-
অযৌক্তিক কোন কিছু্ই ভাল নয়। ফরেক্স যেহেতু নিয়ম তান্ত্রিক বিজনেস , এখানে সবকিছুই যৌক্তিকভাবে হতে হবে। আপনার ব্যালেন্স কত, আপনার ফরেক্স সম্পর্কে কতটুকু জ্ঞান ,অভিজ্ঞতা-দক্ষতা , নিজের আবেগকে নিয়ন্ত্রণের ক্ষমতা কতটুকু তার উপর ভিত্তি করেই যৌক্তিকভাবেই প্রফিট আশা করতে হবে। মানি ম্যানেজমেন্টসহ অন্যান্য বিষয়গুলো সহ সব কিছু মেনে ট্রেড করলে আমার মনে হয় আশানুরুপ ফল পাওয়া যাবে। অযৌক্তিক লাভের আশা করার প্রয়োজন হবে না।
-
ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে অযৌক্তিক ভাবে লাভ আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই না। ফরেক্স এ লোভ, আবেগ, অযৌক্তিক ট্রেড এর কোন স্থান নেই। আপনি ফরেক্স এ লাভ করতে হলে ফরেক্স সম্পর্কে খুটিনাটি সবকিছু জানতে হবে। কোন প্রকার এনালাইসিস ছাড়া ও নিয়ম না মেনে ট্রেড করলে লাভের বিপরীতেও অবস্থান থাকতে পারে। এখানে যেমন লাভ আছে তেমনি লস ও আছে। তাই অযৌক্তিক ট্রেড গ্রহনযোগ্য নয়।
-
লাভের অংশ বাড়ার চেয়ে অনেকটা কমে যাই। হ্যা আপনি যদি এ্যানালিসিস করে বোঝেন যে মার্কেট এখনও অনেক দুর আগাতে পারে তাহলে ধরে রাখুন কিন্তু আপনি বুঝলেন মার্কেট আর সামনে আগাবে না। কিন্তু মার্কেট সব সময় তার নিজ গতিতে চলতে থাকে কখও মার্কেট পূর্বের স্থানে ফিরে আসে আবার কখনও অনেক বেশি বিপরীতে যেতে থাকে তাই সব সময় কম লস নিয়ে ট্রেডটি ক্লোজ করে দিব এবং যখন কোন ট্রেড প্রফিটের দিকে যেতে থাকে তখন সেটিতে সামান্য লাভ নিয়েই ক্লোজ করে দেই।
-
ফরেক্স এ অধিক লাভ এর আশা করলে লস হওয়ার সম্ভাবনা বেশি । তাই বেশি লাভের আশা করা ঠিক না । কেউ যদি অযোক্তিক লাভের আশা করলে একাউন্ট শূর্ন হওয়ার সম্ভাবনা বেশি ।
-
অনেকে ট্রেডার ফরেক্স কে টাকা উৎপাদনের মেশিন মনে করে থাকেন। যে কারণে তারা প্রতিটি ট্রেড থেকে 300 থেকে 500 পিপস প্রফিট আশা করেন এবং দৃঢ় অবস্থানে থাকেন যে প্রফিট মিনিমাম 300 পিপস না হলে কোন অবস্থাতেই ট্রেড ক্লোজ করবেন না। ফলে অনেক সময় 50 থেকে 100 পিপস প্রফিট থাকলেও তারা ট্রেড ক্লোজ করেন না। যার কারণে অনেক সময় 100 পিপস প্রফিট থাকা একটি ট্রেড ও লসে চলে যায়। মূলত অতিরিক্ত লোভ করার কারণেই এ ধরনের ব্যাপার ঘটে থাকে। অনেক ট্রেডার আবার প্রতি মাসে মূলধনের 30 পার্সেন্ট থেকে 40 পার্সেন্ট প্রফিট টার্গেট নিয়ে ট্রেড করে থাকেন। যা ফরেক্স মার্কেট থেকে কখনোই আশা করা ঠিক নয়। বড় বড় কর্পোরেট ট্রেডাররা প্রতি মাসে 5 থেকে 10 পার্সেন্ট প্রফিট টার্গেট নিয়ে ট্রেড করে থাকেন এবং তারা সফল হন। অতিরিক্ত প্রফিট আশা করার জন্য ট্রেডারগন সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ করেন না। যে কারণে মাস শেষে লস নিয়ে ট্রেড ক্লোজ করে দিতে হয়।
