-
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের সবারই উচিত ছোট ছোট লাট এ ট্রেড করা। কারণ ছোট ছোট লটে স্টেট করলে ঝুঁকি কিছুটা কম থাকে। তাছাড়া বেশি লোক নিয়ে ট্রেড করতে চাইলে অনেক বেশি ব্যালেন্সের ও দরকার হয় তাই যারা নতুন তারা হয়তো অল্প ডিপোজিট রেট শুরু করে তাই তাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী লট সংখ্যা এবং ছোট্ট ছোট্ট লট এ ট্রেড করা উচিত।
-
ফরেক্সে ট্রেড করে টিকে থাকতে চাইলে আপনাকে ছোট ছোট লট এ ট্রেড করতে হবে।আপনি যদি মার্কেটের গতিবিধি লক্ষরেখে ধৈর্য সহকারে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ছোট ছোট লটে ট্রেড করেন তাহলে আপনি প্রফিট পাবেন এবং ট্রেডে টিকে থাকতে পারবেন।
-
ছোট লট মানে নিরাপদ লট। আপনার যদি ৫০ ডলার ব্যালেন্সে থাকে সেখান থেকে আপনি যদি ৫০ সেন্ট লস করে ফেলেন খুব বেশি লস মনে হবে না। কিন্তু সেইম লস টাই যদি একটু বড় লটে খাইতেন তাইলে সেইটা ৫ ডলার ও হয়ে যেতে পারতো। আর ৫০ ডলার এ ৫ ডলার লস করা মানে আপনার ব্যালেন্সের ১০ ভাগের ১ ভাগ টাকা আপনি লস করে ফেললেন। তাই অল্প অল্প করে লাভ করে জমান দেখবেন এক সময় এই অল্প টাকাই ভালো ভাবে থেকে যাবে
-
অবশ্যই আমাদের সকলের উচিত ছোট ছোট লটে ট্রেড করা যাতে করে আমরা ফরেক্সে টিকে থাকতে পারি। কারন বেশি লটে ট্রেড করলে এখানে টিকে থাকা অনেক কষ্টকর হবে। হয়তো মাঝে মাঝে ভালো লাভ করতে পারবেন কিন্তু যখন লস হবে তখন দেখবেন ভারসাম্য ধরে রাখা অনেক কষ্টকর হয়ে পড়বে। আমি সবসময়ই ছোট লটে ট্রেড করার চেষ্টা করি। ০.০১ থেকে ০.০৫ সেন্ট এর মধ্যে আমার প্রতিটা ট্রেডের এন্ট্রি হয়ে থাকে।
-
শিক্ষানবিস ব্যবসায়ীদের জন্য যারা কীভাবে আরও বেশি দিন বাজারে টিকে থাকতে পারেন তার ট্র্যাক রাখতে চান। আপনি যদি টিক দিতে পারেন তবে আপনি লাভও শিখতে পারেন। এবং সর্বদা একটি ব্যবস্থা আছে। প্রথমত, যে কোনও সিস্টেমের ক্ষতি হতে পারে তাই আপনাকে সিস্টেমটি পরিবর্তন করতে হবে না, তবে সিস্টেমটি কোথায় দুর্বল তা আবিষ্কার করুন। এবং বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেমে কোনও সমস্যা হয় না, সমস্যা যাই হোক না কেন, আমাদের নিজের মধ্যে তা রয়েছে। আপনি যদি সত্যিই ব্যবসায়ী হতে চান তবে আপনার অনেক কিছু শিখতে হবে
-
ছোট ছোট লটে ট্রেড করলেই বেশি নিরাপদ থাকা যায়। ধরেন আপনি ১০ টা ট্রেড নিবেন । এখান থেকে ৫ টাও যদি সফল হয় তবুও আপনার লস পুশিয়ে লাভ থাকবে তবে এটার জন্য আপনার স্ট্যাটিজি ডেভলপ করতে হবে, রিস্ক আর রি এও্যার্ড রেসিও টা ভালো ভাবে চুজ করতে হবে। রেশিও টা ১ঃ২ এর নিচে দিলে কোন ভাবেই আসলে কিন্তু আপনি লস পুশাইতে পারবেন না। বেশি লস না করে অল্প লাভ করে জমান দেখবেন মাস শেষে ভালো একটা প্রফিট থাকবে
