-
আমরা জানি ফরেক্স মার্কেটে পিপস এবং পিপেটিস খুবই গুরুত্বপূর্ন দুইটি টার্ম। ফরেক্স মার্কেটে ব্রোকার গুলো সাধারনৎ ডিজিটের ভিত্তিতে দুই ধরনের হয়। চার ডিজিট ব্রোকার এবং ৫ ডিজিট ব্রোকার। চার্টে বিভিন্ন মূদ্রার দামের ক্ষেত্রে দশমিকের পর চতুর্থ ঘরকে বলা হয় পিপস এবং দশমিকের পর ৫ম ঘরকে বলা হয় পিপেটিস।
-
ট্রেডিং এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ন কেননা আমাদের কোন একটা ট্রেড এর হিসেব করতে হয় পিপস দিয়ে। অনেকে দেখি ডলার দিয়ে একটা ট্র্রেড এর হিসেব করে থাকে। আসলে একজন পেশাদার ট্রেডার কখনই তার কোন ট্রেড কে ডলারে হিসেব করবে না। তাই একজন সাকসেসফুল ট্রেডার হবার প্রথম শর্ত হল আপনাকে পিপ এবং পিপেটিস বুঝতে হবে।
-
ফরেক্সে পিপস আর পিপেটিস হলো দশ মিকের পরের সংখা গুলি । যে কারেন্সি পেয়ারে দশমিকের পরে ৫ টি সংখ্যা থাকে তার শেষের সংখ্যাটিকে পিপেটিস বলে । আবার কোন কোন কারেন্সি পেয়ারে দশমিকের পরে ৪ টি সংখ্যা থাকে সেখানে পিপেটিস থাকে না ।
-
পিপস কি? কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪র্থ সংখার প্রতি একক পরিবর্তন অথবা মুভমেন্টকে পিপ (Pip) বলে । আর পিপস (Pips) হচ্ছে পিপ (Pip) এর বহুবচন । আমরা সাধারনত বলে থাকি যে আজ ফরেক্স মার্কেটে ২০০ পিপস মুভ করেছে । তার মানে হচ্ছে, আজ ফরেক্স মার্কেটে ২০০ পিপস পরিবর্তন হয়েছে । পিপেটিস কি? কিছু কিছু ব্রোকার তাদের প্লাটফর্মে দশমিকের পরে পঞ্চম সংখ্যা ব্যাবহার করেন। এই পঞ্চম সংখ্যাটিই হচ্ছে পিপেটিস । এটি ট্রেডারদের এক্সট্রা সুবিধার জন্য ব্যাবহার করা হয়েছে । ধরুন, প্রাইস যদি ১.৪২৫৬১ থেকে ১.৪২৬৬৭ এ যায়, তবে বুঝতে হবে ১০ পিপস ৬ পিপেটিস বেড়েছে অথবা ১০৬ পিপেটিস পরিবর্তন হয়েছে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই পিপস এবং পিপেটিস সম্পর্কে ধারণা রাখতে হবে । মার্কেটে কোন কারেন্সি পেয়ারে দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে pips বা পিপস বলে। আর পিপেটিস হল দশমিকের পরে প্রতি ৫ম সংখ্যার এক একক পরিবর্তকে পিপেটিস বলে । ধন্যবাদ ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে পিপস এবং পিপেটিস খুবই গুরুত্বপূর্ন দুইটি টার্ম। ফরেক্স মার্কেটে ব্রোকার গুলো সাধারনৎ ডিজিটের ভিত্তিতে দুই ধরনের হয়। চার ডিজিট ব্রোকার এবং ৫ ডিজিট ব্রোকার। চার্টে বিভিন্ন মূদ্রার দামের ক্ষেত্রে দশমিকের পর চতুর্থ ঘরকে বলা হয় পিপস এবং দশমিকের পর ৫ম ঘরকে বলা হয় পিপেটিস।
-
প্রতিটি কারেন্সির প্রাইজ বা দর মূলত দশমিকের পর চতুর্থ সংখ্যা বিশিষ্ট হয়ে থাকে আর ঐ দশমিকের পরের দতুর্থ সংখ্যাটিকে ফরেক্স ট্রেডিংয়ের ভাষায় পিপস বলে অবিহিত করা হয়ে থাকে তবে দশমিকের পর ঐ চতুর্থ সংখ্যাটির পরে আরও একটি পন্চম সংখ্যা থাকে যাকে দেখা যায় না অর্থাত যা উর্য থাকে আর এ পন্চম সংখ্যাটিকে ফরেক্স ট্রেডিংয়ের ভাষায় পিপেটিস বলে অবিহিত করা হয়ে থাকে।
-
ফরেক্স ট্রেডিংয়ে বহুবিধ শব্দের মধ্যে পিপস এবং পিপেটিস সম্পর্কে জানা প্রয়োজন। পিপস হল কারেন্সি পেয়ারের দশমিকের চতুর্থ অংকের পরিবর্তন। পিপের বহুবচন হল পিপস।অনেকেই পিপস বলতে কারেন্সি পেয়ারের ক্ষুদ্রতম পরিবর্তনকেই বোঝায়।আর ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের ৫ম অংকের পরিবর্তনকে পিপেটিস বলে। অর্থাৎ পিপের ক্ষুদ্রতম অংশকে পিপেটিস বলে।
-
পিপস এবং পিপেটিসের মধ্যে অবশ্যই বৈশিষ্টগত পার্থক্য রয়েছে পিপস অপেক্ষা পিপেটিস ক্ষুদ্র অর্থাত ১০ পিপেটিস সমান হল ১ পিপস । কারেন্সির দশমিকের পরের চতুর্থ সংথ্যাটিকে মূলত পিপস বলে এবং পন্চম যে সংখ্যাটি থাকে তাকে পিপেটিস বলা হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে পিপস এবং পিপেটিস সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে pip বা পিপ বলে। pips অথবা পিপস হচ্ছে pip এর বহুবচন, অনেকে পিপস কে পয়েন্ট ও বলে। ফরেক্স এ কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৬১. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি।