকু যানেন সেটি পোষ্ট আকারে শেয়ার করুন আর কিছুই না জানলে জানার জন্য প্রশ্ন করুন তাহলে তো হয়ে যাই। ফোরাম এ কপি পেস্ট করা এটা একটা অপরাধ। এছাড়া আপনি কপি পেস্ট করেও ফোরাম এ বেশী দিন টিকে থাকতে পারবেন না। আপনার ফরেক্স ফোরাম এর আইডি টি ব্যান করে দেওয়া হবে। এই ফোরাম এ আপনি আমরা সবাই যার যার নিজের দক্ষতার সাথে কাজের কথা পোস্ট করে আপনি রিয়েল একাউন্ট এ ট্রেড করার কিছু ডলার নিতে পারবেন। এছাড়া ফোরাম এ আপনি অনেক কিছুই শিখতে পারবেন ফরেক্স সম্পর্কে। তাই ফরেক্স ফোরাম এ কপি পেস্ট করা একদম ঠিক নয়।