-
যেকোনো সেক্টরে সফলতা পেতে হলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হল ডেডিকেশন। ডেডিকেশন থাকলে আপনি অবশ্যই সফল হবেন। ফরেক্সে সফল হতে হলেও ডেডিকেশন প্রয়োজন। প্রথমেই আপনাকে আপনার স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে। যতটুকু সম্পয় দিলে আপনি ভালভাবে শিখতে পারবেন ততটুকুই দেয়া উচিত। আমার মনে হয় এটা মানুষ ভেদে ডিপেন্ড করে। আমি ৩-৪ ঘন্টা দেই।
-
কোনো জায়গায় ভালো করতে হলে সেটার প্রতি ডেডিকেশন থাকতে হবে। সেটার পিছনে সময় ব্যয় করতে হবে। ফরেক্সেও ভালো করতে চাইলে এর প্রতি ডেডিকেশন থাকতে হবে, এর পিছনে সময় দিতে হবে। আমার মনে হয় প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় ফরেক্সের পিছনে ব্যয় করতে পারলে এখানে ভালো করা সম্ভব। তবে আরো কম সময় দিয়েও ভালো করা যায়।
-
কোন ব্যবসা শিখতে হলে অবশ্যই সময় দিতে হবে। তবে কতটুকু সময় ব্যয় করবেন সেটা নির্ভর করে ব্যক্তি মেধার উপর। যার বুদ্ধি যত প্রখত সে কম সময় ব্যয়ে করে এ বিষয়ে দক্ষ হতে পারবে। তবে আমি মনে করি দৈনিক ৩-৬ ঘন্টা সময় ব্যয় করতে পারলেই সফল হওয়া সম্ভব।
-
আসলে ফরেক্স মার্কেটে আপনি যত বেশি সময় দিবেন আপনি মার্কেট টা তত বেশি বুঝবেন বলে আমি আশা করি আর তাই ফরেক্স থেকে ভাল সফলতা পাবার জন্য আপনাকে মার্কেট খোলা কালীন প্রতিদিন অন্তত ৫ থেকে ৬ ঘন্টা সময় দেওয়া উচিত। ধন্যবাদ।
-
আপনি যদি কোন একটা জিনিসের প্রতি খুব বেশি আসক্ত থাকেন তবে আপনি সে জিনিস নিয়ে ই একটু বেশি ভাববেন। এবং এই জিনিস থেকে আপনি ভাল কিছু পেতে সফল হবেন। ফরেক্স ও ওই রকম। এখানে আপনি যত বেশি সময় বে করতে পারবেন তা আপনার জন্য ই ভাল। তাই আমি মনে করি ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানার জন্য মার্কেটিং অবস্থা বুজার জন্য , টেকনিক্যাল এনালাইসিস ধরার জন্য আপনার ফরেক্স একটু বেশি সময় দিলে ভালো হয়।
-
দেখুন সফলতা এর জন্য আপনি কতটুকু সময় এর পেছনে ব্যয় করবেন তা আপনি নিজেই সিগ্ধান্ত নিবেন কারন আপনি যদি এটাকে পার্ট টাইম জব হিসাবে ধরেন তাহলে তও আপনি এর পিছনে বেশি সময় দিতে পারবেন না আর এ জন্য আপনি অল্প সময়ের জন্য ট্রেড ওপেন এবং অল্প লাভ এ ট্রেড ক্লোস করবেন। আর যদি আপনি এটাকে পেশা হিসাবে নিয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনাকে অনেক সময় এবং অনেক পরিশ্রম এর জন্য নিজেকে মানিয়ে নিতে হবে তাহলেই এখান থেকে কিছু একটা করা সম্ভপর হবে।
-
ঠিক ততটুকু সময় দিতে হবে যতটুকু সময় দিলে আপনি ভাল একটা লাভ করতে পারেন । তবে দৈনিক যদি আপনি ৩ থেকে ৪ ঘণ্টা সময় দেন তাহলে ভাল হয় ।
-
ফরেক্সে ভাল সফলতার জন্য কতটুকু সময় দেওয়া প্রয়োজন তা নির্দিষ্ট করে বলা যাই না তবে ধারনা দেওয়া যাই। ফরেক্সে সাধারনত যত সময় দেওয়া যাই ততো বেশি ফরেক্স সম্পর্কে জানা যাই। সফলতা জিনিটা নির্ভর করে ট্রেডারের দক্ষতার উপর।দক্ষ ট্রেডারা অল্প সময়েই লাভ করতে সক্ষম। তবে ৫ থেকে ৬ ঘন্টা সময় দিয়ে ধৈর্য সহকারে ট্রেড করলে সফলতা সম্ভব।
-
আমার জানা মতে যদি আমরা একটু ভাল করে সময় দেয় তাহলে ফরেক্স এ বেসী সময় দেওয়ার প্রয়োজন মনে করি না তাই যদি আমরা ভাল ট্রেডার হতে চায় তাহলে ৪/৫ ঘন্টা সময় দিলে ফরেক্স ভাল কিছু করতে পারব । তাই আমরা ভাল করে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ।
-
ফরেক্স এ যার জ্ঞান যত বেশি তার সে তত প্রফিট করতে পারবে। আর যে যত বেশি ফরেক্স এ সময় দিবে তত বেশি প্রফিট করার সম্ভবনা থাকবে। তাই আমি মনে করি ফরেক্স এ দিনে কিছু সময় ঠিক করে ফরেক্স করা উচিত। যেমন নিউজ এর সময় দেখে শুনে বুঝে েট্রড করতে হবে। আমার মতে দিনে ৫ ঘণ্টা সময়ই দিলেই ফরেক্স এ সফলতা পাওয়া সম্মভ।