হাঁ ভাই ফরেক্স মার্কেট সপ্তিহে ৫দিন খোলা থাকে।আর ২দিন বন্ধ। জেহুতু এটা আন্ত্রজাতিক মার্কেট তাদের ব্যপার। আর ২দিন বসে না থাকে ফরেক্স এর বিভিন্ন টিপস গ্রহন করতে পারেন। ৫দিন এর মধ্যে আপনি যে কোন সময় ট্রাড করতে পারেন।
Printable View
হাঁ ভাই ফরেক্স মার্কেট সপ্তিহে ৫দিন খোলা থাকে।আর ২দিন বন্ধ। জেহুতু এটা আন্ত্রজাতিক মার্কেট তাদের ব্যপার। আর ২দিন বসে না থাকে ফরেক্স এর বিভিন্ন টিপস গ্রহন করতে পারেন। ৫দিন এর মধ্যে আপনি যে কোন সময় ট্রাড করতে পারেন।
ফরেক্স মার্কেট দিনে ২৪ ঘন্টা সপ্তাহে পাঁচ দিন ওপেন থাকে ।। এছারাও আপনি জেকন সময় ট্রেড করতে পারেন এবং ক্লোজ করতে পারেন এতে কোন ধরা বাধা নাই ।।
ফরেক্স মার্কেট প্রতি শনিবার রাত ৩টায় বন্ধ হয়ে সোমবার রাত ৩টায় ওপেন হয়।এরপর টানা ৫দিন খোলা থাকে।আর খোলা থাকার এই পাচদিন ২৪ঘন্টা যেকোনে সময় ট্রেড করা যায়।কেউ ইচ্ছা করলে এই পাচদিন সব সময়ই ট্রেড করে যেতে পারে।এতে কোনো সন্দেহ নেই যে কেউ ইচ্ছামত সময় পর্যন্ত ট্রেড করতে পারবে যদি তার ব্যালেন্স থাকে।
ঠিক বলেছেন ভাই আপনি ।। ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচদিন ওপেন থাকে , এটা সোম থেকে শুক্র বার পরযন্ত খলা থাকে ।। আর এই সময়ের মদ্ধে যেকনো সময় আপনি ট্রেড করতে পারবেন ।।
আপনার সুজগ মত আপনি মার্কেট দেখতে পারেন । তবে মনে রাখবেন ফরেক্স মার্কেট শনি এবং রবি বার বন্ধ থাকে । এ ছাড়া কিছু উলেকজজ্ঞ দিনে মার্কেট বন্ধ থাকে । আপনি ছাইলে আপনার সময় মত মার্কেট দেখতে পারেন এবং ট্রেড করে প্রফিত করতে পারেন ।
হ্যা ভাই ফরেক্স মার্কেট খোলা থাকা কালীন সব সময়ই আপনি ট্রেড করতে পারেন আর ফরেক্স মার্কেট মুলত সপ্তাহে শনি ও রবিবার এই দুই দিন বন্ধ থাকে আর বাকী ৫ দিন খোলা থাকে এবং এই সময়টা আপনার ট্রেড ওপেন করার জন্য মার্কেট খোলা থাকে। ধন্যবাদ।
দিনে ২৪ ঘণ্টা সাপ্তাহে ৫ দিন ফরেক্স মার্কেট খুলা থাকে । এই সময়ের ভিতর যেকোন সময় আপনি ট্রেড করতে পারবেন ।
ফরেক্স আপনি শনি এবং রবি বার বাদে বাকি সব দিন গুলতে ফরেক্স করতে পারবেন । আমাদের বাংলাদেশ সময়ই রাত শনি বার রাত ৪ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ফরেক্স মার্কেট বন্ধ থাকতে । এবং বাকি দিন গুলতে আপনি যেকোনো সময় আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন ।
হাঁ ফরেক্স মার্কেট সবসময় খোলা থাকে তবে সপ্তাহে ৫ দিন, শনিবার এবং রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে, এই ৫ দিন আপনি যে কোন সময় ফরেক্স ট্রেড করতে পারেন আপনার সুবিদা অনুযায়ী কিন্তু সবচেয়ে ভালো হয় বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর ৩ টা থেকে রাত ১০ পর্যন্ত বেটার সময় তবে এই সময়েই করতে হবে তার মানে নেই আপনার অবসর যে কোন সময়ই ট্রেড করতে পারবেন।
না, ফরেক্স মার্কেট এর সাপ্তাহিক ২ দিন বন্ধ থাকে, শনিবার এবং রবিবার। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে ৫ দিন এর মধ্যে আপনি যদি চান ৫দিন ই অর্থাৎ ১২০ ঘণ্টাই টানা লাইভ অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধন্যবাদ