-
ডেমো অ্যাকাউন্ট অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা দেয়। আমানত ছাড়াই ডেমো অ্যাকাউন্ট অ্যাক্সেস করা ইন্সটাফরেক্স ডেমো অ্যাকাউন্ট মূলত একটি অনুশীলন অ্যাকাউন্ট যা সাধারণ রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্মের বিভিন্ন বৈশিষ্ট্যের সাথে অভ্যস্ত হয়ে যায়। আমারা আমাদের ট্রেডিং সিস্টেম এর উপর যথেষ্ট আত্মবিশ্বাস রাখতে পারিনা । তাই লাইভ ট্রদিং এ আপনার সিস্টেম এপ্লাই করার আগে ডেমু দিয়ে বার বার পরীক্ষা করে নেওয়া উচিত। আবার অনেকের সাইকোলজিক্যাল প্রব্লেম আছে কোন একটি ট্রেড লাভে গেলেই মনে করে প্রাইস মনে হয়।
-
আমাদের মতো রিটেইল ট্রেডারদের সবথেকে বড় সমস্যা লাভে থাকা ট্রেডটি দীর্ঘ সময় ধরে রাখতে পারিনা। অল্প কিছু প্রফিট আসলেই ক্লোজ করার জন্য উদগ্রীব হয়ে পড়ি। ট্রেড ওপেন করার পরে আপ এন্ড ডাউন হবে এটা স্বাভাবিক। ট্রেড ওপেন করার সাথে সাথেই মার্কেট আপনার দিকে যাবে তেমন নয়। আর তাছাড়া মার্কেট যে সব সময় একই দিকে ট্রেন্ড কন্টিনিউ করবে এমনটা ভাবা ঠিক নয়। মার্কেট মাঝেমাঝে ব্যাক রিট্রাসমেন্ট দিয়ে আবার তার গতিতেই ফিরে যাবে। কিন্তু যখনই ট্রেড কিছুটা প্রফিটে আসার পর আবার ব্যাকে যেতে শুরু করে তখন আমরা অল্প প্রফিট নিয়েই ট্রেডটি ক্লোজ করে দেই। কিন্তু যখন ট্রেড লসের দিকে যেতে থাকে তখন কিন্তু মার্কেট ব্যাক করে আসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকি। যার কারণে ছোট ছোট প্রফিট করতে পারলেও মাঝে মাঝে দু একটি বড় লসের কারনে সব প্রফিট শেষ হয়ে যায়। দিন শেষে দেখা যায় লসের পাল্লাই ভারি। তাই আমাদের উচিত এই মানসিকতা থেকে বের হয়ে লাভে থাকা ট্রেডটি যথাসম্ভব দীর্ঘ করার চেষ্টা করা।
-
একটা ট্রেড ধরার পর যখন এটা লাভের দিকে যায়, তখনই আমাদের মধ্যকার সাবকনসাস মাইন্ড আমাদেরকে বারবার তাড়া দিতে থাকে যে হয়তোবা এখনই ট্রেড ছেড়ে না দিলে, হয়তো ট্রেড আবার লসে চলে যেতে পারে। তাই আমরা আবেগের বশবর্তী হয়ে ট্রেড টা ছেড়ে দেই। কিন্তু দেখা যায় পরবর্তীতে মার্কেট আরো লাভের দিকে যাচ্ছে।তাই অবশ্যই আমাদের ফরেক্সে টিকে থাকতে হলে ধৈর্য ধারণ করে। আমরা যখন কোন ট্রেডে লস করি তখন মনে হয় - এই বুঝি মার্কেট আবার ফিরে আসলো এবং আমার লসটা রিকভার হয়ে গেলো , এভাবে লস বাড়তেই থাকে। কিন্তু লাভের ট্রেডটি লসে পরিণত হয়ে যেতে পারে- এই আশংকায় আমরা রাখতে পারি না। আমাদের ভিতর প্রচন্ড ভয় কাজ করে।
-
মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারি না বলে লাভের ট্রেড ধরে না রেখে আমরা ছেড়ে দেই। অনেকেই আছে যারা সঠিক ভাবে ডেমো ট্রেড না করেই রিয়েল ট্রেড করতে চলে আসে। আবার অনেকে আছে যারা খুব অল্প সময় যেমন ১ মাস বা তার কিছুটা কম বেশি সময় ডেমো ট্রেড করে। কিন্তু যখন বোনাসের টাকা একাউন্টে চলে আসে তখনই রিয়েল ট্রেড শুরু করে দেয়। কিন্তু যে সময়টা ফরেক্স শেখার জন্য প্রকার ছিলো ঐ সময়টায় ফরেক্স না শিখে লোভে পড়ে টাকার পিছনে ছুটে যাই আর লস হয়ে যায়। আমাদের মূল সমস্যা হলো লাভ নেই কম কিন্তু লস নেই বেশী। যার কারনে লস হলে দীর্ঘদিন তা আমাদের বহন করতে হয়।
-
একটি ডেমো অ্যাকাউন্ট এমন এক ধরণের অ্যাকাউন্ট যা প্ল্যাটফর্মগুলির প্রস্তাব করে, যা একটি জাল টাকা দিয়ে অর্থ প্রদান করা হয়। ডেমো অ্যাকাউন্ট অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা দেয়। আমানত ছাড়াই ডেমো অ্যাকাউন্ট অ্যাক্সেস করা ইন্সটাফরেক্স ডেমো অ্যাকাউন্ট মূলত একটি অনুশীলন অ্যাকাউন্ট যা সাধারণ রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্মের বিভিন্ন বৈশিষ্ট্যের সাথে অভ্যস্ত হয়ে যায় এবং কোনও সত্যিকারের তহবিল সম্পাদনের আগে ফরেক্স মার্কেটের ডায়নামিকের সাথে পরিচিত হয়।সময়ে সফল ব্যবসায়ী হওয়া বেশ অসম্ভব এবং যদি আপনি ধারাবাহিকভাবে আয় পেতে চান তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সুতরাং সফল ব্যবসায়ী হওয়ার জন্য আপনাকে বাজারটি সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। আপনার মনে রাখতে হবে যে আপনার বিশ্লেষণের নির্ভুলতা আপনার লাভ এবং সাফল্যের স্তরটিকে স্থির করেছে। সুতরাং আপনি যত তাড়াতাড়ি শিখবেন একজন সফল ব্যবসায়ী পাবেন o সুতরাং অল্প সময়ে সফল ব্যবসায়ী হওয়া খুব কঠিন কাজ তবে একটি অসম্ভব কাজ নয়।লাভের ট্রেড বেশি ধরে রাখিনি কারণ আমরা একটু লাভ পেলেই খুশি।আমরা যদি ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখে ট্রেড করতে পারি তাহলে অনেক আয় করতে পারব।লাভের ট্রেড বেশি ধরে না রাখাই ভালো।
-
আমাদের বেশির ভাগ ট্রেডার এর সমস্যা হয়ছে আমরা কেউ লাভের ট্রেড ধরে রাখতে পারিনা,উল্টা আরো লস এর ট্রেড ধরে রেখে লস পুষে রাখতে পারি,আসলে এই সমস্যা হয়ছে আমাদের নিজেদের কনফিডেন্স এর অভাব হয়ে থাকে,আমি নিজে অনেক এন্ট্রি নিয়ে থাকি এন্যালাইসিস করে,মার্কেট ঠিক আমার এন্যালাইসিস এর মতো কাজ করে এন্ট্রি গুলা কিন্তু আমি কিছু প্রফিত হলেই ট্রেড ক্লোজ করে দিয়ে থাকি,এর জন্য সব সময় বড় প্রফিট এর থেকে আমি দূরে থাকি এবং লস করে থাকি,তাই ট্রেডিং করতে হলে কনফিডেন্স নিয়ে ট্রেডিং করতে হবে।
-
ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে লস করার বা কম লাভ করার পেছনে আমাদের সাইকোলজিক্যাল সমস্যাই বেশী দায়ী। আমাদের লাভ করা ট্রেড কে ধরে রাখতে পারি না কারন আমরা বেশী এক্সাইটেড হয়ে যাই কখন মার্কেট আবার বিপরীত দিকে যায়। এটা তখনই হয় যখন আপনি কোন সিস্টেম এর সাথে ট্রেড করেন না। আপনি যদি সঠিক ট্রেডিং করতে চান আর নিয়মিত লাভবান ট্রেডার হতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন : মানিম্যানেজমেন্ট করতে হবে ভালভাবে, এবং ট্রেড টেক করার পর মার্কেট থেকে দুরে যেতে হবে অন্য কোন কাজে মনোনিবেশ করতে হবে। অর্থাত ট্রেড চলার সময় মার্কেট দেখবেন না।
-
জ্ঞান অনুসারে, একটি ডেমো অ্যাকাউন্ট এমন এক ধরণের অ্যাকাউন্ট যা প্ল্যাটফর্মগুলির প্রস্তাব করে, যা একটি জাল টাকা দিয়ে অর্থ প্রদান করা হয়। ডেমো অ্যাকাউন্ট অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা দেয়। আমানত ছাড়াই ডেমো অ্যাকাউন্ট অ্যাক্সেস করা ইন্সটাফরেক্স ডেমো অ্যাকাউন্ট মূলত একটি অনুশীলন অ্যাকাউন্ট যা সাধারণ রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্মের বিভিন্ন বৈশিষ্ট্যের সাথে অভ্যস্ত হয়ে যায় এবং কোনও সত্যিকারের তহবিল সম্পাদনের আগে ফরেক্স মার্কেটের ডায়নামিকের সাথে পরিচিত হয় অল্প সময়ে সফল ব্যবসায়ী হওয়া বেশ অসম্ভব এবং যদি আপনি ধারাবাহিকভাবে আয় পেতে চান তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সুতরাং সফল ব্যবসায়ী হওয়ার জন্য আপনাকে বাজারটি সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। আপনার মনে রাখতে হবে যে আপনার বিশ্লেষণের নির্ভুলতা আপনার লাভ এবং সাফল্যের স্তরটিকে স্থির করেছে। সুতরাং আপনি যত তাড়াতাড়ি শিখবেন একজন সফল ব্যবসায়ী পাবেন o সুতরাং অল্প সময়ে সফল ব্যবসায়ী হওয়া খুব কঠিন কাজ তবে একটি অসম্ভব কাজ নয়।
-
ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে লস করার বা কম লাভ করার পেছনে আমাদের সাইকোলজিক্যাল সমস্যাই বেশী দায়ী। আমাদের লাভ করা ট্রেড কে ধরে রাখতে পারি না কারন আমরা বেশী এক্সাইটেড হয়ে যাই কখন মার্কেট আবার বিপরীত দিকে যায়। এটা তখনই হয় যখন আপনি কোন সিস্টেম এর সাথে ট্রেড করেন না। আপনি যদি সঠিক ট্রেডিং করতে চান আর নিয়মিত লাভবান ট্রেডার হতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন : মানিম্যানেজমেন্ট করতে হবে ভালভাবে, এবং ট্রেড টেক করার পর মার্কেট থেকে দুরে যেতে হবে অন্য কোন কাজে মনোনিবেশ করতে হবে। অর্থাত ট্রেড চলার সময় মার্কেট দেখবেন না।
-
ব্যবসায়ীরা লাভ লক করতে, ঝুঁকি পরিচালনা করতে, বাজারের অবস্থার প্রতি সাড়া দিতে, পুনঃবিনিয়োগের সুযোগ বাজেয়াপ্ত করতে বা তাদের ট্রেডিং পরিকল্পনা মেনে চলতে একটি লাভজনক বাণিজ্য বন্ধ করতে পারে। প্রতিটি বাণিজ্য অনন্য, এবং সিদ্ধান্তগুলি পৃথক কৌশল এবং লক্ষ্যের উপর নির্ভর করে।