-
ফরেক্স বেবসায় এ ফোরাম বোনাস মূলধন হিসেবে কাজে লেগে থাকে.তাই অনেক ত্রাদের ই ফোরাম পোস্টিং করে থাকে.কিন্তু অনেকেই এইখানে বোনাস জন্য ট্রেড করে বাধায় বোনাস এর জন্য অন্নুন্নত পোস্ট করে থাকে.কিন্তু এই ধরনের পোস্ট করলে অনেক সময় একাউন্ট বাতিল হয়ে যেতে পারে.তাই মানসম্মত ট্রেড করা উচিত যার ফলে মানুষ ও আপনার পোস্ট থেকে জানতে পরতে আর আপনি ও বোনাস আয় করতে পারেন.
-
ফরেক্স বিজনেসে পোস্টিং এর জন্য বোনাস মানি দেয়া হয়ে থাকে যা অনেকের জন্য ভীষণ সাহায্যকারী এবং উপকারি। ফরেক্স বিজনেসে বোনাস মানি পেতে চাইলে আপনাকে আগে ফোরাম সাইটে একাউন্ট করতে হবে। তারপর ঐ একাউন্ট থেকে আপনাকে পোস্টিং করে যেতে হবে। শুধুমাত্র বোনাস মানির জন্য পোস্টিং না করে নিজের ও অন্যদের জ্ঞান বাড়ানর জন্য পোস্টিং করুন। দুই লাইনের চেয়ে কম লেখার পোস্ট করবেন না। তা না হলে আপনাকে বোনাস শিকারি হিসেবে গণ্য করা হবে।
-
ফরেক্স বাংলা ফোরাম আমাদের জন্য একটা আশির্বাদস্বরুপ ফোরাম যেখানে আমরা নিজেদেরকে অনেক বেশি করে সম্পৃক্ত করে রাখতে পারি । আর ফরেক্সে বাংলা এখনো যথেষ্ট মুল্যবান লেখা ফোরাম ব্যাতিত আর কোথাও পাওয়া যায় না । তাই আমাদেরকে এ বিষয়ে ফোরামের রুলসগুলো ভালেভাবে মেনে চলতে হবে । আর ফরেক্স ফোরামে পোস্ট করতে হবে নিজেদেরকে ফরেক্স সম্পর্কে বেশি করে জানার জন্য ।
-
আপনার পোস্টিং এর মান উন্নত করার
চেষ্টা করুন এবং আপনার বানানের
দিকে গুরুত্ব দিন শুধু বোনাস পাওয়ার জন্য
পোস্ট না করে আকর্ষণীয়, জ্ঞানগর্ভ,
শিক্ষণীয় কোনো কিছু পোস্ট করুন। আপনার
পোস্ট সর্বনিম্ন দুই লাইন করার চেষ্টা করুন।
-
ফরেক্স ফোরাম থেকে পোস্টের বোনাস পাবার জন্য অবশ্যই থ্রেড অনুযায়ী মানসম্মত পোষ্ট করতে হবে। ফোরামের নিয়ম মেনে সকল পোষ্ট করতে হবে। যেহেতু বাংলা ফোরাম তাই লেখা শুদ্ধ করে লিখতে হবে। মুল থ্রেডের বিষয়ের বাইরে কিছু কখনোই লিখা যাবে না। নিয়মিত পোষ্ট করলে বোনাসের পরমানও বেশি হবে।
-
ফরেক্স ফোরাম হতে বোনাস পাওয়ার জন্য প্রথম যে কাজ তা হলো থ্রেডের অন্তর্ভুক্ত বিষয় নিয়ে আলোচনা করা। এছাড়াও ফোরাম বাংলায় হওয়ায় লেখার ক্ষেত্রে বানান সতর্কতা অবলম্বন করা যাতে তা অন্যদের বোধগম্য হয়। তাছাড়া অবশ্যই প্রতিটি পোষ্ট অন্তত ২ লাইন করে তথ্য বহুল ভাষায় লেখা। আমরা অনেকেই মাঝে মাঝে একটি থ্রেডের মধ্যে অন্য থ্রেডের প্রসঙ্গ নিয়ে আসি তা করা ঠিক নয়।
-
ফরেক্স ফোরামের উদ্দ্যেশ্যে হচ্ছে ফরেক্স ট্রেডারদের ফরেক্স সম্পর্কে জ্ঞান বাড়ানো।এখানে এক একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে যা অন্যদেরকে ফরেক্স শিখতে সাহায্য করে। কিন্তু অনেকে আছে যারা শুধু বোনান পাওয়ার আসায় পোষ্ট করে।কিন্তু এই ধরনের চিন্তাভাবনা একদমই ঠিকনা। ফোরামে পোষ্ট করার একমাত্র উদ্দ্যেশ্যে হওয়া উচিত অন্যকে কিছু শিখতে দেওয়া আর অন্যদের কাছ থেকে নিজে কিছু শেখা।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আরেক টা সুযোগ হলে ফোরামে কাজ করে বোনাস দিয়ে ট্রেড করা কারন ফরেক্স মার্কেটে আমাদের বে শিখতে হলে বোনাস ডলার দিয়ে ট্রেড করা জানতে হবে।আমাদের পক্ষে ইনভেস্ট করা সম্বভ না কারন প্রথমে ইনভেস্ট করলে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে।
-
ফোরামে পোষ্ট করতে হলে বাজে কোন মন্তব্য না লিখে ফরেক্স সম্পরকিত বিষয়ে মনতব্য লিখুন । এবং ফরেক্স সম্পরকে জানান বা জানতে চান । ফোরামের উদ্দেশ্য হলো ফরেক্স বিশয়ে জানানো বা শিখান ।
-
ফরেক্স একটি সকলের জন্ন আদরশ ব্যাবসা এখানে ব্যাবসা করে যে কেউই সাবলম্ভী হতেপারে । এখানে কম পুজি দিয়েও ব্যাবসা করা যায় । তাই যাদের আয়ের কোন লাইন নাই তারা ভালভাবে শিখে এই
ব্যাবসা করতে পারে ।