-
ফোরামে গত কয়েক বছরে অনেক ভাল ভাল অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার ছিলেন৷তারা তাদের অভিজ্ঞতা সম্পন্ন অনেক ভাল ভাল পোস্ট করতেন৷আমি এবং অন্যান্যরা সবাই সেসব কার্যকরী পোস্ট পড়েছি,অনেক কিছু শিখেছি,জেনেছি তাদের ওই সব লেখা থেকে৷কিন্তু দুর্ভাগ্যবশত তাদের অনেকেই এখন ফোরামে আসেন না৷আর তাদের সেই কার্যকরী লেখাগুলোও আমরা পাইনা৷বর্তমানে ফোরামে যে কয়েকজন দক্ষ ট্রেডার রয়েছেন তারাও ইদানিং তেমন একটা পোস্ট লিখেন না৷কেন জানি তারা ফোরাম থেকে চলে যাচ্ছেন৷হয়তো তাদের মাঝে অনেকেই এসেছিলেন কিছু বোনাস ডলার দিয়ে ট্রেড করার জন্য আবার অনেকেই লস দিতে দিতে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন৷এজন্য ফোরামেও তারা সময় দিয়ে কষ্ট করে লিখতে আসেন না৷এভাবেই ইদানিং সদস্যদের সংখ্যা নিয়মিত কমে যাচ্ছে আর ভাল ভাল পোষ্টের সংখ্যাও ক্রমশই হ্রাস পাচ্ছে৷সবাই যদি আমরা একইসাথে লেখালেখি করতাম কতই না আনন্দ হতো৷
-
ফরেক্স ফোরামে লেখা-লেখি করলে আসলেই আনন্দ লাগে । কারন : এখানে একজন আরেক জনের সাথে যোগাযোগ হয় । আবার একজন আরেক জনের মনোভাব বুঝতে পারি। একে অপরের অভিজ্ঞতা সম্পর্কে জাননে পারি। সব চেয়ে মজার ব্যাপার হলো এর কারনে ফরেক্স আমাদেরকে পুরুষ্কারও দিচ্ছে।
ফোরামের মাধ্যমে লেখা লেখি করে অনেক কিছু শিখতে পারা যায় কারণ ফোরামের মধ্যে অনেক সিনিয়র ভাইয়েরা থাকেন যাদের মধ্যে অনেক অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে আমরা ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে পারি। তাই আমি বলবো ফোরাম শুধু আনন্দ দেয় না অনেক কিছু শিখতে সাহায্য করে।
-
ফরেক্স ফোরামে লেখালিখি করলে যেমন অভিজ্ঞ্তা বাড়ে তেমনই বোনাসও পাওয়া যায়। ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে ফোরাম ভিজিট করলেই জানা যায়। জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সব কিছুই অর্জন করা সম্ভব এই ফোরামের দ্বারা। ফোরামে পোস্ট করে বোনাস প্রাপ্তির পর ট্রেড করে লভ্যাংশ/ মুনাফা লাভ করা যায়। তাই ফোরামে লেখালিখি যেমন উপকার তেমনি ভালো একটি ভালো সময় অতিবাহিত করা যায়।
-
আমি এই ফোরামের নিতান্ত নবীন সদস্য। আমি এখানে দেখেছি অনেক আগের পোস্ট গুলো বেশ জ্ঞানগর্ভ এবং বাস্তব জ্ঞান সম্পন্ন। এই সব ট্রেডাররা কেন যে এই প্লাটফর্ম টা ছেড়ে চলে গেল বা যাচ্ছে আমার মাথায় ধরে না। আমরা কি এখানে শুধু বোনাসের জন্যই সময় দেই? আমি তা মনে করি না। এখানে আসলে অনেক লোকজনের সাথে পরিচিতি হয় এবং অনেক নতুন কিছু শেখা যায় তাই আমি বা আমার মত অনেকেই আসেন। আমি
