-
কোন ট্রেড ওপেন করার পর অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে নিজের একাউন্টকে সুরক্ষা রাখার জন্য যে মার্জিনলাইন ব্যবহার করা হয় সেটাকেই মূলতো স্টপ লস বলে।আবার আরেক কথায় বলা যায় যে আপনাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য, যদি আপনার এ স্টপ লস ব্যবহার করতে চান তাহলে অবশ্যই খুব ভালো ভাবে এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট করে নিবেন, এবং তারপরেই স্টপ লস ব্যবহার করে ট্রেড ওপেন করবেন।
-
প্রতিটা ট্রেড এ স্টপ লস ব্যবহার করতে হবে। অনেকে স্টপ লস ছাড়া ট্রেড করে মাসের পর মাস ট্রেড নিয়ে বসে থাকে। আসলে এদের ট্রেডার বলা যায় না। এরা হচ্ছে শেয়ার ব্যবসায়ী। ট্রেড করে বসে থাকা ফরেক্স ট্রেডার এর কাজ নয়। নিয়মিত প্রফিট হচ্ছে ফরেক্স ট্রেডার।
-
ফরেক্সে স্টপ লস ব্যবহার খু্বই একটা গুরুত্বপূর্ন বিষয়, বিশেষ করে নতুন ট্রেডারদের ক্ষেত্রে এবং আপনার ব্যলেন্স যদি কম থাকে। নতুন ট্রেডাররা ট্রেডিং এ অতোটা অভিজ্ঞ না এবং তাদের ব্যলেন্সও সাধারনতো কম থাকে। স্টপ লস ব্যবহার করলে কিছুটা লস হলেও অন্তত ব্যলেন্স জিরো হওয়ার হাত থেকে বেচে যাওয়া যেতে পারে। তবে আমি মনে কারি অভিজ্ঞ ট্রেডারদের স্টপ লস ব্যবহার না করাই ভালো। তাদের মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে যথেষ্ঠ ধারনা থাকে। সাপোর্ট-রেসিস্টেন্স দেখে ট্রেন্ড লাইন বুঝে সঠিক ট্রেড টি নিতে পারলে প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আ্পনি ঠিক বলেছেন যে, আমরা স্টপ লস সেট করে *দিলে অনেক সময় দেখা যায় প্রাইস স্টপ লস হিট করে আবার উপরের দিকে উটতে থাকে। আমি মনে করি স্টপ লস ব্যবহার করার থেকে ছোট লট যেমন, ০.০১ বা ০.০২ লট ব্যবহার করা ভালো। তাতে করে লাভ কম হলেও বড় ধরনের লস থেকে রেহাই পাওয়া যেতে পারে।
-
আমি আমার পরিবার কে ফরেক্স মার্কেট সম্পর্কে বলি তখন তারা তা পাত্তা দেই নি । কিন্তু যখন আমি আমার নিজের উদ্যোগে ফরেক্স মার্কেট ট্রেড করা শুরু করি তখন তারা আমাকে অনেক সহযোগিতা করে। তারা এখনো আমাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক হেল্প করে। তাই আমি তাদের উৎসাহ দেখে ফরেক্স মার্কেট এর প্রতি আর বেসি আকৃষ্ট হই। আমি এখনো ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতেছি। তাই তারা আমার আয় দেখে খুসি।
-
এক কথায় বলতে গেলে আপনাকে বড় ধরনের বিপদ
থেকে রক্ষা করার জন্য স্টোপ লস এর গুরুর
অপরিসীম। ফরেক্স মার্কেটে অনেক সময় বড় ধরনের
মুভমেন্ট হয়ে থাকে। এই সময় আপনার সল্প ভলিউম
এর ট্রেড বিপরীতে গেলে অনেক বড় লসের শিকার
হতে পারেন। তাই এই বিপদ এড়ানোর জন্য আমাদের
কে স্টোপ লস ব্যবহার করতে হবে।
-
কোন ট্রেড ওপেন করার পর অনাকাংখিত লসের হাত থেকে নিজের একাউন্ট কে সুরক্ষা রাখার জন্য যে মার্জিন লাইন ব্যবহার করা হইয় সেটাই স্টপ লস। মানি মেনেজমেন্ট রুলস মতে আপনার স্টপ লস হবে যত লাভ করতে চান তার তিন ভাগের এক ভাগ। অর্থাত ১ঃ৩। আপ্নি কোন ট্রেড এ যদি ৩০ পিপ্স এ টেক প্রফিট সেট করেন তবে স্টপ লস হবে ১০ পিপ্স। এক কথায় বলতে গেলে আপনাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য স্টোপ লস এর গুরুর অপরিসীম।
