একজন ট্রেডার প্রতিদিন তার মানি ম্যানেমেন্ত হিসাবে তাকে ট্রেড করতে হয়, এবং এ হিসাবে তাকে কত পিপ প্রফিট নিবে সে ব্যপারে টার্গেট নিতে হয়/ টেক প্রফিট দিতে হয়, তবে আমার মতে একজন ট্রেডার ২০-৩০ পিপস নিলেই যতেষট। ধন্যবাদ
Printable View
একজন ট্রেডার প্রতিদিন তার মানি ম্যানেমেন্ত হিসাবে তাকে ট্রেড করতে হয়, এবং এ হিসাবে তাকে কত পিপ প্রফিট নিবে সে ব্যপারে টার্গেট নিতে হয়/ টেক প্রফিট দিতে হয়, তবে আমার মতে একজন ট্রেডার ২০-৩০ পিপস নিলেই যতেষট। ধন্যবাদ
ফরেক্স এ কবে কত পিপ্স আয় হবে সেটা ফরেক্স মার্কেট নিজেও জানে না । একদিন ১০০ পিপ্স বা তার বেশি ও লাভ হতে পারে । আবার কোন দিন এক পিপ্স ও লাভ না হতে পারে । আবার কোন দিন লাভ তো দূরে থাক লস ও হতে পারে । তাই ফরেক্স এ এটা নির্দিষ্ট করে বলা যায় না যে প্রতিদিন কত পিপ্স লাভ হয়।
ফরেক্স মার্কেটে প্রতিদিন কত পিপ বা ডলার আয় করা যাবে তা কেউ কখনো বলতে পারবে না।তবে আমার একটি লক্ষ্য থাকে যে আমি প্রতিদিন ফরেক্স মার্কট হতে ৫০ পিপস প্রফিট করবো।কিন্তু দেখা যায় কোন দিন ৫০ পিপস এর কম আয় হয় আবার কোন দিন ৫০ পিপস এর বেশি আয় হয় আবার কোন দিন লস হয়।তাই নিশ্চিত করে বলা যাবে না ফরেক্স মার্কেট হতে প্রতিদিন কত পিপস লাভ বা লস করা যাবে।তবে প্রতিদিন ৫০ পিপস করে প্রফিট নেব এটা আমার লক্ষ্য হিসাবে থাকে।কোন দিন প্রফিট কম হলে জোড় করে টার্গেট ফিলাপ করার চেষ্টা করিনা।
আমি এখান থেকে প্রতিদিন ২৫ পিপস করতে পারলেই খুশি
সবারই নির্দিষ্ট কোনো পিপস লাভ করার ইচ্ছা না থাকলেও সময়ের প্রয়োজনে কিছু পিপস লাভ করার ইচ্ছা সবারই থাকে।আমি সচরারচর লস লাভ মিলিয়ে ৪০-৫০পিপস লাভ করতে পারলেই খুশি। আর রিস্ক যদি বেশি নেন, যেমন ঝোপ বুঝে কোপ, তাহলে এক পেয়ার এ ২০-৩০ পিপ্স ই যথেস্ট। রিস্ক কম নিলে বেশি পিপ্স নেয়া যায় কিন্তু রিস্ক বেশি নিলে বেশি পিপ্স নেয়া এতো সহজ না।
আমি ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন ২০ থেকে ৩০ পিপ আয় করতে পারি এবং একটি টার্গেট নিয়ে কাজ করি যে ২০ থেকে ৩০ পিপ নিয়ে আর ট্রেড করিগেটতবে ফরেক্স মার্কেট থেকে আর বেশি আয় করা সম্ভব ।
আমি যেহেতু ফরেক্স মার্কেট এ নতুন । তাই ইনভেস্ট কম । এজন্য ডেইলি বেশি পিপ্স এর আশা করি না । আমি সচরারচর লস লাভ মিলিয়ে ২০-৩০ পিপস লাভ করতে পারলেই খুশি। যখন বেশি কনফিডেন্স থাকে , তাহলে এক পেয়ার এ ১০-২০ পিপ্স ই হয় । রিস্ক কম নেয়াটা আমার কাছে প্রধান বিষয় ।
আমি্ একটা ফরেক্স এর ইনিস্টিটিউট থেকে ফরেক্স শিখেছি তো আমদের শিক্ষক জিনি আমদের ফরেক্স সম্পর্কে জ্ঞান দিয়েছেন তিনি আমাদের বলেছে প্রতিদিন ১০ পিপ করে নিতে বলেছেন অবশ্যই ট্রেড করার সময় স্টপলস এবং টেক প্রফিক ব্যবহার করে।
আসলে যে যত কথায় বলুক না কেন ফরেক্স মার্কেট থেকে এত সহজে ইনকাম করা যায় না। আপনি অনেক জায়গায় দেখা যায় আপনি দিনে কত পিপ্স করতে চান,আপনার কনো লস হবেনা এসব অনেক দেখতে পাওয়া যায়। আমার মনে হয় যে এইসব মিত্যা। কেননা যদি তারা এতই পারে তাহলে তারা নিযেইতো রাতারাতি ধনী হতে পারে।
প্রতি দিন কত পিপস নিব তা অনেকটা নির্ভর করে মার্কেট বর্তমানে কোন পজিশনে আছে। যদি মার্কেট ভালো পজিশনে থাকে তাহলে আমি অনেক ক্ষেত্রে প্রতিদিন ৫০ পিপস আশা কর।আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিদিন কত পিপস লাভ করবো সেটা নির্দিষ্ট করে বলা যায় না।