-
ফরেক্স মার্কেটে লস করার আরেকটা সুন্দর মাধ্যম হচ্ছে অযৌক্তিক লাভের আশা করা।আপনারা যদি ফরেক্সে লস করতে চান তাহলে তারা এই অযৌক্তিক লাভের আশা করে জাবেন।
-
অযৌক্তিক লাভের আশা করা একটি অসম্ভব সত্য কথা।তবে ফরেক্স মার্কেটে অযৌক্তিক লাভের আশা করে বসে থাকে বিগেনার লেভেলের ট্রেডারা।কারন তারা জানেনা মার্কেট কোথায় যেয়ে ব্যাক করবে।ফলে তারা ১০ ডলার টার্গেট করে রাখে এবং ট্রেডটি হয়তো বা ৭ ডলার পর্জন্ত যায়।কিন্তু শেষে দেখা যায় ট্রেড টি লস হয়েছে।কিন্তু প্রফেশনাল ট্রেডারদের ক্ষেত্রে এস ঘটেনা।তারা জানে কখন ট্রেড এন্ট্রি নিতে হবে এবং কখন ট্রেড থেকে বেরোতে হবে।
-
মার্কেটে অযৌক্তিক লাভের আশা করা একটি অসম্ভব সত্য কথা।তবে ফরেক্স মার্কেটে অযৌক্তিক লাভের আশা করে বসে থাকে বিগেনার লেভেলের ট্রেডারা।কারন তারা জানেনা মার্কেট কোথায় যেয়ে ব্যাক করবে।ফলে তারা ১০ ডলার টার্গেট করে রাখে এবং ট্রেডটি হয়তো বা ৭ ডলার পর্জন্ত যায়।কিন্তু শেষে দেখা যায় ট্রেড টি লস হয়েছে।কিন্তু প্রফেশনাল ট্রেডারদের ক্ষেত্রে এস ঘটেনা।তারা জানে কখন ট্রেড এন্ট্রি নিতে হবে এবং কখন ট্রেড থেকে বেরোতে হবে।
-
ফরেক্স মার্কেট কোথায় কখন কোন সময় কোন মুখী হবে তা কেউ জানে না অনেক সময় আছে এনালাইসিস করার পরেও ফরেক্স মার্কেট বিপরীতমুখী হতেই পারে কারণ এখানে কারোর হাত নেই ফরেক্স সম্পূর্ণ তার নিজের গতিতে চলতে থাকে এ জন্য যতটুকু অর্জন করা যায় ততটুকুই নেওয়া ভাল এর থেকে বেশি যদি চাহিদা থাকে তাহলে বলব হয়তো মার্কেট বিপরীতমুখী হলে তখন আপনার লস গ্রহণ ছাড়া আর কিছু করার থাকবে না
-
ট্রেড করার আগে লস করার মনমানসিকতা নিয়ে ট্রেড করতে হবে, তাহলে আপনি লাভ করতে পারবেন এবং একটি ভুল যেটি আমরা সব সময় করে থাকি সেটি হয় যে সকল ট্রেডগুলি আমরা লস করি সেই সকল ট্রেড গুলি অনেক দিন যাবৎ টানতে থাকি এবং মনে করি মার্কেট পূর্বের স্থানে ফিরে আসলে ট্রেডটি ক্লোজ করে দিব। কিন্তু মার্কেট সব সময় তার নিজ গতিতে চলতে থাকে কখও মার্কেট পূর্বের স্থানে ফিরে আসে আবার কখনও অনেক বেশি বিপরীতে যেতে থাকে তাই সব সময় কম লস নিয়ে ট্রেডটি ক্লোজ করে দিব। আমরা চলতে দিতে থাকি মার্কেট রিট্রেস হয়ে দেখা যায় লাভে চেয়ে ৩গুন লস হয়ে যায় তারপরও মার্কেট এ আমরা ট্রেডটিকে ধরে রাখি এই আশায় যে মার্কেট যদি ঘুরে যায় এবং পরবর্তিতে দেখা যায় অনেক বড় রকমের লস নিয়ে মার্কেট থেকে বের হয় আবার অনেক সময় দেখা যায় পুরো একাউন্ট জিরো পর্যন্ত হয়ে যায়।