-
আপনি ঠিক বলেছেন মামুন ভাই। ফরেক্স ফোরামে পোস্ট করলে কেউ যদি কমেন্ট না করে তাহলে ফোরামে পোস্ট করা তেমন একটা আনন্দের মনে হয় না। আমরা ফরেক্স ফোরামে পোস্ট করে বোনাস পাওয়ার পাশাপাশি ফরেক্স বিষয়ে অনেক স্টাডি ও জ্ঞান আহরন করতে সক্ষম হয়। এক্ষেত্রে আমার জানা মতে অনেকেই রয়েছে যারা ফরেক্স ফোরামে তেমন একটা লেখালেখি করেন না। সবাই যদি পূর্বের ন্যায় ফোরামে লেখালেখি করেন তাহলে ফোরামে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে।
-
একটি ফোরাম যে কোন ফরেক্স ট্রেডারদের খুবই ভাল কেননা এখান থেকে শেখার সাথে সাথে লেখালেখি করে কিছু অর্থ আয় করা যায়। যে কোন ফোরাম সমস্যকে ফোরাম ব্যবহার যন্তবান হতে হবে। এখানে যেমন মান সম্পন্ পোষ্ট করতে হবে তেমনি নিজের অভিজ্ঞতা তুলে ধরতে হবে। এখানে এবজন আর একজনের সহযোগী এবং পথ প্রর্দশক হিসাবে কাজ করতে হবে।
-
হ্যা আমার ফোরামে লেখালেখি করতে ভালোই লাগে। আমি বেশিরভাগ সময়েই ফ্রি থাকি আর সে সময়টুকু ফোরামে দিতে পেরে আমার মোটামুটি সময় ভালোই কেটে যায়।
-
সেসব কার্যকরী পোস্ট পড়েছি,অনেক কিছু শিখেছি,জেনেছি তাদের ওই সব লেখা থেকে৷কিন্তু দুর্ভাগ্যবশত তাদের অনেকেই এখন ফোরামে আসেন না৷আর তাদের সেই কার্যকরী লেখাগুলোও আমরা পাইনা৷বর্তমানে ফোরামে যে কয়েকজন দক্ষ ট্রেডার রয়েছেন তারাও ইদানিং তেমন একটা পোস্ট লিখেন না৷তাই অভিজ্ঞ ট্রেডারদের কাছে আমার অনুরোধ তারা যেন নিয়মিত তাদের অভিজ্ঞতা গুলোকে শেয়ার করার মাধ্যমে আমাদেরকে অভিজ্ঞ হয়ে ওঠার পাশাপাশি খুব ভাল প্রফিট করার মাধ্যমে উপকৃত হওয়ার সুযোগ করে দেয়।
-
Forex-forum লেখালেখি করলে অবশ্যই আনন্দ লাগে। forex-forum সম্পর্কে অনেকে অনেক ভাবে ট্রেড করে থাকেন সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি। কেননা ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন হয়। এতে জ্ঞান বৃদ্ধি পায় আমার খুব আনন্দ লাগে লেখালেখি করতে। এছাড়াও ফরেক্স ফোরামের পোস্ট করে ফরেক্স ফোরাম কর্তৃক বোনাস পেয়ে থাকি যা দিয়ে আমরা রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করতে পারি।
-
সেসব কার্যকরী পোস্ট পড়েছি,অনেক কিছু শিখেছি,জেনেছি তাদের ওই সব লেখা থেকে৷কিন্তু দুর্ভাগ্যবশত তাদের অনেকেই এখন ফোরামে আসেন না৷আর তাদের সেই কার্যকরী লেখাগুলোও আমরা পাইনা৷ এতে জ্ঞান বৃদ্ধি পায় আমার খুব আনন্দ লাগে লেখালেখি করতে। এছাড়াও ফরেক্স ফোরামের পোস্ট করে ফরেক্স ফোরাম কর্তৃক বোনাস পেয়ে থাকি যা দিয়ে আমরা রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করতে পারি।