-
ফরেক্স মার্কেটে মেটা ট্রেডার আ্যপস এ অনেক টাইম ফ্রেম আছে যেটা আপনি তুলে ধরেছেন। এখানে আমি বলতে চাই যে যারা ফরেক্স মার্কেট এ নতুন তাদের সর্ট টাইম ফ্রেম না ব্যাবহার করাই ভাল। প্রথমে তাদের উচিত লং টাইম ফ্রেম এ কাজ করা তারপর যখন তাদের অভিজ্ঞতা হবে তখন অনায়াসে সর্ট টাইম ফ্রেমে কাজ করতে পারবে।
-
ফরেক্সে ট্রেড করত হলে তাইম ফ্রেম অনুসারে করতে হই।টাইম ফ্রেমের মাধ্যমে আমরা মার্কেট উর্ধমুখি না নিম্নমুখি তা বুঝতে পারি।মেটাট্রেডার ফোর ভার্সনে নিম্নক্ত ভাগে টাইম্ফ্রেম ভাগ করা হই যথাঃm1, m5, m15, m30, h1, h4, d1 mn etc
-
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে,কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল ইত্যাদি।
-
টাইম্ফ্রেম হল মুদ্রা পরিবর্তনের হারের হিসাব যা নির্দিষ্ট সময় পরপর ক্যান্ডেল আকারে দেখানো হয়।ফরেক্সে বিভিন্ন টাইম্ফ্রেম দেখানো হয়।যথাঃ১মিনিট, ৫মিনিট,১৫ মিনিট, ৩০ মিনিট, ১ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ৭দিন, ও ১মাস হিসাবে দেখানো হয়।
-
টাইম ফ্রেমে একেক সফটওয়্যারে একেক রকম । কোন কোন সফটওয়্যারে ডে থেকে শুরু করে মিনিট ওয়ান পযর্ন্ত । আবার অনেক সফটওয়্যারে কাস্টম টাইমফ্রেম ব্যবহার করা যায় । আসলে টাইমফ্রেমের কোন প্রকারভেদ নেই ।
-
ফরেক্স মার্কেটের চার্ট এর উপরে নির্ভর করে টাইম ফ্রেমকে আমরা ৯ টি ভাগে ভাগ করতে পারি,ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করার সময় লং টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করব,ফরেক্স মার্কেটে ভাল প্রফিট করা যাবে যদি আমরা এইচ ৪ বা দিনের ক্যান্ডেল দেখে ট্রেড করে থাকি।
-
প্রাইস সব সময়ই উঠানামা করতে থাকে তবে একটা নির্দিষ্ট সময়েকি পরিমান উঠানামা তা যতটুকু সময়ের জন্য প্রকাশ করা হয় সেই নির্দিষ্ট সময় হল একটা টাইম ফ্রেম। টাইম ফ্রেমে মুলত ১মিনিট, ৫মিনিট,১৫ মিনিট, ৩০ মিনিট, ১ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ৭দিন, ও ১মাস হিসাবে দেখানো হয়।
-
ফরেক্স মার্কেটের কারেন্সির মুভমেন্টের একটি হিসাব যা নির্দিষ্ট সময় পর পর গননা করা হয়।একে টাইম ফ্রেম বলা হয়।টাইম ফ্রেম কে 9 ভাগে গাগ করা হয়।যথাঃ
১।M1
২।M5
৩।M15
৪।M30
৫।H1
৬।H4
৭।D1
৮।W1
৯।mn
-
টাইম ফ্রেম হল ফরেক্স মার্কেটের কারেন্সির মুভেন্টের হিসাব।ট্রেডার রা নিজেদের সুবিধার্তে টাইম ফ্রেম ব্যবহার করে থাকে।মেটা ট্রেডার ৪ ও মেটা ট্রেডার ৫ এ ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট,১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ১ সপ্তাহ, ১ মাসের টাইম ফ্রেম উল্লেখ করা থাকে।
-
অনেক গুলো টাইম ফ্রেম থাকার কারনে আমরা অনেক সময় নিজেরাই হিসেব হারিয়ে ফেলি আমি কোন টাইম ফ্রেমে কাজ করব। কখন ঘন্টার চার্টে আবার কখনো ডে ক্যান্ডেল দেখে ট্রেড করে থাকি। এটা ঠিক নয়। যে কোন একটি নির্দিষ্ট টাইম ফ্রেমে ট্রেড করা উচিত। এতে আপনার এ্যানালাইসিসের ভুলগুরো খুব দ্রুত বেরিয়ে আসবে।