-
ফরেক্স চার্টে উপরে এবং নিচে দুটি লেভেল থাকে যেটাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে। আপনি যখন কোন চার্ট দেখবেন তখন আপনি নিজেই এই লেভেল দুটো তৈরি করে নিতে পারবেন। দেখবেন ক্যান্ডেলগুলো বার বার যে লেভেল থেকে ঘুরে যায় সেই লেভেল হবে সাপোর্ট বা রেজিস্ট্যান্স আর এটি উপরে হলে রেজিস্ট্যান্স এবং নিচে হলে সাপোর্ট হবে। বর্তমানে এই লেভেল তৈরি করার জন্য অনেক টুল পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে সেগুলোও ব্যবহার করতে পারেন।
-
সাপোর্ট এবংরেজিস্টেন্স বলতে মার্কেটের হাই বা লো পজিশন নির্ধারণ করাকে বুঝায় । এটি একটি অত্যন্ত কার্যকরী স্ট্রেটেজি মার্কেটের গতি প্রকৃতি বুঝার জন্য । আপনি সাপোর্ট, রেজিস্ট্যান্স না বুঝলে ফরেক্স এ ট্রেড করে লাভ করতে পারবেন না।সাপোর্ট হল এমন একটি লেভেল যেখানে কারেন্সি পেয়ার বা শেয়ারের চাহিদা যথেষ্ঠ শক্তিশালী থাকে যা উক্ত কারেন্সি পেয়ার বা শেয়ারের দামের পতন বন্ধ করে।অর্থাৎ মার্কেট এ বাইয়ারের সংখ্যা বেশি হওয়ায় কারেন্সি পেয়ার বা শেয়ারের মূল্য সাপোর্ট লেভেলের নিচে নামতে পারেনা।