-
আপনি চাইলে অনেক কিছু করতে প্পপারে ফরেক্স মার্কেট থেকে তবে আমি এই মুহূর্তে সুদু একটা বিসয় নিয়ে আলচনা করব আর তা হল ট্রেড সম্পর্কে । আপনি যদি নিজে ট্রেড করেন তাহলে অনেক সুবিদা পাবেন আর তা হল আপনি নিজের জন্য অঞ্জেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এতে আপনার লাভ ও লস সম্পর্কে অনেক ধারনা হবে । পরবরতিতে আপনার অনেক উপকার হবে ।
-
ফরেক্স ট্রেডিং টা ভালো করে শিখে নিজেই ট্রেড শুরু করা উচিৎ,অন্যের উপর নির্ভরশীল হওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়,মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় একমাত্র ভয় থেকেই ।তাই ভয় থেকে রেহাই পেতে নিজেই ট্রেড করুন ফলাফল যাই আসুক না কেন । এতে আপনার ট্রেডিং দক্ষতা বাড়বে এবং একসময় খুব ভাল প্রফিট করতে পারবেন ।
-
আমি অন্ধ অনুসরন ও অনুকরন সাপোর্ট করি না ।কিন্তু যারা এ পৃথিবীতে কঠোর জ্ঞান -সাধনা এবং অক্লান্ত পরিশ্রম করে সাফল্যের বিজয়মালা পরেছেন তাদের কাছে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে ।আমরা যদি তাদেরকে আইডল মেনে সামনের দিকে এগিয়ে যাই ,মনে হয় সেটা আমার জন্য খারাপ হবে না ।আর তাই আমরা নিজেই ট্রেড দেয়া শিখব ।এতে আমাদেরই মঙ্গল হবে ।
-
আমি মনে করি মার্কেটে আপনাকে নিজেই ট্রেড করা ভাল । মার্কেটে যদি আপনি লসও করেন তাহলে একদিন না একদিন আপনি মার্কেটে অভিজ্ঞ হয়ে উটতে পারবেন । আর যদি আপনি অন্য কাউকে দিয়ে মার্কেটে ট্রেড করান তাহলে আপনি মার্কেট সম্পর্কে অজ্ঞ থেকেই গেলেন । তাই নিজেই মার্কেটে ট্রেড করা উচিত বলে অামি মনে করি ।
-
আমার মনে হয় আপনি ইচ্ছা করলে আপনার নামে একাউন্ট খুলে আপনি তাতে ডলার ডিপোজিট করে ভাল কোন ট্রেডারকে আপনার একাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে ট্রেড করিয়ে তার থেকে প্রফিট নিতে পারেন তবে যদি আপনি ঠিক এরকম করে ট্রেড করেন তাহলে আপনি কখনোই ফরেক্স ট্রেড শিখতে পারবেন বা আয় করার মত দক্ষ হতে পারবেন না তাই নিজে ট্রেড করাই ভাল।
-
আমি মনে করি ফরেক্সে ট্রেড করার জন্য অন্য কারর উপর কখনই নির্ভরশীল হওয়া উচিত নয় অর্থাত নিজে ট্রেড না করে অন্য কাউকে দিয়ে ট্রেড করানোটা একেবারেই ভূল হবে কারন আপনার ট্রেডিং কেৌশল এবং জ্ঞান নিশ্চই তার থেকে ভিন্ন হবে সেই কারনে সব সময় নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ করে ট্রেডিংয়ের জন্য পারফেক্ট করে গড়ে তোলা উচিত।
-
ভাল কোন ট্রেডারকে আপনার একাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে ট্রেড করিয়ে তার থেকে প্রফিট নিতে পারেন তবে যদি আপনি ঠিক এরকম করে ট্রেড করেন তাহলে আপনি কখনোই ফরেক্স ট্রেড শিখতে পারবেন বা আয় করার মত দক্ষ হতে পারবেন না তাই নিজে ট্রেড করাই ভাল।
-
আমার মনে হয় ফরেক্স বিজনেসে সব থেকে ভাল পদ্ধতি হল নিজে ট্রেড করা এতে নিজের দক্ষতা বাড়ে । আর নিজে বেশি নিভরশীল হতে পারবেন নিজের ট্রেড এর উপর।তাছাড়া অন্যের উপর নিরভরশীল হয়ে ট্রেড করা ঠিক নয় এতে করে আপনি অনেক লসের সমমুখী হতে পারেন।
-
নিজের কাজ নিজে করলে যতটুকু আন্তরিকতা দিয়ে করা হয় সেটা দ্বিতীয় কাউকে দ্বারা আশা করা যায় না । এ ক্ষেত্রে নিজের কাজ দ্বিতীয় কাউকে দিলে কোন না কোন সমস্য রয়েই যায় । বিশেষ করে ফরেক্স এর মত জিনিসগুলো নিজেরটা নিজে করাই ভাল । নিজের দক্ষতা এতে আরো বেশি বৃদ্ধি পাবে এবং অভিজ্ঞতার ঝুলি অনেক বেশি পরিমানে সমৃদ্ধে হতে থাকবে ।
-
আমি মনে নিজে ট্রেড করা বেশি ভাল।কারন আপনি কেন অন্যের উপর নির্ভরশীল হবেন। প্রথেমে আপনার উচিত অন্তত ৫ ৬ মাস ডেমো অনুশীলন করা তারপর আপনার রিয়েল ট্রেড শুরু করা।