Originally Posted by
expkhaled
আমাদের প্রতিটি ট্রেড নিতে হবে চেকলিষ্ট মিলিয়ে। যদি ভাল স্ট্রেটেজি দিয়ে টেড করি তাহলে আমাদের কি কি ইনসন্ট্রুমেন্ট থাকবে সেগুলো আগেই ডেমোতে ট্রেড করার সময় সব কিছু একটি লিষ্ট করতে হবে। কোন পদ্ধতিতে আমরা একটি ট্রেডকে ফিল্টার করবো। কি ধরনের স্ট্র্যাটেজি থাকবে সেগুলো। তবে সাধারণ যে বিষয় গুলো অবশ্যই লক্ষনীয় সেগুলো হোল ১। ট্রেন্ড ২। সাপোর্ট এন্ড রেজিষ্ট্যান্স ৩। ক্যান্ডেলস্টীক কোন ফর্মে আছে ইত্যাদি। অবশ্য যারা ইন্ডিকেটর ব্যবহার করেন তাদের কথা আলাদা কারন তাদের ক্যান্ডেলস্টীক না চিনলেও হয়। তবে কোন ইন্ডিকেটর ব্যবহারকারী যদি ক্যান্ডেলস্টীক চিনতে পারেন তাহলে তার সিস্টেম হলো অন্তত ৮০% ফুলপ্রূফ।