-
আমি আমার শিক্ষার উপর ট্রেড করি।আমরা ফরেক্স এর উপর ভাল শিক্ষা গ্রহনের মাধ্যমে এখান থেকে ভাল কিছু আশা করতে পারি। তাছাড়া আমরা যদি লোভ কে নিয়ন্ত্রনে আনতে পারি আমরা এখানে সফল ট্রেডার হতে পারব। এ কারনে আমাদের খুব বেশি ডেমো চর্চা করতে হবে। আমাদের ও উচিত এখানে এভাবে জানার মাধ্যমে ট্রেড করা।
-
আমি যখন ফরক্সে এ কাজ শুরু করি তখন থেকে আমি ফোরমে এবং থেকে বড় যে ভাইরা আছে তাদের ট্রেডি বেশি বেশি ফলো করতাম ।
এতে করে তাদের যে ভালো দিকগুলো আছে সেগুলো আমি ফলো করে আমি নিজের মত করে সুন্দর একটি ট্রেডি তৈরি করি । সেই মোতাকে কাজ করি ।
-
আমি এখন দুইটা সিস্টেম নিয়ে আছি টেকনিক্যাল একটি আর একটি ফান্ডামেন্তাল দু সিস্টেম থেকে আমি ভাল প্রফিট করতে পারছি আমি আশা করছি আমার এই সিস্টেম থেকে আমি এক সময় অনেক বেশি লাভ করতে পারব তাই আমাকে এখানে ধৈর্য নিয়ে টিকে থাকতে হবে বলে আমি মনে করি ।
-
হে, আমি একটি স্ট্রাটেজি নিয়েই কাজ করি। আমি মনে করি একটি স্ট্রাটেজি নিয়ে কাজ করা বুদ্ধি মানের কাজ। এতে গোলমাল লাগার কোন সম্ভাবনা নেই। কিন্তু অনেক গুল স্ট্রাটেজি ফলো করলে প্যাচ লেগে যায়, অনেক কনফিউশনে ভুগতে হয়। তাই প্রত্যেক এর নিজস্ব সবচেয়ে ভালো স্ট্রাটেজি নিয়ে কাজ করা উচিত।
-
আমি এই পর্যন্ত বেশ কয়েক্তা স্ট্রাটেজি নিয়ে কাজ করেছি।তার মধ্যে ২-৩ টা বেশ কাজের।তবে আমি বর্তমানে একটা স্ট্রাটেজি নিয়ে বেশ গবেষণা করছি ভালো কাজে দিলে অবশ্যই সেয়ার করবো।
-
আমি বলতে চাই আমার জানা মতে কোন ট্রেডার শুধু মাত্র একটি স্ট্রাটেজি নিয়ে এখানে ট্রেড করতে আসে না। তবে মার্কেটের পজিশন বুঝে বিভিন্ন ধরনের স্ট্রাটেজি ব্যবহার করাটাই উত্তম বলে আমি মনে করি আসলে ফরেক্স এ যারা ট্রেড করেন তারা এক এক সময় বিভিন্ন ধরনের স্ট্রাটেজি ব্যবহার করে থাকেন। এক এক রকম ট্রেডার এক এক ধননের স্ট্রাটেজি ব্যবহার করে থাকেন। তাই।
-
সবার প্রথমে আমি একটা কৌশল অবলম্বন করে ট্রেড করেছিলাম। কিন্তু সেইটা কুব বেশী দিন টিকেনী। তাই আমার এখন অনেক কৌশল রয়েছে। আমি সবগুলো এপ্লাই করে ট্রেড করি। কিন্তু তার মধ্যে যেগুলো এপ্লাই করে আমি সফল হয়েছি
-
আমার নিজের তৈরি ব্যবস্থা আমি মেনে চলি। আমার প্রতিটি টেড লট ও টাইম আমার ব্যালেন্স, রিস্ক ম্যানেজমেন্ট ও এনালাইসিস নির্ভর। অনেকদিন থেকে প্রেক্তিস করছি বলে আমার এক্তি ধারা দাডিয়ে গেছে। একজন ট্রেডকারির অবশ্যই একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকা উচিত। আপনি কিভাবে ট্রেড করবেন, কত পিপস স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করবেন, কত ভলিউমে ট্রেড করবেন সবকিছু আগে থেকেই ঠিক রাখা উচিত।
-
ফরেক্স এ ট্রেড করতে হলে পরিকল্পনা করে ট্রেড করতে হবে। আমি যত ট্রাটেজি সম্পর্কে জেনেছি আমার ট্রেডের সময় আমি সব ট্রাটেজি ব্যবহার করি।
-
একেক জনের ট্রেড করার স্ট্রাটেজি একেক রকম। আমার টা আমি বলতেছি। একটা ট্রেড করার আগে আমি ঐ পেয়ারের কোন নিউজ আছে কিনা তা দেখি যদি থাকে তাহলে আমি ঐ পেয়ারে ট্রেড দেই না। কারন মার্কেট কই যাবে তা কেউই বলতে পারে না। তারপর আমি ক্যান্ডেলস্টিক দেখি। তারপর আমি কিছু ইনডিকেটর ফলো করি সেগুলো কি বলে তা দেখী। তারপর আমি ট্রেড ওপেন করি আর সাথে সাথে টেক প্রফিট দিয়ে দেই। মাঝে মাঝে স্টপ লস ও ব্যবহার করি।