-
সত্যই, প্রথম এবং সর্বাগ্রে এটি বোঝায় যে আপনাকে সামান্য পার্সেল বিনিময় করতে হবে এবং স্ট্যাপলস টেক লাভটি ব্যবহার শুরু করতে হবে begin এই মুহুর্তে আপনার কাছে একটি রেকর্ড থাকবে যা সুরক্ষিত এবং বাজারে বেশ কিছুক্ষণের জন্য পাওয়ার বিকল্প থাকবে এবং আপনার কাছে উত্থাপিত খবরের সাথে পরিচিত হওয়ার বিকল্প থাকবে। আপনি যেভাবে ফরেক্স শোকেসে যথাযথভাবে জড়িত থাকা প্রয়োজন, আপনার ডেমো 3 মাসের যে কোনও হারে বিনিময় করা উচিত এবং সমস্ত নীতি অনুশীলন করা উচিত এবং তারপরে বিনিময় শুরু করা উচিত। সেই সময়ে দুর্ভাগ্যটি আসল বাজারে মোটামুটি কম হবে।
-
ফরেক্স মার্কেট থেকে অধিক ভাবে লাভবান হতে হলে ছোট ছোট লটে ট্রেড এ অংশগ্রহণ করা উচিত। কারণ বড় লটের ট্রেড করলে যদি লস হয় তাহলে ট্রেডারের একাউন্ট পুরো জিরো হয়ে যেতে পারে। ছোট ছোট ট্রেড করলে অল্প অল্প লাভ হয় একসময় বেশি পরিমাণে একজন ট্রেডার কে সফলতা আনতে সাহায্য করে। তাই সফলতা অর্জন করতে হলে ফরেক্স মার্কেটে ছোট ছোট লটে ট্রেডে অংশগ্রহণ করে লাভবান হতে হয়।,,,,,ধন্যবাদ।
-
শিক্ষানবীষ ট্রেডার যারা তাদের লক্ষ্য রাখতে হবে কিভাবে মার্কেট এ বেশীদিন টেকা যায়। যদি টিকতে পারেন তাহলে আপনি শিখতেও পারবেন প্রফিট ও করতে পারবেন। আর সব সময় একটি সিস্টেম নিয়ে থাকবেন। প্রথম যেকোন সিস্টেমে লস হতে পারে তাই বলে আপনি সিস্টেম কে পরিবর্তন করবেন না। হ্যা প্রথম দিকে মানে শিক্ষানবীষ অবস্থায় ছোট ছোট লটে ট্রেড করতে হবে এবং স্টপলস টেকপ্রফিট ব্যবহার করতে হবে। তাহলে আপনার একাউন্ট থাকবে সুরক্ষিত এবং বেশীদিন মার্কেট এ টিকে থাকতে পারবেন এবং সেই সুবাদে আপনি ভালভাবে শিখতেও পারবেন। যদি সঠিক ভাবে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অন্তত ৬মাস লাগাতার ডেমো ট্রেড করতে হবে এবং সকল নিয়ম কানুন ডেমোতে প্র্যাকটিস করে তারপর ট্রেড করা শুরু করবেন। তাহলে লস কিছুটা কম হবে রিয়েল মার্কেট এ।
-
চ্যাট করার সময় আপনাকে ছোট লটে ট্রেড করতে হবে এমন কোন নির্দিষ্ট নিয়ম নেই তবে হ্যাঁ এটা ডিপেন্ড করবে আপনার মূলধনের উপর যার যেমন মূলধন সে অনুযায়ী মানি ম্যানেজমেন্ট বিশ্লেষণ করে অ্যানালাইসিসের পর তারপরে ট্রেড করা উচিত এবং সেভাবেই প্রত্যেকে করে। তবে প্রথম অবস্থায় এবং নতুন অবস্থায় বা মূলধন কম হলে সে ক্ষেত্রে ছোট ছোট ট্রেড কড়াই বা ছোট ছোট লট করা উচিত তাতে করে রিক্স কম থাকে এবং সামনে এগিয়ে যাওয়া সহজ হয় ।