আমি এমন অনেক সময় দেখেছি একেবারে অযথা ট্রেড নিয়েছি একটা পেয়ারে যেটাতে বেশ ভাল পরিমাণ প্রফিটও পেয়েছি কিন্তু আসলে এখানে লস হবার কথা ছিল।
Printable View
আমি এমন অনেক সময় দেখেছি একেবারে অযথা ট্রেড নিয়েছি একটা পেয়ারে যেটাতে বেশ ভাল পরিমাণ প্রফিটও পেয়েছি কিন্তু আসলে এখানে লস হবার কথা ছিল।
ছোট ছোট লটে ট্রেড করাকে আমি খুবই সমর্থন করি । কারণ আমি চাই সবথেকে কম রিস্ক নিয়ে ফরেক্স থেকে লাভ করতে । যেহেতু ফরেক্স ট্রেডিং খুবই রিস্কি একটা মার্কেট তাই যদি আমরা ছোট ছোট লটে ট্রেড করি তাহলে রিস্কটা অনেক কম থাকে । যদিও লাভ একটু কম হয় তবুও তো লস খুব বেশি হবে না , এই ভরসায় থাকা যায় । তবে আপনার যদি ট্রেডিং ক্যাপিটাল ভাল থাকে সেক্ষেত্রে আপনি আপনার ট্রেডিং এর লট সাইজ একটু বাড়াতে পারেন , কিন্তু অবশ্যই মানি ম্যানেজমেন্ট এর কথা খেয়াল রাখবেন ।
আমার মতে ছোট ছোট লটে ট্রেড করা অনেক নিরাপদ। কারণ ছোট লটে ট্রেড করলে সহজে মার্জিন কল পাওয়া যায় না আর লসের পরিমাণও কম হয়। ছোট লটে ট্রেড করলে টেনশনও কম থাকে যার ফলে ভুল সিদ্ধান্ত খুব কম নেওয়া হয়। যদি এই ব্যবসায় কেউ সফলতার সহিত মুনাফা উপার্জন করতে চায় তাহলে তাকে অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করতে হবে। আমি বর্তমানে ছোট লটে ট্রেড করে থাকি এবং দীর্ঘ সমযের জন্য। এতে করে আমি অনায়সে নিরাপদে ভাল মুনাফা উপার্জন করতে পারি।
ফরেক্স মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে ছোট ছোট লট ধরে ট্রেড করতে হবে। কারন ছোট লট ধরলে আপনার যদি লস হয় তাহলে কম লস হবে কিন্তু যদি আপনি বড় লট ধরে ট্রেড করেন তাহলে আপনার লস হলে অনেক লস হয়ে যাবে । যার ফলে প্রথম দিকে আপনার ফরেক্স মার্কেটে টিকে থাকাই কঠিন হয়ে যাবে। তাই প্রথম দিকে ছুট লট ধরে ট্রেড করাই ভাল।
প্রতিটি বাণিজ্য আমাদের ট্রেডিং করতে ছোট ছোট আকারের ব্যবহার করে। কারণ বড় লট আকারটি আপনার বাণিজ্যে আরও উপস্থিতি বোঝায়। ছোট লট সাইজ ব্যবহার করে এবং ঝুঁকি কীভাবে পরিচালনা করবেন তা শিখিয়ে ঝুঁকি হ্রাস করা যায়। বাজারের চলাচলগুলি আপনার পক্ষে যখন বিপরীত হয় তখন ছোট প্রচুর আকার আপনার অ্যাকাউন্টে সুরক্ষা দেয়
যারা ফরেক্সে নতুন তাদের জন্য প্রথমে ছোট ছোট লটে ট্রেড করাই নিরাপদ তাই আপনাকে আপনার ট্রেডিং দক্ষতার ভিত্তিতে এটাকে নির্ধারণ করতে হবে যে, আপনি এখানে কতটুকু রির্স্ক ও কতটুকু উপার্জন করতে আগ্রহী যার ফলে প্রথম দিকে আপনার ফরেক্স মার্কেটে টিকে থাকাই কঠিন হয়ে যাবে। তাই প্রথম দিকে ছোট লট ধরে ট্রেড করাই ভাল।
মাসিক টার্গেট আর আপনার মূলধনের উপর ডিপেন্ড করে আপনাকে লট সিলেক্ট করতে হবে। ধরুন আপনার কাছে ১০০ ডলার আছে আর আপনি মাসিক টার্গেট নিয়েছেন ৫০ ডলার। তাহলে আপনার জন্য বেটার হবে যে আপনি ০.০১ থেকে শুরু করে সর্বোচ্চ ০.৫ লট পর্যন্ত কিনুন। আমি আপাতত ছোট ছোট লট কিনেই ট্রেড করতেছি। আমি মেক্সিমাম টাইম ০.০২ বা ০.০৫ অথবা ০.১ লট ধরে ট্রেড করে থাকি। আপনি মাসে মার্কেট খোলা পাবেন ২০ দিনের মত। আপনার টার্গেট টাকাকে ২০ দিয়ে ভাগ করলে যা আসবে তা হলো আপনার ডেইলি কত করে লাভ করতে হবে তার একটা রেসিও। সুন্দর করে প্ল্যান করে ট্রেড করলে মাসিক টার্গেট ফিলাপ করা সম্ভব
আমি অন্যান্য অনলাইন ব্যবসার চেয়ে ফরেক্স ট্রেডিং উপভোগ করি। আমাদের বাজারের ভাল বিশ্লেষণ প্রয়োজন, মুনাফা অর্জনের কৌশল গ্রহণ করা এবং বাজারটি বোঝার পাশাপাশি সাফল্য পেতে কিছু সূচক প্রয়োগ করা। প্রকৃতপক্ষে জ্ঞান হল ফরেক্স ব্যবসায়ের ভিত্তি এবং এটি ছাড়া আমরা একটি সফল বাণিজ্য হতে পারি না।
রা ক্ষতিগ্রস্থ না হয়। যদি আপনি এটি করেন তবে আপনি অবশ্যই এতে সফল হবেন I আমি মনে করি আপনার ক্ষতি এবং আপনার লাভ উভয়ই ভাগ করে নেওয়া উচিত Whoever যে কেউ তাদের লাভ ও ক্ষতি ভাগ করে নেয় অবশ্যই সফল হবে I আমি মনে করি আপনার ক্ষতি
আপনি ঠিকই বলেছেন ফরেক্স মার্কেটে টিকে থেকে আয় করতে চাইলে অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করে ছোট ছোট লাভে সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ অধিক লাভের আশায় যেমন ঝুঁকি নিয়ে বড়লটে ট্রেড ওপেন করা যাবে না তেমনি কখনোই মানি ম্যানেজমেন্টের বাইরে ট্রেডিং করা যাবে না। যখনই মানি ম্যানেজমেন্টের বাইরে ট্রেড ওপেন করা হবে তখনই লস হওয়ার সম্ভাবনা থাকবে যেটা একাউন্টের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে।তাই আমি মনে করি কখনোই অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেডিং না করে বরং বড় বড় লটে লাইসিস করে ছোট ছোট লটে ট্রেডিং করে সামান্য প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করাই লাভজনক হবে।এতে করে যেমন দীর্ঘদিন ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব হবে তেমনি খুব ভালো আয় করে নিজেকে আর্থিকভাবে যথেষ্ট স্বাবলম্বী করে তোলা যাবে।