-
আসলে ইন্ডিকেটর বা বিশেষ কিছু সিগন্যালের উপর আস্থা বা নির্ভর করে ট্রেড করা আর অন্ধ বিশ্বাসের ফলে ট্রেড করার মধ্যে কোন তফাত নেই। আমি মনে করি ইন্ডিকেটর দেখে ট্রেড করা হল বড় ধরনের সুভংকরের ফাকি আর আপনি যদি একজন ফরেক্স ট্রেডিং দক্ষতায় দক্ষ ট্রেডার হয়ে থাকেন আর তার পরও ঐ ফাদে পা বাড়ান তা হলে তা হবে আপনার জন্য বড় ধরনের বোকামি এবং যার মাশুল আপনাকে লসের ভিতর দিয়েই দিতে হবে।
-
ইনডিকেটর দেখে ট্রেড করা মোটেও সুবিধা জনক বলে আমি মনে করি না কারন এতে অনেক সময় লস হওয়ার সম্ভাবনা থাকে কারন সবাই এই সব ইনডিকেটর এনালাইসিস করতে পারে না তাই ইনডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা ভাল ফল দায়ক হয় না
-
ইনডিকেটর দেখে ট্রেড করা বা ইনডিকেটর দিয়ে ট্রেড করা আমি পছন্দ করি না কারন ইনডিকেটর সবসময় সটিক সিধান্ত নেয় না কখনো কখনো তারা ভুল সিগনাল দেয় তাই ফরেক্স ট্রেড করার জন্য ইনডিকেটর আমি পছন্দ করি না।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য দুই ধরনের এনালাইসিস ই প্রয়োজন আছে । মার্কেট প্রাইস একশন তো দেখতে হবেই তাছাড়াও বিভিন্ন নিউজ থেকে কারেন্সি এর সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ইন্ডিকেটর গুলো মুলত ম্যাথমেটিকস এর চরম নিদর্শন। এই ইন্ডিকেটর গুলোর বেশির ভাগই তৈরী মার্কেট এর প্রাইস হিস্টোরি থেকে । তাই কখোনোই ইন্ডিকেটর গুলো দেখে ১০০% প্রেডিক্ট করা যায় না । তবে ইন্ডিকেটর খারাপ কাজও করে না । যদি না কোন কারণে সাপোর্ট রেসিস্টেন্ট লেভেল ব্রেক করে।
-
ইন্দেকেতর ব্যবহার করা ট্রেডিং কে আর সহজ করে দেই । কিন্তু জুদি ইন্দেকেতর ব্যবহার করার কারনে আর বেশি জতিল মনে হয় ট্রেড কে তাহলে ইন্দেকেতর ব্যবহার না করাই ভাল। অনেকে আসঙ্খ ইন্দিকেতর ব্যবহার না করে ২ বা ৩ ব্যবহার করতে বলে।
-
আমি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভাল লাগে না তাই আমি ইন্ডিকেটর সাপোর্ট করি না কারন ইন্ডিকেটর অনেক সময় ভুল সিগ্নাল দেয় এই জন্য ইন্ডিকেটর দিয়ে ট্রেড না করা ভাল ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে অনেক সমসার সম্মুখীন হতে হয়।
-
আমি এখনো ডেমো ট্রেড করি ইনডিকেটর দেখে লাভ লস মিলে অনেক লসে আছি। অন্য কোন আছে যে ট্রেড করার।
-
ইন্ডিগেটর আপনাকে মার্কেটের মুভমেন্ট বুঝতে সাহাজ্য করবে কিন্তু আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান তাহলে অব্রমই আপনি ইন্ডীগেটর নির্ভর হবেন না। আপনি ইন্ডিগেটর দেখে টেকনিক্যাল সিদ্ধান্ত নিয়ে এর সাতে ফান্ডামেটাল মিলিয়ে ট্রেড করবেন। এটা আপনাকে অনেক সাহাজ্য করবে।
-
ইনডিকেটর দেখে ট্রেড করার ক্ষেত্রে আমার মতামত হল ইনডিকেটর দেখে ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে খুব লাভবান হওয়া যায় কিন্তু ফরেক্স মার্কেটে ইনডিকেটর এর উপর নিরভরসিল হওয়া উচিৎ না কারণ সব ইনডিকেটর সব সময় ভালো ফল দেয় না এর জন্য ইনডিকেটর এনালাইসিস করতে হয়
-
আমরা যারা ফরেক্স করি তারা প্রায় সবাই ইন্ডিকেটর উইজ করে থাকি।কারন ইন্ডিকেটর এর মাদ্ধমে আমরা লেনদেন করাটা বেশি পছন্দ করে থাকি,তাই আমরা প্রাইস অ্যাকশন কম উইজ করি কিংবা উইজ করি না।আপনি যদি প্রাইস অ্যাকশন একেবারেই উইজ না করেন তাহলে,কোন একদিন আপনি দেখবেন আপনার আপনার ট্রেড বিপরীত চলে গেছে।তাই সবাই প্রাইস অ্যাকশন ব্যবহার করার চেষ্টা করবেন।