-
ফরেক্স এ সফলতা অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ। তবে রোবট ব্যাবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাতে হবে।রোবট ব্যবহার এর ফলে লস এর পরিমান কমে আসে।
-
আসলে রোবট সম্পর্কে আমার ধারনা কম, তবে আমার দেখা যে কয়জন ভাল ত্রেদার আছেন তারা কেও রোবট ব্যাভার করেন না, এবং রোবট ব্যাবহার করে ফরেক্স মার্কেট এ সফল হিয়েছেন এমন ত্রেদার ও আমি খুজে পাইনি আমার এই ২ বছর এ ফরেক্স লাইফ এ।
-
পারত পক্ষে আমি রোবট ব্যবহারের পক্ষপাতি নই। ফরেক্স ট্রেড নিজে জেনে বুঝে করলে অনেক অভিজ্ঞতা অর্জন করা যাবে কিন্তু রোবট ব্যবহার করে ট্রেড করলে কিছু ঘাটতি থেকে যাবে।
-
আমি ফরেক্স এ নতুন তাই আমি এ সম্পর্কে বেশী কিছু জানিনা যতদূর জানি সেখান থেকে বলতে পারি মানুষের দ্বারা যে কাজ করা সম্ভব সে কাজে রোবোট না লাগানই ভাল।
-
রোবট ব্যবহার আমি সার্মথর্ন করি কিন্ত যে সে রোবট নই যেটি ইউ.এস.ডি ১২০০০ ডলার সেই রোবট। সেটে আপনাকে ভাল একটি প্রফিট দিবে । এটি দিলে আ্পনাকে কোন কাজ করতে হবে না সে একাই কাজ করবে আপনার ট্রেড কিনবে এবং ক্লজ করবে।
-
রোবটকে আমি একটা ভাল ফরতেক্স এর ভাল দিক বলে মনে করি। যারা ফরেক্সে বেশি সময় দিতে পারে না তারা য্রোবতট বেশি করে ব্যাবহার করতে পারে। রোবট ব্যাবহার এর আগে এর সকল নিয়ম ভাল ভাবে জানতে হবে। এর জন্য ডেমো ভাল সহায়ক হতে পারে।
-
আপনি ফরেক্স এ রবরট ব্যাবহার করতে পারনে কিন্তু এই রবরট থেকে আপনার নিজের স্কিল আমি মনে করি বেস্ট আর যাই বলুন রবরট দিয়া লস করলে অনেক কষ্ট পাবেন তখন আপনি ভাব্বেন আপনার স্কিল এই রবরট হেকে অনেক ভাল ছিল আর আমি ও তাই মনে করি আমি আপনাকে তাই বলবো
-
আমি রোবট ব্যাবহার তেমন একটা পছন্দ করি না আমি মনে করি রোবট ব্যাবহার করলে আমাদের একাউন্ট এ অনেক সময় ঝুকি বেরে যায় যা আমাদের ট্রেড করার ক্ষতি হতে পারে । তাই আমাদের কে এখানে নিজ থেকে ট্রেড করার অভ্যাস গড়ে তোলতে হবে তাহলে আমরা ফরেক্স থেকে ভাল লাভ করতে পারব ।
-
রোবট কে মানুষ তৈরি করেছে , রোবট মানুষকে তৈরি করেনি । রোবট ব্যবহারকে আমি সমর্থন করি না কারন রোবট সব সময় সঠিক তথ্য দিতে পারেনা এবং এটা আমার কাছে বিপদজনক মনে হয় । তাছাড়া রোবট কৃত্রিম উপায়ে তৈরি তাকে সংক্রিয় কিংবা আদেশ না দিলে সে অচল । এর চেয়ে ম্যানুয়াল ট্রেড অনেক গুন ভাল ।
-
অবশ্যই মানুষের চেয়ে রোবট দিয়ে ট্রেডক্করালে অনেক বেশি নির্ভুল হওয়ার চান্স থাকে ফলে আমি রোবট দিয়ে ট্রেড করানো সমর্থম করি। দুই একবার নিজেও চেষ্টা করেছিলাম ভালো রোবট দিয়ে ব্যাবহার করতে কিন্তু সঠিক রোবট না পাওয়ায় সেটা ভালো ফলাফল দেয়নি,