-
আপনার স্ট্রেজিটা বিস্তারিত ভাবে বর্ণনা করতেন তাহলে আমরা এই পদ্ধতি দিয়ে ট্রেড করে দেখতাম।আবশ্যই আমি প্রথমে ডেমো প্রক্টিস করতাম তারপর রিয়েল ট্রা করতাম।তারপর ফরেক্স মার্কেটে স্টাপলস ছাড়া ট্রেড করা উচিত নয়।এতে আপনি বিশাল লসে পড়তে পারেন।আমি স্টাপ লস ছাড়া ট্রেড করে বেশকয়েক বার লস করে ছিলাম।তবে লাভ রেনি এমন নয় কয়েক বার লাভও করেছি।
-
স্টপ লস আর টেক প্রফিট ইউজ করা উচিৎ। এটি না ব্যাবহারের ফল যে কত টা ভয়ানক হতে পারে তা কেবল মাত্র যাদের ব্যালেন্স শূন্য হয়েছে তারাই বলতে পারে। আমি আগে স্টপ লস ইউজ করতাম না কিন্তু একবার আমার ব্যালেন্স শূন্য হয়ে যাবার পর থেকে আমি স্টপ লস ইউজ করে থাকি। স্টপ লসের ফলে আমাদের অল্প কিছু পরিমান ক্ষতি হলেও এটি আপনাকে অনেক বড় ধরনের ক্ষতি থেকে বাচাতে পারে এবং বাচিয়ে থাকে। কারণ এই ব্যবসায় আমরা যদি কখনো উপস্থিত নাও থাকি তবু এই মার্কেটের ট্রেডিং করে অর্থ উপার্জন করা সম্ভব কারণ আপনি যদি একটা নির্দিষ্ট পয়েন্ট স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দিয়ে যান তাহলে মার্কেটটি নির্দিষ্ট পয়েন্টে আসার সাথে সাথেই আপনার লাভ অটোমেটিক কেটে যাবে ।
-
অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে নিজের একাউন্টকে সুরক্ষা রাখার জন্য যে মার্জিনলাইন ব্যবহার করা হয় সেটাকেই মূলতো স্টপ লস বলে।আবার আরেক কথায় বলা যায় যে আপনাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য স্টপ লসের গুরুত অপরিসীম। একাউন্টে যদি পযার্প্ত ব্যালেন্স থাকে তাহলে প্রতিটি ট্রেড করে লাভ করা যাবে তবে ট্রেডটি হতে হবে স্টপ লস ছাড়া ট্রেড।এই ট্রেড করার জন্য অবশ্যই একটি রেজ্ঞিং ট্রেড খুজে বের করতে হবে এর মানে হলো প্রাইজ একটি নিন্দিষ্ট প্রাইজ এ ওঠানামা করছে।এমন একটি ট্রেড খুজে বের করার পর আপনি ট্রেড নিবেন কোন স্টপ লস ব্যবহার করবেন না।
-
স্টপলসকে অনেকে একাউন্টের ব্যালেন্স এর রক্ষাকবজ বলে থাকে কিন্তু এটার সঠিক ব্যবহার না জানলে আপনার প্রতিটি ট্রেড এ আগে স্টপ লস হিট করতে থাকবে কারন মার্কেট কখন কোন দিকে যাবে সেটা বলা যায় না।এমন একটি ট্রেন্ড খুজে বের করার পর আপনি একটি ট্রেড নিবেন কোন স্টপলস ব্যবহার করবেন না। মার্কেট যদিও আপনার বিপরীতে চলে যাই সেটি আবার ফিরে আসবে আর যদি ট্রেডটি আপনার প্রতিকুলে আসে তাহলে তো প্রফিট করতে পারলেন। তবে যদি ট্রেডটি রেঞ্জ ভেঙ্গে উপরে বা নিচে যেতে থাকে তাহলে আর কোন ট্রেড না করে সকল ট্রেড ক্লোজ করে দিতে হবে। এভাবে ১০ টি ট্রেড করতে পারলে আপনি ৮টি ট্রেড এ লাভ করতে পারবেন।আমি স্টপলস ব্যবহারের পক্ষে নই অনেকেই এটাকে বেশি গুরুত্ব দেন, কিন্তু আমার ধারণামতে এটা অযৈক্তিক। কারন আপনি যেখানেই স্টপলস দেন না কেন মার্কেট ঘুরে ফিরে ঐ আপনার স্টপলসটাই আগে হিট মারবে। তবে আপনি যদি আপনার একাউন্টকে বেশি সিকিউর/নিরাপদ রাখতে চান তাহলে এটা করতে পারেন। কেননা এখানে প্রতিটি ট্রেডারের চিন্তা-ভাবনা কিন্তু আলাদা। তাই এটা নির্ভর করবে আপনার উপর।